গান্ধিনগর (গুজরাত), 5 ডিসেম্বর: ভোট দিয়ে বিয়ে করতে গেলেন বিএসএফের (BSF) এক জওয়ান ৷ তাঁর নাম ছোটুসিং বাঘেলা ৷ সোমবার তাঁর বিয়ে ৷ আবার ওইদিনই ভোট ৷ তাই ভোট দিয়ে তিনি বিয়ে করতে গেলেন ৷
গুজরাতের থাড়ার বিধানসভা কেন্দ্রের ভোটার ছোটুসিং ৷ সেখানকার ডুভা গ্রামে তাঁর পোলিং বুথ ৷ সোমবার সকালে তিনি সেখানেই পৌঁছে যান ভোট দিতে ৷ তাও আবার বরের বেশে ৷
এই জওয়ানের (BSF Jawan) সঙ্গে আবার রয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) যোগ ৷ তিনি বর্তমানে এই রাজ্যে বিএসএফের হয়ে দায়িত্ব সামলাচ্ছেন ৷ ভোট দিয়ে এসে সংবাদমাধ্যমের কাছে নিজেই সেই কথা জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর এই জওয়ান ৷
তিনি বলেন, ‘‘আমি পশ্চিমবঙ্গে কর্মরত ৷ এখন ছুটিতে রয়েছি ৷ আজই আমার বিয়ে ৷ কিন্তু বিয়ের জন্য যাওয়ার আগে আমি ও আমার পরিবার সিদ্ধান্ত নিই যে আগে ভোট দেব ৷ আমি মনে করি, আমি দেশের সীমান্ত রক্ষা করি ৷ তাই আমার দায়িত্ব দেশের গণতন্ত্রও রক্ষা করা ৷ তাই ভোটদানকেই আমি অগ্রাধিকার দিইছি ৷’’
গুজরাতে এবার দুই দফায় ভোট হচ্ছে (Gujarat Assembly Polls 2022) ৷ 1 ডিসেম্বর প্রথম দফার ভোট হয়েছে ৷ দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট হচ্ছে সোমবার ৷ এদিন সকাল 11টা পর্যন্ত 19.17 শতাংশ ভোটদান হয়েছে ৷ আগামী 8 ডিসেম্বর ভোটের ফল প্রকাশিত হবে ৷