ETV Bharat / bharat

BSF Jawan Fakes Death: বিপুল ঋণের বোঝা থেকে পালাতে নিজেকে মৃত ঘোষণা জওয়ানের

author img

By

Published : Jul 22, 2023, 5:59 PM IST

তিনি একজন বিএসএফ জওয়ান ৷ এদিকে তিনিই বেআইনি কাজে গ্রেফতার হলেন ৷ কয়েক লক্ষ টাকা ঋণ শোধ না-করে পালাবার পথ খুঁজছিলেন ওই জওয়ান ৷ তাই একটি গাড়ি পুড়িয়ে রেখে পালিয়ে গিয়েছিলেন, যাতে সবাই ভাবে যে তিনি মৃত ৷

ETV Bharat
বিএসএফ জওয়ান

চাম্বা, 22 জুলাই: তিনি মৃত ৷ বিএসএফ জওয়ানকে নিয়ে এমনটাই চাউর হয়ে গিয়েছিল ৷ আসলে তা নয় ৷ 40 লক্ষ টাকা ঋণ মেটাতে না-পেরে নিজেই নিজেকে মৃত হিসেবে দেখানোর চেষ্টা এক জওয়ানের ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুন মাসে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে ৷ অভিযুক্তের নাম অমিত রানা ৷ তিনি কাংরা জেলার নূরপুর এলাকার বাসিন্দা ৷ মৃত ওই বিএসএফ জওয়ান তাঁর বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরু থেকে চেন্নাই যাচ্ছিলেন ৷ পথে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

ঘটনার সূত্রপাত একটি পুড়ে যাওয়া গাড়িকে ঘিরে ৷ ঠিক যেন বলিউডে কোনও সিনেমার রিমেক ৷ 29 জুন চাম্বা-চাওরি রোডের জট নামক এলাকার কাছে একটি পুড়ে যাওয়া গাড়ি নজরে আসে পুলিশ ৷ ওই গাড়িটি অমিত রানার বলে জানতে পারে পুলিশ ৷ গাড়িটির মধ্যে মানুষের দেহাংশ ছিল ৷

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে বিহারের তরুণকে তেলঙ্গানায় খুনের অভিযোগ

চাম্বার এসপি অভিষেক যাদব জানান, পুরো গাড়িটি পুড়ে গিয়েছে ৷ এদিকে নম্বর প্লেট পরিষ্কার, তাতে কোনও দাগ নেই ৷ এতেই সন্দেহ জাগে পুলিশের ৷ তাছাড়া গাড়িটিতে এমন কোনও চিহ্ন নেই, যাতে এটা বোঝা যায় যে, গাড়িটির উপর কেউ হামলা চালিয়েছিল বা গাড়িটি কোনও দুর্ঘটনায় পড়েছিল ৷ এতে পুলিশের সন্দেহ আরও জোরদার হয় ৷

এরপর অমিত রানার পরিবারের সদস্যদের জেরা করে পুলিশ ৷ পরিবার সূত্রে জানা যায়, 28 জুন বিএসএফ জওয়ান অমিত রানা চাম্বার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ এরপর পুলিশ ওই রাতে জট থেকে চাম্বার দিকে যাওয়া বাসের চালকের সঙ্গে কথা বলে ৷ বাসচালক জানান, অমিত রানা রাত দু'টো নাগাদ চাম্বা যাওয়ার জন্য বাসে উঠেছিল ৷

আরও পড়ুন: মৃতের নামে ব্যাংক ঋণ, দেনা মেটাতে চাপ দিচ্ছে ব্যাংক

এরপর পুলিশ চাম্বা বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ তাতে দেখা যায়, 29 জুন অমিত রানা জীবিত রয়েছে ৷ এদিকে গাড়ি 28 জুন অমিত রানা মৃত বলে রটেছিল ৷ তদন্তে পুলিশের কাছে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে ৷ জানা যায়, রানা নামের একজন বেঙ্গালুরুতে পালিয়ে গিয়েছেন ৷ তাঁর সঙ্গে আছেন বন্ধু দক্ষিত ৷ তিনি পেশায় একজন ট্রাকচালক ৷ এরপর বেঙ্গালুরু থেকে চেন্নাই যাওয়ার পথে ট্রাকটিকে আটক করে পুলিশ ৷ গ্রেফতার হয় রানা ও তাঁর বন্ধু ৷ পুলিশ তাঁদের জেরা করে ৷ পুলিশি জেরার মুখে সত্যি স্বীকার করে নেয় অমিত রানা ৷ তিনি জানান, 40 লক্ষ টাকা ঋণ নিয়ে তা শোধ করতে পারেননি ৷ তাই ওই দেনা থেকে পালাতে রানা নিজেই নিজেকে মৃত প্রমাণের চেষ্টা করেন ৷ পাশাপাশি নতুন জীবনও শুরু করেন ৷

চাম্বা, 22 জুলাই: তিনি মৃত ৷ বিএসএফ জওয়ানকে নিয়ে এমনটাই চাউর হয়ে গিয়েছিল ৷ আসলে তা নয় ৷ 40 লক্ষ টাকা ঋণ মেটাতে না-পেরে নিজেই নিজেকে মৃত হিসেবে দেখানোর চেষ্টা এক জওয়ানের ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুন মাসে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে ৷ অভিযুক্তের নাম অমিত রানা ৷ তিনি কাংরা জেলার নূরপুর এলাকার বাসিন্দা ৷ মৃত ওই বিএসএফ জওয়ান তাঁর বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরু থেকে চেন্নাই যাচ্ছিলেন ৷ পথে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

ঘটনার সূত্রপাত একটি পুড়ে যাওয়া গাড়িকে ঘিরে ৷ ঠিক যেন বলিউডে কোনও সিনেমার রিমেক ৷ 29 জুন চাম্বা-চাওরি রোডের জট নামক এলাকার কাছে একটি পুড়ে যাওয়া গাড়ি নজরে আসে পুলিশ ৷ ওই গাড়িটি অমিত রানার বলে জানতে পারে পুলিশ ৷ গাড়িটির মধ্যে মানুষের দেহাংশ ছিল ৷

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে বিহারের তরুণকে তেলঙ্গানায় খুনের অভিযোগ

চাম্বার এসপি অভিষেক যাদব জানান, পুরো গাড়িটি পুড়ে গিয়েছে ৷ এদিকে নম্বর প্লেট পরিষ্কার, তাতে কোনও দাগ নেই ৷ এতেই সন্দেহ জাগে পুলিশের ৷ তাছাড়া গাড়িটিতে এমন কোনও চিহ্ন নেই, যাতে এটা বোঝা যায় যে, গাড়িটির উপর কেউ হামলা চালিয়েছিল বা গাড়িটি কোনও দুর্ঘটনায় পড়েছিল ৷ এতে পুলিশের সন্দেহ আরও জোরদার হয় ৷

এরপর অমিত রানার পরিবারের সদস্যদের জেরা করে পুলিশ ৷ পরিবার সূত্রে জানা যায়, 28 জুন বিএসএফ জওয়ান অমিত রানা চাম্বার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ এরপর পুলিশ ওই রাতে জট থেকে চাম্বার দিকে যাওয়া বাসের চালকের সঙ্গে কথা বলে ৷ বাসচালক জানান, অমিত রানা রাত দু'টো নাগাদ চাম্বা যাওয়ার জন্য বাসে উঠেছিল ৷

আরও পড়ুন: মৃতের নামে ব্যাংক ঋণ, দেনা মেটাতে চাপ দিচ্ছে ব্যাংক

এরপর পুলিশ চাম্বা বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ তাতে দেখা যায়, 29 জুন অমিত রানা জীবিত রয়েছে ৷ এদিকে গাড়ি 28 জুন অমিত রানা মৃত বলে রটেছিল ৷ তদন্তে পুলিশের কাছে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে ৷ জানা যায়, রানা নামের একজন বেঙ্গালুরুতে পালিয়ে গিয়েছেন ৷ তাঁর সঙ্গে আছেন বন্ধু দক্ষিত ৷ তিনি পেশায় একজন ট্রাকচালক ৷ এরপর বেঙ্গালুরু থেকে চেন্নাই যাওয়ার পথে ট্রাকটিকে আটক করে পুলিশ ৷ গ্রেফতার হয় রানা ও তাঁর বন্ধু ৷ পুলিশ তাঁদের জেরা করে ৷ পুলিশি জেরার মুখে সত্যি স্বীকার করে নেয় অমিত রানা ৷ তিনি জানান, 40 লক্ষ টাকা ঋণ নিয়ে তা শোধ করতে পারেননি ৷ তাই ওই দেনা থেকে পালাতে রানা নিজেই নিজেকে মৃত প্রমাণের চেষ্টা করেন ৷ পাশাপাশি নতুন জীবনও শুরু করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.