ETV Bharat / bharat

PM Modi Brother: কর্ণাটকে পথ দুর্ঘটনায় আহত প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি - প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

পথ দুর্ঘটনার জেরে আহত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি ও তাঁর পরিবারের আরও তিন সদস্য (brother of PM Modi injured in a road accident) ৷ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মহীশূরের কাছে ৷

ETV Bharat
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রহ্লাদ মোদির গাড়ি
author img

By

Published : Dec 27, 2022, 3:45 PM IST

Updated : Dec 27, 2022, 4:15 PM IST

মহীশূর, 27 ডিসেম্বর: মঙ্গলবার কর্ণাটকের মহীশূরে এক পথ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (brother of PM Modi injured in a road accident) ৷ আহত হয়েছেন তাঁর পরিবারের আরও 3 সদস্য ৷ আহতদের ভরতি করা হয়েছে মহীশূরের জেএসএস হাসপাতালে ৷ প্রহ্লাদ মোদির মুখে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে (brother of PM Modi meets with an accident) ৷

জানা গিয়েছে, মঙ্গলবার একটি এসইউভি গাড়ি করে মহীশূর থেকে বন্দিপুর যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি (Prahlad Modi) ৷ তাঁর সঙ্গে ছিলেন পুত্র, পুত্রবধূ এবং নাতি ৷ দুর্ঘটনায় এরা প্রত্যেকেই আহত হয়েছেন বলে খবর ৷ প্রহ্লাদ মোদির ছেলের চোট গুরুতর না হলেও, তাঁর নাতির পায়ে ও পুত্রবধূর মাথায় আঘাত লেগেছে ৷ যে এসএইভি গাড়িতে প্রহ্লাদ মোদি এবং তাঁর পরিবার সওয়ার ছিল সেটি কাদাকোলা নামক একটি জায়গায় এক রোড ডিভাইডারে ধাক্কা মারে বলে খবর (Prahlad Modi injured) ৷

আরও পড়ুন: কর্নাটকের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে মহারাষ্ট্র বিধানসভায় প্রস্তাব পাস

এই দুর্ঘটনার জেরে ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি ৷ দুমরে মুচরে গিয়েছে গাড়িটির সামনের একদিক ৷ খুলে গিয়েছে গাড়িটির সামনের ডান দিকের চাকাও ৷

মহীশূর, 27 ডিসেম্বর: মঙ্গলবার কর্ণাটকের মহীশূরে এক পথ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (brother of PM Modi injured in a road accident) ৷ আহত হয়েছেন তাঁর পরিবারের আরও 3 সদস্য ৷ আহতদের ভরতি করা হয়েছে মহীশূরের জেএসএস হাসপাতালে ৷ প্রহ্লাদ মোদির মুখে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে (brother of PM Modi meets with an accident) ৷

জানা গিয়েছে, মঙ্গলবার একটি এসইউভি গাড়ি করে মহীশূর থেকে বন্দিপুর যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি (Prahlad Modi) ৷ তাঁর সঙ্গে ছিলেন পুত্র, পুত্রবধূ এবং নাতি ৷ দুর্ঘটনায় এরা প্রত্যেকেই আহত হয়েছেন বলে খবর ৷ প্রহ্লাদ মোদির ছেলের চোট গুরুতর না হলেও, তাঁর নাতির পায়ে ও পুত্রবধূর মাথায় আঘাত লেগেছে ৷ যে এসএইভি গাড়িতে প্রহ্লাদ মোদি এবং তাঁর পরিবার সওয়ার ছিল সেটি কাদাকোলা নামক একটি জায়গায় এক রোড ডিভাইডারে ধাক্কা মারে বলে খবর (Prahlad Modi injured) ৷

আরও পড়ুন: কর্নাটকের সঙ্গে সীমানা বিবাদ নিয়ে মহারাষ্ট্র বিধানসভায় প্রস্তাব পাস

এই দুর্ঘটনার জেরে ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি ৷ দুমরে মুচরে গিয়েছে গাড়িটির সামনের একদিক ৷ খুলে গিয়েছে গাড়িটির সামনের ডান দিকের চাকাও ৷

Last Updated : Dec 27, 2022, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.