ETV Bharat / bharat

Murder for One Sided Love: একতরফা প্রেম ! ব্রাইডাল মেকআপের সময় 'প্রেমিকা'কে গুলি পুলিশ কনস্টেবলের - একতরফা প্রেম

একতরফা প্রেমে মহিলার বিয়ে মানতে পারেনি পুলিশ কনস্টেবল ৷ পার্লারে গিয়ে তাঁকে গুলি করে গ্রেফতার অভিযুক্ত ৷ ঠিক কী হয়েছিল ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 22, 2023, 10:36 PM IST

মুঙ্গের (বিহার), 22 মে: বিউটি পার্লারে ব্রাইডাল মেকআপের সময় মহিলাকে গুলি করল যুবক ৷ বিহারের মুঙ্গেরের ঘটনা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিহার পুলিশের কনস্টেবল ৷ মহিলার সঙ্গে তাঁর একতরফা প্রেম ছিল ৷ এদিকে গুলির আঘাতে লুটিয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক আমান কুমার ওই মহিলার প্রেমে পড়েছিলেন ৷ যে প্রেম ছিল একতরফা ৷ অর্থাৎ, শুধু আমানের দিক থেকেই প্রেম ছিল ৷ মহিলা অন্যজনকে বিয়ে করছে দেখেই সে রেগে গিয়েছিল ৷ বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল 21 মে ৷ তার আগে মহিলা মেকআপের জন্য কস্তুরবা ওয়াটার চকের পার্লারে গিয়েছিলেন ৷

এদিকে পার্লারের কর্মীদের মধ্যে একজন বলেন, "অভিযুক্ত যুবক পার্লারে ওই মহিলার সঙ্গী ছিলেন ৷ মেকআপের সময় মহিলার পিছনে দাঁড়িয়েছিলেন যুবক ৷ আমরা ভেবেছিলাম উনি মহিলার পরিবারের সদস্য ৷ কিন্তু হঠাৎ যুবকটি একটি পিস্তল বের করে মহিলার দিকে তাক করেন ৷ ওনার মাথায় পিস্তল ঠেকানোর সময় যুবকের হাত কাঁপছিল ৷ এরপর গুলি চালাতেই মহিলার কাঁধে এসে লাগে ৷"

গুলি লাগতেই মহিলা তৎক্ষণাৎ মেঝেতে পড়ে যান ৷ তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ৷ তবে ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেকে গুলি করার চেষ্টা করলেও পার্লারের কর্মীরা তাঁকে থামিয়ে পুলিশের হাতে তুলে দেন ৷

এদিকে ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় পার্লারে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তের ব্যবহৃত পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ উচ্চ আধিকারিকদের বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : প্রেমের প্রস্তাব ফেরানোয় গৃহবধূর উপর অ্যাসিড হামলা যুবকের

মুঙ্গের (বিহার), 22 মে: বিউটি পার্লারে ব্রাইডাল মেকআপের সময় মহিলাকে গুলি করল যুবক ৷ বিহারের মুঙ্গেরের ঘটনা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিহার পুলিশের কনস্টেবল ৷ মহিলার সঙ্গে তাঁর একতরফা প্রেম ছিল ৷ এদিকে গুলির আঘাতে লুটিয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক আমান কুমার ওই মহিলার প্রেমে পড়েছিলেন ৷ যে প্রেম ছিল একতরফা ৷ অর্থাৎ, শুধু আমানের দিক থেকেই প্রেম ছিল ৷ মহিলা অন্যজনকে বিয়ে করছে দেখেই সে রেগে গিয়েছিল ৷ বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল 21 মে ৷ তার আগে মহিলা মেকআপের জন্য কস্তুরবা ওয়াটার চকের পার্লারে গিয়েছিলেন ৷

এদিকে পার্লারের কর্মীদের মধ্যে একজন বলেন, "অভিযুক্ত যুবক পার্লারে ওই মহিলার সঙ্গী ছিলেন ৷ মেকআপের সময় মহিলার পিছনে দাঁড়িয়েছিলেন যুবক ৷ আমরা ভেবেছিলাম উনি মহিলার পরিবারের সদস্য ৷ কিন্তু হঠাৎ যুবকটি একটি পিস্তল বের করে মহিলার দিকে তাক করেন ৷ ওনার মাথায় পিস্তল ঠেকানোর সময় যুবকের হাত কাঁপছিল ৷ এরপর গুলি চালাতেই মহিলার কাঁধে এসে লাগে ৷"

গুলি লাগতেই মহিলা তৎক্ষণাৎ মেঝেতে পড়ে যান ৷ তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ৷ তবে ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেকে গুলি করার চেষ্টা করলেও পার্লারের কর্মীরা তাঁকে থামিয়ে পুলিশের হাতে তুলে দেন ৷

এদিকে ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় পার্লারে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তের ব্যবহৃত পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ উচ্চ আধিকারিকদের বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : প্রেমের প্রস্তাব ফেরানোয় গৃহবধূর উপর অ্যাসিড হামলা যুবকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.