ETV Bharat / bharat

Bride Cancelled Marriage Over Skin Color: হবু বর কালো, বিয়ের দিনই বিয়ে ভাঙলেন তরুণী - for skin color of the groom

বরের রং কালো বলে বিয়ের দিনই বিয়ে ভেঙে দিলেন কনে । দেশের সবচেয়ে বড় রাজ্যের মহারাজাগঞ্জ জেলার পানিয়ারা থানা এলাকা ঘটল এমনই অবাক করে দেওয়া ঘটনা (Bride cancelled marriage for skin color of the groom)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 11, 2022, 7:52 AM IST

মাহারাজাগঞ্জ (উত্তরপ্রদেশ) 11 ডিসেম্বর: গায়ের রঙের ভিত্তিতে বিভেদ কোনও সুস্থ সমাজের লক্ষণ নয়। যুগের পর যুগ ধরে বিদ্বেষের মাধ্যম হিসেবে যাতে গায়ের রঙকে ব্যবহার করা না হয় তার জন্য সচেতনতা তৈরিতে জোর দেওয়া হয়েছে। কিন্তু মনের কোণে লুকিয়ে থাকা দৈনতা যে পুরোপুরি ধুয়ে মুছে সাফ করা গিয়েছে তা নয়। গায়ের রং কালো বলে বিয়ে হচ্ছে না এমন মেয়ের সংখ্যা আজও হাতে গোনা যায় না । বিয়ের পর এই গায়ের রঙের জন্যই গঞ্জনা শুনতে হচ্ছে অনেক মহিলাকে । ব্যাপারটা শুধু এটুকুতেও সীমাবদ্ধ নয় । কালো রঙের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে অনেককে। কখনও কারও সীমাহীন ক্রোধের রোষে পুড়েছেন কোনও 'কৃষ্ণকলি' কখনও আবার নিয়মিত অত্যাচার সইতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন কেউ ।

তবে এবার উত্তরপ্রদেশ একটা অন্যরকম ঘটনা দেখল । দেখাল গোটা দেশকেও । বরের রং কালো বলে বিয়ের দিনই বিয়ে ভেঙে দিলেন কনে । দেশের সবচেয়ে বড় রাজ্যের মহারাজাগঞ্জ জেলার পানিয়ারা থানা এলাকা ঘটল এমনই অবাক করে দেওয়া ঘটনা ( (Bride cancelled marriage for skin color of the groom))।

আরও পড়ুন: যৌতুকের দাবিতে বধূ খুন, হাত কেটে লাশ জলে ভাসিয়ে দিল শ্বশুরবাড়ির লোকেরা

জানা গিয়েছে বিয়ে হওয়ার কথা ছিল 8 ডিসেম্বর । নির্দিষ্ট সময় শুরু হয়েছিল অনুষ্ঠান । বরযাত্রাী থেকে শুরু করে অন্য অতিথিরাও হাজির হয়েছিলেন । খাওয়া-দাওয়াও শুরু হয়ে গিয়েছিল । গোলমাল বাঁধল একটু পরে। এই এলাকায় বিয়ের সময় 'জয়মালা' নামক একটি রীতি পালন করা হয়ে থাকে । এখানে হবু স্বামী আর স্ত্রীর দেখা হয় প্রথমবার। হয় শুভেচ্ছা বিনিময় । ব্যাপারটা খানিকটা আমাদের শুভদৃষ্টির মতো। কিন্তু এই অনুষ্ঠানের দৃষ্টি বিনিময় মোটেই সুখের হল না । আর মাত্র কয়েক মুহূর্ত পরে যিনি স্বামী হতে চলেছেন তাঁর গায়ের রং দেখে মাথা ঘুরে গেল হবু স্ত্রীর । সটান বলে দিলেন, "এত কালো ছেলেকে বিয়ে করব না ।" প্রথমটায় কেউ এই মন্তব্যকে তেমন গুরুত্ব দেননি । কিন্তু হবু স্ত্রী এরপর যা করলেন তা যে আদৌ ঘটতে পারে সেটা বোধহয় ভাবতে পারেননি কেউ । নিজের কথা আরও স্পষ্ট করে আত্মীয়দের জানিয়ে দিলেন তরুণী । বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে বিয়ে বাড়িতে তখন ভীষণ অচেনা, অদেখা।

এরপর যা হওয়ার তাই হল, সবাই মিলে তরুণীকে বোঝালেন, বিয়ে করতে অনুরোধ করলেন । কাজের কাজ হল না । গোলমাল হতে পারে আশঙ্কা করে খবর গেল পুলিশের কাছে । পুলিশ এল। স্থানীয় কয়েকজন বিশিষ্টকেও নিয়ে আসা হল অনুষ্ঠান বাড়িতে । সবাই বোঝালেন । ফল হল না এবারও । বিয়ে না করেই ফিরে গেলেন তরুণ । একরাশ বিস্ময় নিয়ে বাড়ির পথ ধরলেন অতিথিরাও ।

মাহারাজাগঞ্জ (উত্তরপ্রদেশ) 11 ডিসেম্বর: গায়ের রঙের ভিত্তিতে বিভেদ কোনও সুস্থ সমাজের লক্ষণ নয়। যুগের পর যুগ ধরে বিদ্বেষের মাধ্যম হিসেবে যাতে গায়ের রঙকে ব্যবহার করা না হয় তার জন্য সচেতনতা তৈরিতে জোর দেওয়া হয়েছে। কিন্তু মনের কোণে লুকিয়ে থাকা দৈনতা যে পুরোপুরি ধুয়ে মুছে সাফ করা গিয়েছে তা নয়। গায়ের রং কালো বলে বিয়ে হচ্ছে না এমন মেয়ের সংখ্যা আজও হাতে গোনা যায় না । বিয়ের পর এই গায়ের রঙের জন্যই গঞ্জনা শুনতে হচ্ছে অনেক মহিলাকে । ব্যাপারটা শুধু এটুকুতেও সীমাবদ্ধ নয় । কালো রঙের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে অনেককে। কখনও কারও সীমাহীন ক্রোধের রোষে পুড়েছেন কোনও 'কৃষ্ণকলি' কখনও আবার নিয়মিত অত্যাচার সইতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন কেউ ।

তবে এবার উত্তরপ্রদেশ একটা অন্যরকম ঘটনা দেখল । দেখাল গোটা দেশকেও । বরের রং কালো বলে বিয়ের দিনই বিয়ে ভেঙে দিলেন কনে । দেশের সবচেয়ে বড় রাজ্যের মহারাজাগঞ্জ জেলার পানিয়ারা থানা এলাকা ঘটল এমনই অবাক করে দেওয়া ঘটনা ( (Bride cancelled marriage for skin color of the groom))।

আরও পড়ুন: যৌতুকের দাবিতে বধূ খুন, হাত কেটে লাশ জলে ভাসিয়ে দিল শ্বশুরবাড়ির লোকেরা

জানা গিয়েছে বিয়ে হওয়ার কথা ছিল 8 ডিসেম্বর । নির্দিষ্ট সময় শুরু হয়েছিল অনুষ্ঠান । বরযাত্রাী থেকে শুরু করে অন্য অতিথিরাও হাজির হয়েছিলেন । খাওয়া-দাওয়াও শুরু হয়ে গিয়েছিল । গোলমাল বাঁধল একটু পরে। এই এলাকায় বিয়ের সময় 'জয়মালা' নামক একটি রীতি পালন করা হয়ে থাকে । এখানে হবু স্বামী আর স্ত্রীর দেখা হয় প্রথমবার। হয় শুভেচ্ছা বিনিময় । ব্যাপারটা খানিকটা আমাদের শুভদৃষ্টির মতো। কিন্তু এই অনুষ্ঠানের দৃষ্টি বিনিময় মোটেই সুখের হল না । আর মাত্র কয়েক মুহূর্ত পরে যিনি স্বামী হতে চলেছেন তাঁর গায়ের রং দেখে মাথা ঘুরে গেল হবু স্ত্রীর । সটান বলে দিলেন, "এত কালো ছেলেকে বিয়ে করব না ।" প্রথমটায় কেউ এই মন্তব্যকে তেমন গুরুত্ব দেননি । কিন্তু হবু স্ত্রী এরপর যা করলেন তা যে আদৌ ঘটতে পারে সেটা বোধহয় ভাবতে পারেননি কেউ । নিজের কথা আরও স্পষ্ট করে আত্মীয়দের জানিয়ে দিলেন তরুণী । বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে বিয়ে বাড়িতে তখন ভীষণ অচেনা, অদেখা।

এরপর যা হওয়ার তাই হল, সবাই মিলে তরুণীকে বোঝালেন, বিয়ে করতে অনুরোধ করলেন । কাজের কাজ হল না । গোলমাল হতে পারে আশঙ্কা করে খবর গেল পুলিশের কাছে । পুলিশ এল। স্থানীয় কয়েকজন বিশিষ্টকেও নিয়ে আসা হল অনুষ্ঠান বাড়িতে । সবাই বোঝালেন । ফল হল না এবারও । বিয়ে না করেই ফিরে গেলেন তরুণ । একরাশ বিস্ময় নিয়ে বাড়ির পথ ধরলেন অতিথিরাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.