ETV Bharat / bharat

BRICS and G7 : দোভালের নেতৃত্বে বৈঠক, তালিবানি আফগানিস্তান নিয়ে চিন্তিত ব্রিকস

আফগানিস্তান নিয়ে উদ্বিগ্ন সমগ্র বিশ্ব ৷ এ নিয়ে গতকাল জরুরি ভিত্তিতে দু'টি আন্তর্জাতিক গোষ্ঠীর বৈঠক হয় ৷ একদিকে অজিত ডোভালের নেতৃত্ব ব্রিকস গোষ্ঠী আর অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে জি-7 বৈঠক ৷ দু'টি বৈঠকে প্রধান বিষয় ছিল আফগানিস্তান ও তালিবান ৷

author img

By

Published : Aug 25, 2021, 7:39 AM IST

ব্রিকস ও জি-7
ব্রিকস ও জি-7

নয়া দিল্লি, 25 অগস্ট : আন্তর্জাতিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে আফগানিস্তান দখল করেছে তালিবান গোষ্ঠী ৷ চিন্তিত ব্রিকস (BRICS, Brazil-Russia-India-China-South Africa) ৷ গতকাল মধ্যরাতে ব্রিকস গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (National Security Advisors) ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ৷ 13তম ব্রিকস বৈঠকে (BRICS Summit) সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Securit Advisor) অজিত দোভাল (Ajit Doval) ৷ 2012, 2016-র পর এই নিয়ে তৃতীয়বার ব্রিকস সম্মেলনে নেতৃত্ব দিল ভারত ৷

তালিবান গোষ্ঠী আফগানিস্তান দখলের এক সপ্তাহ পর ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকার মিলিত এই বৈঠকে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে প্রতিটি দেশ ৷ দেশগুলির উপর তালিবান-পরবর্তী আফগানিস্তানের প্রভাব নিয়ে আলোচনা হয়েছে ৷ গুরুত্ব পেয়েছে জঙ্গি হামলা ও মাদক পাচারের মতো বিষয়ও ৷

অন্যদিকে, গতকাল আফগানিস্তান থেকে বিদেশি নাগরিকদের সুরক্ষিত ভাবে বের করা আনার উপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (British Prime Minister Boris Johnson) নেতৃত্বে জরুরি আলোচনা হয় জি-7 বৈঠকে (G-7) ৷ বর্তমানে তিনি জি-7 গোষ্ঠীর সভাপতি ৷ জি-7-এর অন্তর্ভুক্ত দেশগুলি কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা ও ব্রিটেন ৷

আরও পড়ুন : Afghanistan Evacuation : শিক্ষিত-দক্ষ আফগানদের প্রয়োজন, আফগানিস্তান না ছাড়ার বার্তা তালিবানের

বৈঠকের পর সাংবাদিকদের বরিস জনসন জানান, 7টি দেশের সম্মতিতে তালিবানদের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক নিয়ে একটি "রোডম্যাপ" তৈরি করা হয়েছে ৷ তালিবান গোষ্ঠী 31 অগস্টের মধ্যে তাদের দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহার করতে বলেছে ৷ এই প্রসঙ্গে জনসন বলেন, "জি-7 বৈঠকে আমরা প্রথম শর্ত রেখেছি, 31 অগস্ট এবং তার পরেও যাঁরা দেশ ছাড়তে চান, তাঁদের তালিবানরা আটকাবে না ৷ এ বিষয়ে নিশ্চিত করতে হবে তালিবানদের ৷"

আফগানিস্তান থেকে সেনা সরানোর শেষ তারিখ 31 অগস্ট ৷ এই সময়সীমা বাড়ানোর জন্য বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ৷ কিন্তু আমেরিকার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাইডেন হয়তো 31 অগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের বিষয়টি মেনে নেবেন ৷

নয়া দিল্লি, 25 অগস্ট : আন্তর্জাতিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে আফগানিস্তান দখল করেছে তালিবান গোষ্ঠী ৷ চিন্তিত ব্রিকস (BRICS, Brazil-Russia-India-China-South Africa) ৷ গতকাল মধ্যরাতে ব্রিকস গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (National Security Advisors) ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ৷ 13তম ব্রিকস বৈঠকে (BRICS Summit) সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Securit Advisor) অজিত দোভাল (Ajit Doval) ৷ 2012, 2016-র পর এই নিয়ে তৃতীয়বার ব্রিকস সম্মেলনে নেতৃত্ব দিল ভারত ৷

তালিবান গোষ্ঠী আফগানিস্তান দখলের এক সপ্তাহ পর ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকার মিলিত এই বৈঠকে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে প্রতিটি দেশ ৷ দেশগুলির উপর তালিবান-পরবর্তী আফগানিস্তানের প্রভাব নিয়ে আলোচনা হয়েছে ৷ গুরুত্ব পেয়েছে জঙ্গি হামলা ও মাদক পাচারের মতো বিষয়ও ৷

অন্যদিকে, গতকাল আফগানিস্তান থেকে বিদেশি নাগরিকদের সুরক্ষিত ভাবে বের করা আনার উপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (British Prime Minister Boris Johnson) নেতৃত্বে জরুরি আলোচনা হয় জি-7 বৈঠকে (G-7) ৷ বর্তমানে তিনি জি-7 গোষ্ঠীর সভাপতি ৷ জি-7-এর অন্তর্ভুক্ত দেশগুলি কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা ও ব্রিটেন ৷

আরও পড়ুন : Afghanistan Evacuation : শিক্ষিত-দক্ষ আফগানদের প্রয়োজন, আফগানিস্তান না ছাড়ার বার্তা তালিবানের

বৈঠকের পর সাংবাদিকদের বরিস জনসন জানান, 7টি দেশের সম্মতিতে তালিবানদের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক নিয়ে একটি "রোডম্যাপ" তৈরি করা হয়েছে ৷ তালিবান গোষ্ঠী 31 অগস্টের মধ্যে তাদের দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহার করতে বলেছে ৷ এই প্রসঙ্গে জনসন বলেন, "জি-7 বৈঠকে আমরা প্রথম শর্ত রেখেছি, 31 অগস্ট এবং তার পরেও যাঁরা দেশ ছাড়তে চান, তাঁদের তালিবানরা আটকাবে না ৷ এ বিষয়ে নিশ্চিত করতে হবে তালিবানদের ৷"

আফগানিস্তান থেকে সেনা সরানোর শেষ তারিখ 31 অগস্ট ৷ এই সময়সীমা বাড়ানোর জন্য বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ৷ কিন্তু আমেরিকার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাইডেন হয়তো 31 অগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের বিষয়টি মেনে নেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.