নয়াদিল্লি, 22 এপ্রিল : দু'দিনের ভারত সফরের প্রথম দিনই মোদি রাজ্যে সফর সেরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (Boris Johnson in India) ৷ মোদির আতিথেয়তায় মুগ্ধ জনসন ইতিমধ্যেই জানিয়েছেন, সেলিব্রিটি-সম অনুভুতি হচ্ছে তাঁর ৷ এবার জানালেন, পলাতক ভারতীয় শিল্পপতিদের ব্রিটেনে ঠাঁই দেওয়া হবে না ৷ জনসন জানিয়েছেন, এদেশের আইন এড়ানোর জন্য ব্রিটেনের পালানোর কোনও পথ নেই ৷ সেদেশে আইনি ব্যবস্থার সুযোগ নিতে চাওয়াদের ব্রিটেনে কোনও ঠাঁই নেই ৷ এদিন নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সামনে একথা জানিয়েছেন জনসন ৷
এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন বরিস জনসন ৷ সেখানেই পলাতক শিল্পপতি নীরব মোদি এবং বিজয় মালিয়ার প্রত্যার্পণ সম্পর্কে বলতে গিয়ে জনসন বলেন, "আইনি প্রযুক্তিগত ব্যবস্থা বিষয়টি খুব কঠিন করে তুলেছে । এই শিল্পপতিদের প্রত্যার্পণের নির্দেশ দিয়েছে ব্রিটেন সরকার । আমরা এমন লোকদের আমাদের দেশে স্বাগত জানাই না যারা ভারতের আইন এড়ানোর জন্য আমাদের আইনি ব্যবস্থা ব্যবহার করতে চায় ।"
রাজধানীতে সংবাদমাধ্যমের সামনে এদিন একাধিক ইস্যু নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী জনসন ৷ তার মধ্যে ছিল ভারতে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট এবং ব্রিটেনে থেকে ভারতের বিরুদ্ধে কাজ করা চরমপন্থী গোষ্ঠীগুলির কার্যকলাপ ৷ ব্রিটেনে থেকে কার্যকর ভারতবিরোধী খলিস্তানি গ্রুপগুলি নিয়ে জনসন বলেন, "আমরা চরমপন্থী গোষ্ঠীগুলিকে সহ্য করি না ৷ অন্যান্য দেশগুলি-সহ যারা ভারতের পক্ষেও ভয়ের কারণ, আমরা তাদের বিরুদ্ধে ৷ আমরা ভারতকে সাহায্যের উদ্দেশ্যে চরমপন্থী বিরোধী একটি টাস্ক ফোর্স গঠন করেছি ৷”
ভারতে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট নিয়ে বলতে গিয়ে জনসন বলেন, "ভারত এমন একটি মহান গণতন্ত্র যেখানে সাংবিধানিক সুরক্ষা রয়েছে ৷ মানবাধিকার বা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আমরাও কথা বলি ৷ আমাদের (ভারত এবং ব্রিটেন) বন্ধুত্বের সুবিধা হল, আমরা এগুলি বন্ধুত্বপূর্ণ উপায়ে এবিষয়ে কথাবার্তা চালাতে পারি ৷"
ভারতের আতিথেয়তায় মুগ্ধ বরিস আগেই জানিয়েছেন, এদেশে পা দিয়েই তাঁর নিজেকে সচিন-অমিতাভের মতো মনে হচ্ছে ৷ এদিনের এই সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদিকে পাক্কা হিন্দিতে 'খাস দোস্ত' বলে সম্বোধন করেন জনসন ৷ পাশাপাশি বন্ধু মোদিকে নাম ধরে ডাকতেও শোনা গেল তাঁকে ৷ বলেন, "ভারতে আমাদের এই দু'দিন দারুণ কাটল ৷"
আরও পড়ুন : Boris Johnson in India : 'নিজেকে সচিন-অমিতাভ মনে হচ্ছে', ভারতের আতিথেয়তায় মুগ্ধ বরিস জনসন