ETV Bharat / bharat

Compensation to Accident Victim: দুর্ঘটনায় চলাফেরার শক্তি হারানো ব্যক্তিকে 1 কোটির বেশি ক্ষতিপূরণের নির্দেশ বোম্বে হাইকোর্টের

author img

By

Published : Oct 25, 2022, 2:07 PM IST

Updated : Oct 25, 2022, 2:19 PM IST

দুর্ঘটনায় চলাফেরার ক্ষমতা হারানো এক ব্যক্তিকে কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট (Compensation Over 1 Crore to Accident Victim) ৷ 2004 সালের পথদুর্ঘটনার একটি মামলায় এই রায় দিয়েছে হাইকোর্টে (Bombay High Court) ৷

bombay-high-court-directs-compensation-over-1-crore-to-accident-victim-who-permanently-disabled
bombay-high-court-directs-compensation-over-1-crore-to-accident-victim-who-permanently-disabled

মুম্বই, 25 অক্টোবর: 2004 সালের 29 নভেম্বরের একটি পথদুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার রায়ে আবেদনকারীকে অতিরিক্ত 64 লক্ষ 86 হাজার 715 টাকা দেওয়ার নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট ৷ যার পরে ওই ব্যক্তির আর্থিক ক্ষতিপূরণের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1 কোটি টাকারও বেশি (Compensation Over 1 Crore to Accident Victim) ৷ প্রসঙ্গত, মুম্বইয়ের মুলুন্দ এলাকার বাসিন্দা যোগেশ পাঞ্চালের (Yogesh Panchal) একটি পথদুর্ঘটনায় চলাফেরা করার ক্ষমতা হারিয়ে যায় ৷ সেই ঘটনায় তাঁর আবেদনের ভিত্তিতে মোটর গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত আর্বিট্রেটর তাঁকে 7.5 শতাংশ সুদে 48 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল ৷ তবে, ক্ষতিপূরণের অর্থ বাড়াতে সেই নির্দেশের বিরুদ্ধে যোগেশ পাঞ্চাল বোম্বে হাইকোর্টে (Bombay High Court) আবেদন করেছিলেন ৷ সম্প্রতি সেই মামলার রায় ঘোষণা হয়েছে ৷

2004 সালের 29 নভেম্বর বাইকে করে যাওয়ার সময় সোনাপুর বাসস্ট্যান্ডে একটি পথদুর্ঘটনার শিকার হন যোগেশ ৷ অভিযোগ ছিল, একটি ডাম্পার পিছনে থেকে এসে তাঁকে ধাক্কা মারে ৷ গুরুতর আহত হয়ে দীর্ঘদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয় ৷ চিকিৎসার জন্য প্রচুর অর্থ খরচ করতে হয় তাঁকে ৷ কিন্তু, তা সত্ত্বেও শরীরের নিচের অংশে পুরোপুরি পঙ্গু হয়ে যান তিনি ৷ এর পরেই মোটর গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত আর্বিট্রেটরে ক্ষতিপূরণের আবেদন করেন যোগেশ পাঞ্চাল ৷ সেই আবেদন অনুযায়ী, যোগেশকে 7.5 শতাংশ সুদে 48 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন আর্বিট্রেটর ৷

কিন্তু, যোগেশ পাঞ্চাল সেই রায়ে সন্তুষ্ট ছিলেন না ৷ এর পর তিনি ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর দাবি কপে বোম্বে হাইকোর্টে আবেদন করেন ৷ সেই আবেদনে যোগেশ পাঞ্চাল জানিয়েছিলেন, এই দুর্ঘটনার পর থেকে তিনি শুধুমাত্র শারীরিক দিক থেকে অক্ষম হননি, মানসিক অবসাদে ভুগেছেন ৷ সাধারণ জীবনযাপন করতে পারছেন না ৷ তাঁর স্বনির্ভর হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ এই পরিস্থিতিতে পারিবারিক দায়িত্বপালনেও তিনি অক্ষম ৷ স্ত্রী এবং সন্তানদের প্রতি তাঁর নৈতিক কর্তব্য পালন করতে পারেননি ৷ ফলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হোক ৷

আরও পড়ুন: বউবাজারের 14 জনকে ক্ষতিপূরণ মেট্রো কর্তৃপক্ষের, 2019 সালের ক্ষতিগ্রস্তরা বাড়ি পাবেন আগামী বছর

সম্প্রতি বোম্বে হাইকোর্টের বিচারপতি অনুজা প্রভু দেশাইয়ের বেঞ্চে সেই মামলার শুনানি হয় ৷ যেখানে সবপক্ষের যুক্তি শুনে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ‘‘লক্ষ লক্ষ টাকা দিয়েও আবেদনকারীর এই ক্ষতি কোনও দিন পূরণ করা যাবে না ৷’’ সেই যুক্তিতে মোটর গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত আর্বিট্রেটরের ঘোষিত টাকার উপর আরও 64 লক্ষ 86 হাজার 715 টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে বোম্বে হাইকোর্ট ৷ আর তার বাইরে চিকিৎসার খরচ হিসাবে আদালতের নির্দেশে যোগেশ পাঞ্চাল 23 লক্ষ টাকা পাবেন ৷

মুম্বই, 25 অক্টোবর: 2004 সালের 29 নভেম্বরের একটি পথদুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার রায়ে আবেদনকারীকে অতিরিক্ত 64 লক্ষ 86 হাজার 715 টাকা দেওয়ার নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট ৷ যার পরে ওই ব্যক্তির আর্থিক ক্ষতিপূরণের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1 কোটি টাকারও বেশি (Compensation Over 1 Crore to Accident Victim) ৷ প্রসঙ্গত, মুম্বইয়ের মুলুন্দ এলাকার বাসিন্দা যোগেশ পাঞ্চালের (Yogesh Panchal) একটি পথদুর্ঘটনায় চলাফেরা করার ক্ষমতা হারিয়ে যায় ৷ সেই ঘটনায় তাঁর আবেদনের ভিত্তিতে মোটর গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত আর্বিট্রেটর তাঁকে 7.5 শতাংশ সুদে 48 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল ৷ তবে, ক্ষতিপূরণের অর্থ বাড়াতে সেই নির্দেশের বিরুদ্ধে যোগেশ পাঞ্চাল বোম্বে হাইকোর্টে (Bombay High Court) আবেদন করেছিলেন ৷ সম্প্রতি সেই মামলার রায় ঘোষণা হয়েছে ৷

2004 সালের 29 নভেম্বর বাইকে করে যাওয়ার সময় সোনাপুর বাসস্ট্যান্ডে একটি পথদুর্ঘটনার শিকার হন যোগেশ ৷ অভিযোগ ছিল, একটি ডাম্পার পিছনে থেকে এসে তাঁকে ধাক্কা মারে ৷ গুরুতর আহত হয়ে দীর্ঘদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয় ৷ চিকিৎসার জন্য প্রচুর অর্থ খরচ করতে হয় তাঁকে ৷ কিন্তু, তা সত্ত্বেও শরীরের নিচের অংশে পুরোপুরি পঙ্গু হয়ে যান তিনি ৷ এর পরেই মোটর গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত আর্বিট্রেটরে ক্ষতিপূরণের আবেদন করেন যোগেশ পাঞ্চাল ৷ সেই আবেদন অনুযায়ী, যোগেশকে 7.5 শতাংশ সুদে 48 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন আর্বিট্রেটর ৷

কিন্তু, যোগেশ পাঞ্চাল সেই রায়ে সন্তুষ্ট ছিলেন না ৷ এর পর তিনি ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর দাবি কপে বোম্বে হাইকোর্টে আবেদন করেন ৷ সেই আবেদনে যোগেশ পাঞ্চাল জানিয়েছিলেন, এই দুর্ঘটনার পর থেকে তিনি শুধুমাত্র শারীরিক দিক থেকে অক্ষম হননি, মানসিক অবসাদে ভুগেছেন ৷ সাধারণ জীবনযাপন করতে পারছেন না ৷ তাঁর স্বনির্ভর হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ এই পরিস্থিতিতে পারিবারিক দায়িত্বপালনেও তিনি অক্ষম ৷ স্ত্রী এবং সন্তানদের প্রতি তাঁর নৈতিক কর্তব্য পালন করতে পারেননি ৷ ফলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হোক ৷

আরও পড়ুন: বউবাজারের 14 জনকে ক্ষতিপূরণ মেট্রো কর্তৃপক্ষের, 2019 সালের ক্ষতিগ্রস্তরা বাড়ি পাবেন আগামী বছর

সম্প্রতি বোম্বে হাইকোর্টের বিচারপতি অনুজা প্রভু দেশাইয়ের বেঞ্চে সেই মামলার শুনানি হয় ৷ যেখানে সবপক্ষের যুক্তি শুনে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ‘‘লক্ষ লক্ষ টাকা দিয়েও আবেদনকারীর এই ক্ষতি কোনও দিন পূরণ করা যাবে না ৷’’ সেই যুক্তিতে মোটর গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত আর্বিট্রেটরের ঘোষিত টাকার উপর আরও 64 লক্ষ 86 হাজার 715 টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে বোম্বে হাইকোর্ট ৷ আর তার বাইরে চিকিৎসার খরচ হিসাবে আদালতের নির্দেশে যোগেশ পাঞ্চাল 23 লক্ষ টাকা পাবেন ৷

Last Updated : Oct 25, 2022, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.