ETV Bharat / bharat

Boat Stuck at Ganga-Gandak: যাত্রী বোঝাই নৌকা আটকে গেল গঙ্গা-গণ্ডকের মাঝে, নিখোঁজ বহু

author img

By

Published : Nov 10, 2022, 8:50 AM IST

প্রায় 200 জন যাত্রী নিয়ে বিহারের পটনা, জেহানাবাদ হয়ে সোনপুরে গঙ্গায় যাচ্ছিল নৌকাটি ৷ নদীপথে গঙ্গা ও গণ্ডক নদীর মাঝে আটকে যায় বেসরকারি নৌকা ৷ বিপদে পড়েন যাত্রীরা (Travellers face trouble at Bihar) ৷

Bihar Boat Stuck Incident
ETV Bharat

বৈশালী, 10 নভেম্বর: গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গমস্থলের মাঝে আটকে গেল যাত্রীবোঝাই একটি নৌকা । ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীতে ৷ বুধবার রাতে ক্লাব ঘাটে নিযুক্ত এসডিআরএফ কর্মীরা নৌকায় থাকা প্রায় 100 জনকে নিরাপদে উদ্ধার করেছে । এখনও অনেক যাত্রী সেখানে রয়েছে ৷ তাঁদের বাঁচানোর কাজ চলছে ৷

সূত্রে জানা গিয়েছে, ওই নৌকায় প্রায় 200 জন যাত্রী ছিলেন ৷ তাঁরা পটনা ও জেহানাবাদ থেকে সোনপুরে গঙ্গায় স্নান করতে এসেছিলেন । বাড়ি ফেরার সময় যেখান থেকে নদী দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, সেখানে নৌকাটি ফেঁসে যায় । স্থানীয়রা এই খবর প্রশাসনকে জানায় । এরপর এসডিআরএফ টিম পাঠানো হয় । উদ্ধারকারী চারটি দল নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে । প্রায় 100 জনকে নিরাপদে বের করে আনা হয়েছে ।

গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গমস্থলে আটকে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করা হচ্ছে

আরও পড়ুন: তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে অন্ধকারে নৌকায় আটকে পড়া লোকজনকে বের করে আনতে বেশ সমস্যা হয়েছে । তাও এসডিআরএফ দল অর্ধেকেরও বেশি লোককে উদ্ধার করেছে । তবে স্বস্তির বিষয় যে, এই দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই । এসডিআরএফ আধিকারিক ধুরেন্দ্র সিং জানিয়েছেন, নৌকায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করায় নৌকার ওজন কমে যায় । সেই সুযোগে চালক নৌকা নিয়ে পালিয়ে গিয়েছে । ওই বেসরকারি নৌকায় আরও প্রায় 100 জন ছিলেন । তাঁর কথায়, "প্রায় 200 থেকে 250 জন পটনা যাচ্ছিলেন ৷ এর মধ্যে নৌকাটি আটকে যায় । খবর পেয়ে প্রায় 100 জনকে সরিয়ে আনা হয়েছে । এখনও বহু মানুষ রয়েছেন ৷ তাঁদের বের করে আনার কাজ চলছে ।"

বৈশালী, 10 নভেম্বর: গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গমস্থলের মাঝে আটকে গেল যাত্রীবোঝাই একটি নৌকা । ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীতে ৷ বুধবার রাতে ক্লাব ঘাটে নিযুক্ত এসডিআরএফ কর্মীরা নৌকায় থাকা প্রায় 100 জনকে নিরাপদে উদ্ধার করেছে । এখনও অনেক যাত্রী সেখানে রয়েছে ৷ তাঁদের বাঁচানোর কাজ চলছে ৷

সূত্রে জানা গিয়েছে, ওই নৌকায় প্রায় 200 জন যাত্রী ছিলেন ৷ তাঁরা পটনা ও জেহানাবাদ থেকে সোনপুরে গঙ্গায় স্নান করতে এসেছিলেন । বাড়ি ফেরার সময় যেখান থেকে নদী দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, সেখানে নৌকাটি ফেঁসে যায় । স্থানীয়রা এই খবর প্রশাসনকে জানায় । এরপর এসডিআরএফ টিম পাঠানো হয় । উদ্ধারকারী চারটি দল নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে । প্রায় 100 জনকে নিরাপদে বের করে আনা হয়েছে ।

গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গমস্থলে আটকে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করা হচ্ছে

আরও পড়ুন: তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে অন্ধকারে নৌকায় আটকে পড়া লোকজনকে বের করে আনতে বেশ সমস্যা হয়েছে । তাও এসডিআরএফ দল অর্ধেকেরও বেশি লোককে উদ্ধার করেছে । তবে স্বস্তির বিষয় যে, এই দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই । এসডিআরএফ আধিকারিক ধুরেন্দ্র সিং জানিয়েছেন, নৌকায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করায় নৌকার ওজন কমে যায় । সেই সুযোগে চালক নৌকা নিয়ে পালিয়ে গিয়েছে । ওই বেসরকারি নৌকায় আরও প্রায় 100 জন ছিলেন । তাঁর কথায়, "প্রায় 200 থেকে 250 জন পটনা যাচ্ছিলেন ৷ এর মধ্যে নৌকাটি আটকে যায় । খবর পেয়ে প্রায় 100 জনকে সরিয়ে আনা হয়েছে । এখনও বহু মানুষ রয়েছেন ৷ তাঁদের বের করে আনার কাজ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.