ETV Bharat / bharat

পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার ঘাঁটি - জম্মু বিমানবন্দর

এবার বিস্ফোরণ জম্মুর বায়ুসেনার ঘাঁটির ভিতরে ৷ দু'জন আহত হলেও ঘাঁটির কোনও বিশেষ ক্ষতি হয়নি ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এয়ার মার্শাল বিক্রম সিং জম্মু যাচ্ছেন ৷

জম্মু বিমানবন্দর
জম্মু বিমানবন্দর
author img

By

Published : Jun 27, 2021, 8:59 AM IST

Updated : Jun 27, 2021, 3:47 PM IST

জম্মু, 27 জুন : বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনা ঘাঁটি চত্বর ৷ রাত প্রায় দেড়টা নাগাদ পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু'টি বিস্ফোরণ হয় সাতওয়ারিতে (Satwari) অবস্থিত জম্মু বিমানবন্দরের বায়ুসেনার বিশেষ টেকনিক্যাল (Jammu Air Force station) এলাকায় ৷ সঙ্গে সঙ্গে ওই অঞ্চলটি নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় ৷ উচ্চ-আধিকারিক, পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ (forensic experts), বম্ব ডিসপোজাল স্কোয়াড (bomb disposal squad) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ প্রাথমিক তদন্তে অনুমান, এই বিস্ফোরণ ঘটাতে বায়ুসেনা ঘাঁটির কাছে দুটি ড্রোন (Drones) পাঠানো হয়েছিল ৷ এই ঘটনায় দু'জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন ৷ কিন্তু বায়ুসেনা ঘাঁটির বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরের পর,কার্গিলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

রাত 1.45 নাগাদ প্রথম বিস্ফোরণটি হয় বায়ুসেনা ঘাঁটির টেকনিক্যাল এলাকার একতলা বাড়ির ছাদে আর দ্বিতীয়টি খোলা জায়গায় ৷ ভারতীয় বায়ুসেনা (IAF) তাদের একটি টুইটে জানিয়েছে, "কম তীব্রতার বিস্ফোরণের" (low-intensity explosions) ঘটনায় প্রথম বিস্ফোরণটি একটি বাড়ির ছাদে হওয়ায় ছাদটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

  • Two low intensity explosions were reported early Sunday morning in the technical area of Jammu Air Force Station. One caused minor damage to the roof of a building while the other exploded in an open area.

    — Indian Air Force (@IAF_MCC) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু বিমানবন্দর একটি অসামরিক বিমানবন্দর ৷ কিন্তু এর রানওয়ে আর এটিসি-র দেখভালের দায়িত্বে রয়েছে ভারতীয় বায়ুসেনা (IAF) ৷ এই বিমানবন্দরটি ভারত-পাকিস্তান সীমান্তের 14 কিমি দূরত্বে অবস্থিত ৷

প্রতিরক্ষামন্ত্রকের কার্যালয়ের (Defence Ministry) তরফে একটি টুইটে জানানো হয়েছে, জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভাইস এয়ার চিফ, এয়ার মার্শাল এইচএস অরোরার সঙ্গে কথা বলেছেন ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এয়ার মার্শাল বিক্রম সিং জম্মু যাচ্ছেন ৷ চিফ অফ এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদাউরিয়াকে এই ঘটনার কথা জানানো হয়েছে ৷ শনিবার তিন দিনের সফরে বাংলাদেশ গিয়েছেন তিনি ৷

  • Raksha Mantri Shri @rajnathsingh spoke to Vice Air Chief, Air Marshal HS Arora regarding today’s incident at Air Force Station in Jammu. Air Marshal Vikram Singh is reaching Jammu to take stock of the situation.

    — रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরণে পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত আছে কি না, তা খতিয়ে দেখতে ভারতীয় বায়ুসেনা (IAF) ও এনআইএ (NIA)-এর উচ্চ পর্যায়ের একটি বিশেষ দল জম্মুতে বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছে গিয়েছে ৷

  • There was no damage to any equipment. Investigation is in progress along with civil agencies.

    — Indian Air Force (@IAF_MCC) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু এয়ারপোর্টের ডিরেক্টর প্রভাত রঞ্জন বেউরিয়া জানিয়েছেন, এই বিস্ফোরণের ফলে বিমান চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "নির্দিষ্ট সময় অনুযায়ী জম্মু বিমানবন্দরে বিমান আসা যাওয়া করছে ৷"

জম্মু, 27 জুন : বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনা ঘাঁটি চত্বর ৷ রাত প্রায় দেড়টা নাগাদ পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু'টি বিস্ফোরণ হয় সাতওয়ারিতে (Satwari) অবস্থিত জম্মু বিমানবন্দরের বায়ুসেনার বিশেষ টেকনিক্যাল (Jammu Air Force station) এলাকায় ৷ সঙ্গে সঙ্গে ওই অঞ্চলটি নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় ৷ উচ্চ-আধিকারিক, পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ (forensic experts), বম্ব ডিসপোজাল স্কোয়াড (bomb disposal squad) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ প্রাথমিক তদন্তে অনুমান, এই বিস্ফোরণ ঘটাতে বায়ুসেনা ঘাঁটির কাছে দুটি ড্রোন (Drones) পাঠানো হয়েছিল ৷ এই ঘটনায় দু'জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন ৷ কিন্তু বায়ুসেনা ঘাঁটির বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরের পর,কার্গিলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

রাত 1.45 নাগাদ প্রথম বিস্ফোরণটি হয় বায়ুসেনা ঘাঁটির টেকনিক্যাল এলাকার একতলা বাড়ির ছাদে আর দ্বিতীয়টি খোলা জায়গায় ৷ ভারতীয় বায়ুসেনা (IAF) তাদের একটি টুইটে জানিয়েছে, "কম তীব্রতার বিস্ফোরণের" (low-intensity explosions) ঘটনায় প্রথম বিস্ফোরণটি একটি বাড়ির ছাদে হওয়ায় ছাদটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

  • Two low intensity explosions were reported early Sunday morning in the technical area of Jammu Air Force Station. One caused minor damage to the roof of a building while the other exploded in an open area.

    — Indian Air Force (@IAF_MCC) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু বিমানবন্দর একটি অসামরিক বিমানবন্দর ৷ কিন্তু এর রানওয়ে আর এটিসি-র দেখভালের দায়িত্বে রয়েছে ভারতীয় বায়ুসেনা (IAF) ৷ এই বিমানবন্দরটি ভারত-পাকিস্তান সীমান্তের 14 কিমি দূরত্বে অবস্থিত ৷

প্রতিরক্ষামন্ত্রকের কার্যালয়ের (Defence Ministry) তরফে একটি টুইটে জানানো হয়েছে, জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভাইস এয়ার চিফ, এয়ার মার্শাল এইচএস অরোরার সঙ্গে কথা বলেছেন ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এয়ার মার্শাল বিক্রম সিং জম্মু যাচ্ছেন ৷ চিফ অফ এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদাউরিয়াকে এই ঘটনার কথা জানানো হয়েছে ৷ শনিবার তিন দিনের সফরে বাংলাদেশ গিয়েছেন তিনি ৷

  • Raksha Mantri Shri @rajnathsingh spoke to Vice Air Chief, Air Marshal HS Arora regarding today’s incident at Air Force Station in Jammu. Air Marshal Vikram Singh is reaching Jammu to take stock of the situation.

    — रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরণে পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত আছে কি না, তা খতিয়ে দেখতে ভারতীয় বায়ুসেনা (IAF) ও এনআইএ (NIA)-এর উচ্চ পর্যায়ের একটি বিশেষ দল জম্মুতে বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছে গিয়েছে ৷

  • There was no damage to any equipment. Investigation is in progress along with civil agencies.

    — Indian Air Force (@IAF_MCC) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু এয়ারপোর্টের ডিরেক্টর প্রভাত রঞ্জন বেউরিয়া জানিয়েছেন, এই বিস্ফোরণের ফলে বিমান চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "নির্দিষ্ট সময় অনুযায়ী জম্মু বিমানবন্দরে বিমান আসা যাওয়া করছে ৷"

Last Updated : Jun 27, 2021, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.