নয়াদিল্লি, 19 মে : করোনা সংক্রমণের মধ্যেই দিল্লিতে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের ঘটনা ৷ বিশেষ সূত্র মারফত এমনই জানা গিয়েছে ৷ করোনার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারের জেরে প্রায় 130 জন জাতীয় রাজধানীতে ব্ল্যাক ফাঙ্গাসের শিকার হয়েছেন ৷
এই 130 জনের মধ্য়ে 75-80 জন দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ 50 জন ভর্তি রয়েছেন ম্যাক্স হাসাপাতালে এবং বাকি 10 জন রোগী ভর্তি রয়েছেন ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন ৷
আরও পড়ুন : অন্ধ্রপ্রদেশে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণে মৃত 8
এই পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তে এইমস হাসাপাতাল কর্তৃপক্ষ নতুন গাইডলাইন তৈরি করছে বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশের একাধিক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের খবর সামনে এসেছে ৷ সেই রাজ্যগুলি হল কর্নাটক, উত্তরাখণ্ড, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা এবং বিহার ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, লোকজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন কারণ, পরিবেশের মধ্যে থাকা ছত্রাকের বীজের সংস্পর্শে আসছেন তাঁরা ৷ এমকি এটি ত্বকের মধ্যেও বাসা বাঁধছে, কোনও ক্ষতস্থানের মধ্যে দিয়ে ৷ আর করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরাই এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের শিকার হচ্ছেন ৷