ETV Bharat / bharat

BJP Slams Sonia: আহমেদের মাধ্যমে সোনিয়াই মোদিকে টার্গেট করেছিলেন, দাবি বিজেপির সম্বিতের - সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়

গুজরাত দাঙ্গার (Gujarat Riot 2022) পর সেখানকার মোদি সরকারকে ফেলতে কংগ্রেস নেতা প্রয়াত আহমেদ প্যাটেল তিস্তা সেতলওয়াড়কে টাকা দিয়েছিলেন ৷ আদালতে এমনই দাবি সিটের ৷ ফলে এই নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ শনিবার বিজেপি দাবি করেছে, এই চক্রান্তের নেপথ্যে রয়েছেন সোনিয়া গান্ধি (Congress Interim President Sonia Gandhi) ৷

bjps-sambit-patra-claims-sonia-gandhi-acted-through-patel-to-target-narendra-modi
BJP Slams Sonia: আহমেদের মাধ্যমে সোনিয়াই মোদিকে টার্গেট করেছিলেন, দাবি বিজেপির সম্বিতের
author img

By

Published : Jul 16, 2022, 4:16 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই : 2002 সালের গুজরাত দাঙ্গায় (Gujarat Riot 2022) নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম জড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছেন স্বয়ং কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Interim President Sonia Gandhi) ৷ শনিবার এমনই অভিযোগ তুলেছে বিজেপি (BJP) ৷ এদিন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র (BJP Leader Sambit Patra) এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

তাঁর আরও দাবি, গুজরাত দাঙ্গাকে ব্যবহার করে ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক কেরিয়ার শেষ করা এবং গুজরাত সরকারে অস্থিরতা তৈরি করতে এই কাজ করা হয়েছিল ৷ সোনিয়ার নির্দেশে এই কাজ করেছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল (Late Congress Leader Ahmed Patel) ৷ তিনি ছিলেন সোনিয়ার রাজনৈতিক পরামর্শদাতা ৷ তাই এই নিয়ে সাংবাদিক বৈঠক করে সোনিয়ার জবাব দেওয়া উচিত বলে সম্বিত পাত্র দাবি করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) গুজরাত দাঙ্গা সংক্রান্ত একটি মামলার রায় দেয় ৷ ওই মামলায় নরেন্দ্র মোদি-সহ অনেককে ক্লিনচিট দেওয়া হয় ৷ এই মামলা দায়ের করে বিভ্রান্তি সৃষ্টির জন্য সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় (Teesta Setalvad)-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ তার পর তিস্তা-সহ বাকিদের গ্রেফতার করা হয় ৷

শুক্রবার তিস্তার জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে গুজরাত পুলিশের সিট (Gujarat police Special Investigation Team) আদালতে দাবি করে যে তিনি আরও বড় চক্রান্তের সঙ্গে জড়িত ৷ গুজরাত দাঙ্গার পর সেখানকার সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মাধ্যমে ৷ তাতেই তিস্তা জড়িত ৷

যদিও এই অভিযোগ মানতে নারাজ কংগ্রেস ৷ তারা সিটের তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছে ৷ বিজেপির অঙ্গুলিহেলনেই সিট (SIT) তদন্ত করছে বলে কংগ্রেসের অভিযোগ ৷ তাদের আরও অভিযোগ, এটা করে বরাবরের মতো গুজরাত দাঙ্গা থেকে দায় ঝাড়ার চেষ্টা করছে মোদি ৷

কংগ্রেসের যুক্তি মানতে নারাজ সম্বিত পাত্র ৷ বিজেপির এই নেতার দাবি, সোনিয়া গান্ধিই এই চক্রান্তের নেপথ্যে রয়েছেন ৷ তাঁর উদ্দেশ্য মোদির ভাবমূর্তি নষ্ট করে ছেলে রাহুলকে প্রচারের আলোয় নিয়ে আসা ৷ অন্যদিকে সিটের তরফে আদালতে দাবি করা হয়েছে যে তিস্তাকে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছিল ৷ সেই টাকা আহমেদ প্যাটেল দিয়েছিলেন ৷ এই প্রসঙ্গ টেনে সম্বিতের দাবি, আহমেদ প্যাটেল শুধু টাকা পৌঁছে দিয়েছিলেন ৷ আসলে টাকা দিয়েছিলেন সোনিয়া ৷

তিস্তার সঙ্গে কংগ্রেসের যোগাযোগ প্রমাণ করতে সম্বিত ইউপিএ আমলে তিস্তার পদ্মশ্রী প্রাপ্তি, জাতীয় পরামর্শদাতা পরিষদের সদস্য হওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন ৷ পাশাপাশি তিস্তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণে গুজরাত হাইকোর্টের একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন ৷ যেখানে আদালত বলেছিল যে গুজরাত দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তৈরি করা তহবিল ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন তিস্তা ৷

আরও পড়ুন : Teesta Setalvad: গুজরাত সংঘর্ষের ষড়যন্ত্রে জড়িত তিস্তা সেতলওয়াড়, 30 লক্ষ টাকা নেওয়ার দাবি সিটের

নয়াদিল্লি, 16 জুলাই : 2002 সালের গুজরাত দাঙ্গায় (Gujarat Riot 2022) নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম জড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছেন স্বয়ং কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Interim President Sonia Gandhi) ৷ শনিবার এমনই অভিযোগ তুলেছে বিজেপি (BJP) ৷ এদিন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র (BJP Leader Sambit Patra) এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

তাঁর আরও দাবি, গুজরাত দাঙ্গাকে ব্যবহার করে ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক কেরিয়ার শেষ করা এবং গুজরাত সরকারে অস্থিরতা তৈরি করতে এই কাজ করা হয়েছিল ৷ সোনিয়ার নির্দেশে এই কাজ করেছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল (Late Congress Leader Ahmed Patel) ৷ তিনি ছিলেন সোনিয়ার রাজনৈতিক পরামর্শদাতা ৷ তাই এই নিয়ে সাংবাদিক বৈঠক করে সোনিয়ার জবাব দেওয়া উচিত বলে সম্বিত পাত্র দাবি করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) গুজরাত দাঙ্গা সংক্রান্ত একটি মামলার রায় দেয় ৷ ওই মামলায় নরেন্দ্র মোদি-সহ অনেককে ক্লিনচিট দেওয়া হয় ৷ এই মামলা দায়ের করে বিভ্রান্তি সৃষ্টির জন্য সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় (Teesta Setalvad)-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ তার পর তিস্তা-সহ বাকিদের গ্রেফতার করা হয় ৷

শুক্রবার তিস্তার জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে গুজরাত পুলিশের সিট (Gujarat police Special Investigation Team) আদালতে দাবি করে যে তিনি আরও বড় চক্রান্তের সঙ্গে জড়িত ৷ গুজরাত দাঙ্গার পর সেখানকার সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মাধ্যমে ৷ তাতেই তিস্তা জড়িত ৷

যদিও এই অভিযোগ মানতে নারাজ কংগ্রেস ৷ তারা সিটের তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছে ৷ বিজেপির অঙ্গুলিহেলনেই সিট (SIT) তদন্ত করছে বলে কংগ্রেসের অভিযোগ ৷ তাদের আরও অভিযোগ, এটা করে বরাবরের মতো গুজরাত দাঙ্গা থেকে দায় ঝাড়ার চেষ্টা করছে মোদি ৷

কংগ্রেসের যুক্তি মানতে নারাজ সম্বিত পাত্র ৷ বিজেপির এই নেতার দাবি, সোনিয়া গান্ধিই এই চক্রান্তের নেপথ্যে রয়েছেন ৷ তাঁর উদ্দেশ্য মোদির ভাবমূর্তি নষ্ট করে ছেলে রাহুলকে প্রচারের আলোয় নিয়ে আসা ৷ অন্যদিকে সিটের তরফে আদালতে দাবি করা হয়েছে যে তিস্তাকে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছিল ৷ সেই টাকা আহমেদ প্যাটেল দিয়েছিলেন ৷ এই প্রসঙ্গ টেনে সম্বিতের দাবি, আহমেদ প্যাটেল শুধু টাকা পৌঁছে দিয়েছিলেন ৷ আসলে টাকা দিয়েছিলেন সোনিয়া ৷

তিস্তার সঙ্গে কংগ্রেসের যোগাযোগ প্রমাণ করতে সম্বিত ইউপিএ আমলে তিস্তার পদ্মশ্রী প্রাপ্তি, জাতীয় পরামর্শদাতা পরিষদের সদস্য হওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন ৷ পাশাপাশি তিস্তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণে গুজরাত হাইকোর্টের একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন ৷ যেখানে আদালত বলেছিল যে গুজরাত দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তৈরি করা তহবিল ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন তিস্তা ৷

আরও পড়ুন : Teesta Setalvad: গুজরাত সংঘর্ষের ষড়যন্ত্রে জড়িত তিস্তা সেতলওয়াড়, 30 লক্ষ টাকা নেওয়ার দাবি সিটের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.