ETV Bharat / bharat

Gujarat Election 2022: মোরবি সেতু বিপর্যয়ে বাঁচিয়েছিলেন বহু মানুষের প্রাণ, জিতলেন বিজেপি'র কান্তিলাল

মোরবি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কান্তিলাল অম্রুতিয়া (Kantilal Amrutiya wins from Morbi) ৷ প্রদত্ত ভোটের প্রায় 59 শতাংশ পেয়েছেন তিনি ৷

ETV Bharat
morbi assembly seat
author img

By

Published : Dec 8, 2022, 12:27 PM IST

Updated : Dec 8, 2022, 5:08 PM IST

মোরবি, 8 ডিসেম্বর: মোরবিতে সেতু দুর্ঘটনার দিন তিনি অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন ৷ ঝাঁপিয়ে পড়েছিলেন উদ্ধারকাজে ৷ নদীর জলে সাঁতরেও বাঁচিয়েছিলেন অনেকের প্রাণ ৷ বিজেপি'র সেই কান্তিলাল অম্রুতিয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন মোরবি বিধানসভা কেন্দ্র থেকে (Kantilal Amrutiya wins from Morbi) ৷ মোরবির সেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 140 জন (Morbi Bridge Tragedy)৷

গুজরাতে ভোটপর্ব শুরুর ঠিক আগে মোরবির সেতু দুর্ঘটনা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল বিজেপি সরকারকে ৷ ফলে এই কেন্দ্রে ভোটের ফল কী হয়, সেদিকে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের ৷ যদিও ওই বিপর্যয়ের সময়েও স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছিলেন কান্তিলাল অম্রুতিয়া ৷ এবার মোরবি বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি (BJP candidate Kantilal Amrutiya in Morbi) ৷

আরও পড়ুন: গুজরাতে 81 শতাংশ ভোট নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রিত্বের পথে বিজেপির ভূপেন্দ্র

উল্লেখ্য, 1995, 1998, 2002, 2007 ও 2012 সালে মোরবি আসন থেকেই জয় পেয়েছিলেন কান্তিলাল অম্রুতিয়া ৷ কিন্তু 2017 সালে তাঁকে টিকিট দেয়নি বিজেপি (Morbi Assembly Seat) ৷ কিন্তু এবারের নির্বাচনে ফের তাঁকে প্রার্থী করে পদ্ম শিবির ৷ ফল বলছে কান্তিলালকে এবার ভোটে কার্যত ভরিয়ে দিয়েছেন এই কেন্দ্রের ভোটাররা (Kantilal Amrutiya Wins in Morbi) ৷ প্রদত্ত ভোটের প্রায় 59 শতাংশ পেয়েছেন তিনি ৷

মোরবি, 8 ডিসেম্বর: মোরবিতে সেতু দুর্ঘটনার দিন তিনি অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন ৷ ঝাঁপিয়ে পড়েছিলেন উদ্ধারকাজে ৷ নদীর জলে সাঁতরেও বাঁচিয়েছিলেন অনেকের প্রাণ ৷ বিজেপি'র সেই কান্তিলাল অম্রুতিয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন মোরবি বিধানসভা কেন্দ্র থেকে (Kantilal Amrutiya wins from Morbi) ৷ মোরবির সেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 140 জন (Morbi Bridge Tragedy)৷

গুজরাতে ভোটপর্ব শুরুর ঠিক আগে মোরবির সেতু দুর্ঘটনা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল বিজেপি সরকারকে ৷ ফলে এই কেন্দ্রে ভোটের ফল কী হয়, সেদিকে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের ৷ যদিও ওই বিপর্যয়ের সময়েও স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছিলেন কান্তিলাল অম্রুতিয়া ৷ এবার মোরবি বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি (BJP candidate Kantilal Amrutiya in Morbi) ৷

আরও পড়ুন: গুজরাতে 81 শতাংশ ভোট নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রিত্বের পথে বিজেপির ভূপেন্দ্র

উল্লেখ্য, 1995, 1998, 2002, 2007 ও 2012 সালে মোরবি আসন থেকেই জয় পেয়েছিলেন কান্তিলাল অম্রুতিয়া ৷ কিন্তু 2017 সালে তাঁকে টিকিট দেয়নি বিজেপি (Morbi Assembly Seat) ৷ কিন্তু এবারের নির্বাচনে ফের তাঁকে প্রার্থী করে পদ্ম শিবির ৷ ফল বলছে কান্তিলালকে এবার ভোটে কার্যত ভরিয়ে দিয়েছেন এই কেন্দ্রের ভোটাররা (Kantilal Amrutiya Wins in Morbi) ৷ প্রদত্ত ভোটের প্রায় 59 শতাংশ পেয়েছেন তিনি ৷

Last Updated : Dec 8, 2022, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.