লখিমপুর খেরি, 6 নভেম্বর: খবরের শিরোনামে সেই লখিমপুর ৷ এবার উত্তর প্রদেশের গোলা গোরক্ষনাথ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লখিমপুর খেরি থেকে জিতল বিজেপি ৷ বিজেপির বিরুদ্ধে সমাজবাদী পার্টির বিনয় তিওয়ারি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ৷ পদ্মফুল এখানে 30 হাজারের বেশি ভোটে এখানে জয়ী হয়েছে (BJP won the by-election in Gola Gokarannath Assembly seat) ৷
2017 সালে গোলা গোরক্ষনাথ দখলে নিয়েছিল গেরুয়া শিবির ৷ এরপর 2022 সালের ভোটেও জেতে বিজেপি । সেপ্টেম্বরে বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি মারা গেলে আসনটি ফাঁকা হয়ে যায় ৷ প্রয়াত অরবিন্দ গিরির ছেলে অমন গিরি এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন এবং জয়ী হয়েছেন ৷
এই উপনির্বাচনে জেতার জন্য় বিজেপি জোরদার প্রচার চালিয়েছিল ৷ এমনকী অমনের হয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে মাঠে নেমেছিলেন ৷ অমন গিরি জানিয়েছেন, এই জয় তাঁর বাবার ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর নীতি এবং শাসনের উপরও যে মানুষ ভরসা রেখেছেন তা আবার প্রমাণিত হল বলে তিনি মনে করেন (Arvind Giri's son Aman Giri has now won the seat) ৷
আরও পড়ুন: লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে চার্জ গঠন 10 মে
অন্যদিকে সমাজবাদী পার্টির জন্য এই হার এ বছরের তৃতীয় ধাক্কা ৷ এর আগে রামপুর এবং আজমগড় লোকসভা কেন্দ্র উপনির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছে অখিলেশ যাদবের এসপি ৷ গোলা গোরক্ষনাথে তো কংগ্রেস এবং বিএসপি প্রার্থী দেয়নি ৷ তাই হাতছাড়া হল লখিমপুর ৷ এখানে অবশ্য প্রচারে আসেননি এসপির সভাপতি মুলায়ম-পুত্র অখিলেশ ৷
সমাজবাদী পার্টির প্রার্থী বিনয় তিওয়ারি (Samajwadi candidate Vinay Tiwari) জানিয়েছেন, দলের তরফ থেকে মনে করা হয়েছিল যে এখানে বিজেপি নয় যোগী সরকার লড়ছে ৷ তিনি বলেন, "আমরা এমনকী নির্বাচন কমিশনকে লিখে জানিয়েছিলাম, এই উপ-নির্বাচনকে প্রভাবিত করতে একটি বিশেষ জাতিভুক্ত আধিকারিককে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে ৷ কিন্তু কেউ আমাদের কথা শোনেনি ৷"