হায়দরাবাদ, 3 জুলাই: "আগামী 30-40 বছর দেশে বিজেপি'রই যুগ চলবে ৷ এই সময়কালের মধ্যেই ভারত হয়ে উঠবে 'বিশ্বগুরু' (World Leader) ৷" বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে রবিবার এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ এদিনের বৈঠকে দলের রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় অমিত শাহ আরও বলেন, "রাজনীতিতে পরিবারতন্ত্র, জাতিপ্রথা ও তোষণের কারণেই এতবছর ধরে নানা সমস্যায় ভুগতে হয়েছে দেশকে ৷"
সূত্রের খবর, এদিন যে রাজনৈতিক প্রস্তাব অমিত শাহ পেশ করেছেন সেখানে বিভিন্ন রাজ্যের পরিবারতন্ত্রকে তীব্র আক্রমণ করা হয়েছে ৷ খুব তাড়াতাড়ি বিজেপি পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় ক্ষমতায় আসবে বলেও জানিয়েছেন শাহ (BJP will come in power in West Bengal soon says Amit Shah)৷ বাংলায় পরিবারতন্ত্র চলছে বলেও অভিযোগ তাঁর ৷ এর পাশাপাশি, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও বিজেপি সরকার গড়বে বলে এই প্রস্তাবে বলা হয়েছে ৷
আরও পড়ুন: রাজনীতির ঊর্ধ্বে উঠে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করুন, আবেদন অর্জুন মুন্ডার
এক সাংবাদিক বৈঠকে এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় অমিত শাহ বলেছেন, বিভিন্ন নির্বাচনে দলের জয় প্রমাণ করছে যে, মানুষ বিজেপি'র রাজনীতি ও উন্নয়নমূলক কাজকে সমর্থন করছে ৷ দলের পরবর্তী লক্ষ্য যে দক্ষিণ ভারতে নিজেদের আধিপত্য স্থাপন, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এই রাজনৈতিক প্রস্তাবে ৷