নয়াদিল্লি, 24 ডিসেম্বর: আসন্ন লোকসভা ভোটে কমপক্ষে 50 শতাংশ ভোট চায় বিজেপি ৷ অতীতে যা কেউ কখনও পারেনি, এবার সেটাই করে দেখাতে চাইছে শাসক শিবির ৷ স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বা তাঁর কন্যা ইন্দিরা গান্ধির হাত ধরে অতীতে লোকসভা নির্বাচনে বড় বড় জয় দেখেছে কংগ্রেস ৷ ইন্দিরার প্রয়াণের অব্যবহিত পর হওয়া লোকসভা ভোটে কংগ্রেস একাই চারশোরও বেশি আসন পেয়েছিল ৷ তাতে 50 শতাংশ ভোট পাওয়া হয়নি। এবার সেটাই করে দেখাতে চায় বিজেপি।
1984 সালে 404টি আসন পাওয়া কংগ্রেসের পক্ষে গিয়েছিল 42 শতাংশের কিছু বেশি ভোট ৷ প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে গিয়েছিল 364টি আসন ৷ শতাংশের বিচারে প্রাপ্ত ভোট ছিল 44.99 ৷ অর্থাৎ, প্রাপ্ত ভোটের নিরিখে 50 শতাংশের কাছাকাছি কেউ কখনও পৌঁছতে পারেনি ৷ এবার এমনই পর্বতসম লক্ষ্যমাত্রা নিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা ৷ বিজেপি সূত্রে এমনই খবর পেয়েছে সংবাদসংস্থা এএনআই ৷ বলাই যায়, সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচনে চোখ ধাঁধানো ফল গেরুয়া শিবিরকে যারপরনাই আত্মবিশ্বাস দিয়েছে ৷ আর তাই লোকসভা নির্বাচন শুরুর অনেক আগেই বিরোধীদের কার্যত সমস্ত লড়াই ও সমীকরণের বাইরে রেখেই অঙ্ক কষা শুরু করেছে বিজেপির থিঙ্কট্যাঙ্ক ৷
শুক্র ও শনি দু'দিন ধরে বিজেপির জাতীয় স্তরের পদাধিকারীদের বৈঠক হয়েছে ৷ সেখানে 2024 সালের নির্বাচনের প্রস্তুতির খসড়া স্থির হয়েছে ৷ আগামী 15 জানুয়ারির পর থেকে এলাকাগুলিতে ছোট ছোট বৈঠকের আয়োজন করবে বিজেপি ৷ দেশজুড়ে 5 হাজার কনফারেন্স করবে দলের যুব মোর্চা ৷
আরও পড়ুন: