ETV Bharat / bharat

BJP Karnataka: ভোটের ফল নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছে বিজেপি - মোদি ম্যাজিক কোনও ফ্যাক্টর হয়নি

224 সদস্যের কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ পর্ব 10 মে অনুষ্ঠিত হয় ৷ নির্বাচনের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যে মোদি ম্যাজিক কোনও ফ্যাক্টর হয়নি ৷

Etv Bharat
বৈঠকে বসছে বিজেপি
author img

By

Published : May 14, 2023, 10:53 PM IST

বেঙ্গালুরু, 14 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর, পরাজয়ের কারণ খুঁজতে বসছে বিজেপি ৷ ভোটে শোচনীয় ফলের জন্য দায়ী কী কারণ ? আর তা জানতেই সামগ্রিক ভোটের ফলাফল এবং এলাকাভিত্তিক নির্বাচনী ফলাফলের বিশদ বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ দলের এই সিদ্ধান্তের কথা রবিবার জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই।

224 সদস্যের কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ পর্ব 10 মে অনুষ্ঠিত হয় ৷ নির্বাচনের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যে মোদি ম্যাজিক কোনও ফ্যাক্টর হয়নি ৷ এমনকী ভোট প্রচারে গিয়ে বিজেপি নেতৃত্ব যে বক্তব্য রেখেছেন, তাতেও আমল দেননি রাজ্যের মানুষ ৷ কংগ্রেস 135টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা যেমন অর্জন করতে সফল হয়েছে, তেমনই 100-ের অনেক নীচেই থমকে গিয়েছে বিজেপির রথের চাকা ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জনতা দল পেয়েছে মাত্র 19টি আসন।

এই ফলের পরই কার্যত প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে কংগ্রেস ৷ তাদের তরফে দাবি করা হয়েছে, বিজেপির এই হার আদতে মোদির পরাজয় ৷ যদিও এদিন সেই বক্তব্য উড়িয়ে বোমানি জানান, একাধিক কারণে দলের এই ফল হয়েছে ৷ দলের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বের ভূমিকা সেই সবদিকই বিশ্লেষণ করা হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে দ্রুত সব নির্বাচিত বিধায়ক ও প্রার্থীদের বৈঠক ডাকা হবে। বোমাই-সহ কয়েকজন বিজেপি নেতা রবিবার দলের সদর দফতরে রাজ্য বিজেপি সভাপতি নলিন কুমার কাতিলের নেতৃত্বে বৈঠক করেন। বোমাই বলেন, "আমরা ফলাফলের বিষয়ে এবং বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করেছি। আমরা সামগ্রিক ফলাফলের বিশদ বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিয়েছি ৷" এদিনের বৈঠকের পরে তিনি আরও জানান, বিজেপির ভোট শতাংশে সেভাবে কোনও প্রভাব না পড়লেও আসন অনেক কমেছে। এলাকাভিত্তিক ভোটের ফল বিশ্লেষণ করলে এর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি মনে করেন ৷

বিজেপি শুধুমাত্র নির্বাচনের উদ্দেশে কাজ করে না উল্লেখ করে বোমাই জানান, দলকে সংগঠিত রাখাই তাদের প্রাথমিক উদ্দেশ্য ৷ তিনি আরও বলেন, "আগামী দিনগুলিতে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সব নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক ডাকা হবে ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কে ? খাড়গের কোর্টে বল ঠেলল পরিষদীয় দল

বেঙ্গালুরু, 14 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর, পরাজয়ের কারণ খুঁজতে বসছে বিজেপি ৷ ভোটে শোচনীয় ফলের জন্য দায়ী কী কারণ ? আর তা জানতেই সামগ্রিক ভোটের ফলাফল এবং এলাকাভিত্তিক নির্বাচনী ফলাফলের বিশদ বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ দলের এই সিদ্ধান্তের কথা রবিবার জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই।

224 সদস্যের কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ পর্ব 10 মে অনুষ্ঠিত হয় ৷ নির্বাচনের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যে মোদি ম্যাজিক কোনও ফ্যাক্টর হয়নি ৷ এমনকী ভোট প্রচারে গিয়ে বিজেপি নেতৃত্ব যে বক্তব্য রেখেছেন, তাতেও আমল দেননি রাজ্যের মানুষ ৷ কংগ্রেস 135টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা যেমন অর্জন করতে সফল হয়েছে, তেমনই 100-ের অনেক নীচেই থমকে গিয়েছে বিজেপির রথের চাকা ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জনতা দল পেয়েছে মাত্র 19টি আসন।

এই ফলের পরই কার্যত প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে কংগ্রেস ৷ তাদের তরফে দাবি করা হয়েছে, বিজেপির এই হার আদতে মোদির পরাজয় ৷ যদিও এদিন সেই বক্তব্য উড়িয়ে বোমানি জানান, একাধিক কারণে দলের এই ফল হয়েছে ৷ দলের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বের ভূমিকা সেই সবদিকই বিশ্লেষণ করা হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে দ্রুত সব নির্বাচিত বিধায়ক ও প্রার্থীদের বৈঠক ডাকা হবে। বোমাই-সহ কয়েকজন বিজেপি নেতা রবিবার দলের সদর দফতরে রাজ্য বিজেপি সভাপতি নলিন কুমার কাতিলের নেতৃত্বে বৈঠক করেন। বোমাই বলেন, "আমরা ফলাফলের বিষয়ে এবং বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করেছি। আমরা সামগ্রিক ফলাফলের বিশদ বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিয়েছি ৷" এদিনের বৈঠকের পরে তিনি আরও জানান, বিজেপির ভোট শতাংশে সেভাবে কোনও প্রভাব না পড়লেও আসন অনেক কমেছে। এলাকাভিত্তিক ভোটের ফল বিশ্লেষণ করলে এর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি মনে করেন ৷

বিজেপি শুধুমাত্র নির্বাচনের উদ্দেশে কাজ করে না উল্লেখ করে বোমাই জানান, দলকে সংগঠিত রাখাই তাদের প্রাথমিক উদ্দেশ্য ৷ তিনি আরও বলেন, "আগামী দিনগুলিতে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সব নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক ডাকা হবে ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কে ? খাড়গের কোর্টে বল ঠেলল পরিষদীয় দল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.