ETV Bharat / bharat

বুড়়ো হয়েছেন, কাউন্সেলিং দরকার; অমর্ত্য সেনকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের - নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ

দেশের করোনা সংক্রমণ সামলানো নিয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ ভ্যাকসিনের অভাবে বেশ কিছু রাজ্য টিকাকরণ প্রক্রিয়া বন্ধ রেখেছে ৷ লকডাউনে বিধ্বস্ত অর্থনীতি ৷ এই পরিস্থিতি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কেন্দ্রকে "স্কিৎজোফ্রেনিক" বলেন অমর্ত্য সেন ৷ তাঁর এই মন্তব্যকে "রাজনৈতিক" বলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷

অমর্ত্য সেনকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের
অমর্ত্য সেনকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের
author img

By

Published : Jun 6, 2021, 9:48 AM IST

কলকাতা, 6 জুন : বিজেপির আক্রমণ থেকে ছাড় পেলেন না অমর্ত্য সেন ৷ তাঁর বয়স হয়েছে, তাই কাউন্সেলিং দরকার বলে নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷

বিতর্কের সূত্রপাত-

শুক্রবার রাষ্ট্র সেবা দলের একটি অনুষ্ঠানে অমর্ত্য় সেন দেশে প্যানডেমিক সামলানো নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে সরকারকে "দিশাহীন" আখ্যা দেন ৷

কেন্দ্রের সমালোচনায় অমর্ত্য-

সমগ্র ভারতবাসীর জীবনের দায়িত্ব যেখানে কেন্দ্রীয় সরকারের, তখন সারা বিশ্বে ভারত ভ্য়াকসিন পাঠিয়ে ভাবছে যে সে নিজে একাই পৃথিবীটাকে বাঁচাতে পারবে ৷ আর একই সময়ে দেশে করোনা সংক্রমণের সমস্যা বেড়ে চলেছে ৷

মনে হচ্ছে দেশে করোনা সংক্রমণ আটকানোর ব্যবস্থা নিশ্চিত করার থেকে কেন্দ্রীয় সরকার এ ভাবে দুনিয়ার কাছে সুনাম অর্জন করতে চাইছে ৷ এর পরিণতি কিছুটা স্কিৎজোফ্রেনিয়ায় ভোগা ৷

এই সংক্রান্ত খবর : সংক্রমণ মোকাবিলার চেয়ে কৃতিত্ব নিতে ব্যস্ত, কেন্দ্রকে আক্রমণ অর্মত্য সেনের

শমীক-কথা-

আমি খুব একটা উদ্ধত বোধ করছি না এটা খোলাখুলি বলতে যে, সেন বুড়ো হয়েছেন আর তাঁর এবার কাউন্সেলিং দরকার ৷ কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি কী বলেছিলেন তা আমরা ভুলব না ৷ প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি যাই বলে থাকুন না কেন, তা পুরোপুরি রাজনৈতিক ৷

তিনি তো আমাদের কিছু পরামর্শ দিতে পারতেন, যেমনটা যে কোনও গণতান্ত্রিক দেশে হয়ে থাকে ৷ তিনি এ ভাবে বিশ্বের সামনে ভারত সরকারের সমালোচনা করতে পারেন না ৷

প্রসঙ্গত, 2014-র লোকসভা নির্বাচনের আগে সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি তাঁকে (নরেন্দ্র মোদি) 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না ৷ আমি মনে করি না তাঁর উন্নয়নের রেকর্ড খুব ভাল ৷ তিনি আরও ভাল কিছু করতে পারতেন ৷ আরও সেকুলার হতে পারতেন ৷ সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ বোধ করে এমন কিছু করতে পারতেন ৷"

কলকাতা, 6 জুন : বিজেপির আক্রমণ থেকে ছাড় পেলেন না অমর্ত্য সেন ৷ তাঁর বয়স হয়েছে, তাই কাউন্সেলিং দরকার বলে নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷

বিতর্কের সূত্রপাত-

শুক্রবার রাষ্ট্র সেবা দলের একটি অনুষ্ঠানে অমর্ত্য় সেন দেশে প্যানডেমিক সামলানো নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে সরকারকে "দিশাহীন" আখ্যা দেন ৷

কেন্দ্রের সমালোচনায় অমর্ত্য-

সমগ্র ভারতবাসীর জীবনের দায়িত্ব যেখানে কেন্দ্রীয় সরকারের, তখন সারা বিশ্বে ভারত ভ্য়াকসিন পাঠিয়ে ভাবছে যে সে নিজে একাই পৃথিবীটাকে বাঁচাতে পারবে ৷ আর একই সময়ে দেশে করোনা সংক্রমণের সমস্যা বেড়ে চলেছে ৷

মনে হচ্ছে দেশে করোনা সংক্রমণ আটকানোর ব্যবস্থা নিশ্চিত করার থেকে কেন্দ্রীয় সরকার এ ভাবে দুনিয়ার কাছে সুনাম অর্জন করতে চাইছে ৷ এর পরিণতি কিছুটা স্কিৎজোফ্রেনিয়ায় ভোগা ৷

এই সংক্রান্ত খবর : সংক্রমণ মোকাবিলার চেয়ে কৃতিত্ব নিতে ব্যস্ত, কেন্দ্রকে আক্রমণ অর্মত্য সেনের

শমীক-কথা-

আমি খুব একটা উদ্ধত বোধ করছি না এটা খোলাখুলি বলতে যে, সেন বুড়ো হয়েছেন আর তাঁর এবার কাউন্সেলিং দরকার ৷ কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি কী বলেছিলেন তা আমরা ভুলব না ৷ প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি যাই বলে থাকুন না কেন, তা পুরোপুরি রাজনৈতিক ৷

তিনি তো আমাদের কিছু পরামর্শ দিতে পারতেন, যেমনটা যে কোনও গণতান্ত্রিক দেশে হয়ে থাকে ৷ তিনি এ ভাবে বিশ্বের সামনে ভারত সরকারের সমালোচনা করতে পারেন না ৷

প্রসঙ্গত, 2014-র লোকসভা নির্বাচনের আগে সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি তাঁকে (নরেন্দ্র মোদি) 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না ৷ আমি মনে করি না তাঁর উন্নয়নের রেকর্ড খুব ভাল ৷ তিনি আরও ভাল কিছু করতে পারতেন ৷ আরও সেকুলার হতে পারতেন ৷ সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ বোধ করে এমন কিছু করতে পারতেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.