মান্ডলা (মধ্যপ্রদেশ), 12 অক্টোবর: রাজ্যে ক্ষমতায় থাকার সময় কংগ্রেস সাধারণ জনগণকে যে অধিকার দিয়েছিল তা কেড়ে নিয়েছে বিজেপি ৷ বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তিনি অভিযোগের সুরে আরও জানান, বিজেপি নেতৃত্বাধীন শিবরাজ সিং চৌহান সরকারের বর্তমান মেয়াদেই 250টি কেলেঙ্কারি রেকর্ড হয়েছে।
মধ্যপ্রদেশের মান্ডলায় একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধি জানান, কংগ্রেস সবসময়ই মানুষকে শক্তিশালী করার লক্ষ্য রাখে কিন্তু বিজেপি ঠিক এর বিপরীত কাজই করে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ক্ষমতায় এসে জনগণকে যে সমস্ত অধিকার ও সুযোগ-সুবিধা দিয়েছিল, তা কেড়ে নিয়েছে বিজেপি। প্রিয়াঙ্কা এদিন বলেন, "কংগ্রেস আপনাদের যা কিছু অধিকার দিয়েছিল এবং আপনাদের শক্তিশালী করার জন্য আমরা যা কাজ করেছি তা আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কেড়ে নিয়েছে বিজেপি। এখন, সরপঞ্চদের (গ্রাম পঞ্চায়েত প্রধান) অধিকার নেই ৷ এমনকী মনরেগাও এখানে বাস্তবায়িত হয়নি। গ্রামে কোনও চাকরি নেই ৷ কৃষকরা তাদের ফসলের ন্যূনতম সমর্থন মূল্যও পাচ্ছেন না ৷"
তিনি অভিযোগ করেন, কমল নাথ 15 মাসের স্বল্প মেয়াদে জমি পাট্টা বিতরণ করেছিলেন। কিন্তু, সেই কাজটিও বর্তমান সরকার স্থগিত করে দিয়েছে। প্রিয়াঙ্কার দাবি, কংগ্রেসের লক্ষ্য জনগণকে শক্তিশালী করা ৷ দলের উদ্দেশ্য ক্ষমতায়ন প্রদান করা। তিনি বলেন, "দল তার নিজের জমির ওপর মানুষের অধিকার নিশ্চিত করতে চায়।"
আরও পড়ুন: অমিত শাহর পরিবর্তে বাংলার দুর্গোৎসবে সামিল হতে পারেন জেপি নাড্ডা
প্রিয়াঙ্কা আরও বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি জমি লিজ দিয়েছিলেন এই উদ্দেশ্য নিয়ে যাতে আপনার জমিতে আপনার অধিকার সুনিশ্চিত থাকে। এটি আপনার জমি, আপনার মর্যাদা এবং তাই আপনার হাতে ক্ষমতা থাকা উচিত। কংগ্রেসের ঐতিহ্যই এই বিষয়টিকে ধরে রাখা। আমরা সবসময় আপনাদের শক্তিশালী করতে চেয়েছি ৷" প্রিয়াঙ্কা গান্ধি এদিন সরাসরি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে প্রশ্ন করে অভিযোগ করেন, 225 মাসের বিজেপি সরকারের সময়ে মধ্যপ্রদেশে 250টি কেলেঙ্কারি হয়েছে ৷ তিনি বলেন, "বিজেপি কখনও জনগণের জন্য কিছু করেনি ৷ শুধু ভোটের আগে তাদের মনে পড়ে ৷" জাতি শুমারির দাবি জানিয়ে তিনি বলেন, "দল সর্বদা দেশের ওবিসি, এসসি এবং এসটিদের সাথে ন্যায়বিচার করবে।"