ETV Bharat / bharat

BJP Slams Rahul: ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় গাধা, সাভারকর ইস্যুতে বিজেপির নিশানায় রাহুল - দু বছরের কারাদণ্ড হয় রাহুল গান্ধি

সাভারকর ইস্যুতে সোমবার রাহুল গান্ধির বিরুদ্ধে আক্রমণের সুর চড়াল বিজেপি (BJP Slams Rahul Gandhi) ৷ মানহানির মামলায় শাস্তির বিষয়ে কংগ্রেস কেন আইনি পথে যাচ্ছে না, সেই প্রশ্নও তুলেছে বিজেপি ৷

BJP Slams Rahul
BJP Slams Rahul
author img

By

Published : Mar 27, 2023, 3:45 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: সাভারকর ইস্যুতে কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে আরও চড়া সুরে আক্রমণ করল বিজেপি (BJP Slams Rahul Gandhi on Savarkar Statement) ৷ আর তা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী (Hardeep Singh Puri) ৷ তিনি রাহুল গান্ধিকে কার্যত ‘গাধা’র সঙ্গে তুলনা করলেন ৷ অন্যদিকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মতে, রাহুল কোনোদিনও সাভারকরের মতো হতে পারবেন না ৷

গত বৃহস্পতিবার একটি ফৌজদারি মানহানির মামলায় দু’বছরের কারাদণ্ড হয় রাহুল গান্ধির (Rahul Gandhi Sentence) ৷ তার জেরে শুক্রবার তাঁর সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভার সচিবালয় (Rahul Gandhi Disqualification as MP) ৷ পরদিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল ৷ সেখানে তাঁর কাছে বিজেপির ক্ষমা চাওয়ার দাবি নিয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, ‘‘আমি সাভারকর নই, আমি গান্ধি... ৷’’

তার পর থেকে এই ইস্যুতে বিজেপি সরব হয়েছে ৷ সেদিনই মহারাষ্ট্র বিধানসভায় রাহুলের বিরুদ্ধে সরব হন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ শিবসেনার ওই নেতা এই মন্তব্যের জন্য রাহুলের শাস্তির দাবি জানান ৷ তার পর সময় যত এগিয়েছে, এই ইস্যুতে ততই রাহুলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি ৷

সোমবার এই নিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী এই মন্তব্যের জন্য রাহুল ‘ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতায় গাধা’ বলে উল্লেখ করেন ৷ রাহুলের মন্তব্য নিয়ে কংগ্রেসের আত্মসীক্ষা করা উচিত বলেও তিনি মনে করেন ৷ তাঁর দাবি, বিজেপি মনে করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও বিনায়ক দামোদর সাভারকরকে বিস্মৃত করে রাখা হয়েছিল ৷

তিনি আরও বলেন, "আপনারা জানেন সাভারকরজির মতো মানুষের অবদান ?’’ এর কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ভারতের জনগণ তাদের কাজের জন্য তাদের বিচার করবে ।" একই সঙ্গে এই ইস্যুতে তিনি কংগ্রেসকে আইনি পথে লড়াই করার পরামর্শ দিয়েছেন ৷ তার বদলে কেন কংগ্রেস সাভারকর ও মহাভারতের প্রসঙ্গ তুলছে সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ উল্লেখ্য, রবিবার রাজঘাটে মহাভারতের প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেছিলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

অন্যদিকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাহুল গান্ধিকে কটাক্ষ করেছেন সাভারকর ইস্যুতে ৷ তাঁর কথায়, রাহুল কখনোই সাভারকর হতে পারেন না ৷ কারণ সাভারকর ছয় মাসের জন্য কখনও বিদেশ সফরে যাননি । প্রসঙ্গত, এর আগে রাহুলের বিদেশ সফর নিয়ে একাধিকবার কটাক্ষ করেছে বিজেপি ৷ এদিন কার্যত সেই প্রসঙ্গ আবার টানলেন অনুরাগ ৷

পাশাপাশি মোদি পদবি নিয়ে মন্তব্যের মাধ্যমে রাহুল আসলে ওবিসি-দের অপমান করেছেন বলেও এদিন দাবি করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৷ অনুরাগের আরও অভিযোগ, কংগ্রেস আদালতের নির্দেশ মানে না ৷ একই সঙ্গে তিনি কংগ্রেসের উদ্দেশ্যে প্রশ্ন ছুুঁড়ে দিয়েছেন, "তারা এখন এই নাটক কেন করছে ?"

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের গান্ধি পরিবার নিজেদের অন্যদের উঁচুতে অভিজাত ও সংবিধানের ঊর্ধ্বে বলে মনে করে ৷ আইনি ও বিচার প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের হইচই সেটাই প্রমাণ করে ৷ গান্ধি পরিবার নিজেদের বিচার প্রক্রিয়া, সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার ঊর্ধ্বে মনে করছে ৷

আরও পড়ুন: সংকল্প সত্যাগ্রহের দ্বিতীয়দিনে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের, বৈঠক খাড়গের দফতরে

নয়াদিল্লি, 27 মার্চ: সাভারকর ইস্যুতে কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে আরও চড়া সুরে আক্রমণ করল বিজেপি (BJP Slams Rahul Gandhi on Savarkar Statement) ৷ আর তা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী (Hardeep Singh Puri) ৷ তিনি রাহুল গান্ধিকে কার্যত ‘গাধা’র সঙ্গে তুলনা করলেন ৷ অন্যদিকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মতে, রাহুল কোনোদিনও সাভারকরের মতো হতে পারবেন না ৷

গত বৃহস্পতিবার একটি ফৌজদারি মানহানির মামলায় দু’বছরের কারাদণ্ড হয় রাহুল গান্ধির (Rahul Gandhi Sentence) ৷ তার জেরে শুক্রবার তাঁর সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভার সচিবালয় (Rahul Gandhi Disqualification as MP) ৷ পরদিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল ৷ সেখানে তাঁর কাছে বিজেপির ক্ষমা চাওয়ার দাবি নিয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, ‘‘আমি সাভারকর নই, আমি গান্ধি... ৷’’

তার পর থেকে এই ইস্যুতে বিজেপি সরব হয়েছে ৷ সেদিনই মহারাষ্ট্র বিধানসভায় রাহুলের বিরুদ্ধে সরব হন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ শিবসেনার ওই নেতা এই মন্তব্যের জন্য রাহুলের শাস্তির দাবি জানান ৷ তার পর সময় যত এগিয়েছে, এই ইস্যুতে ততই রাহুলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি ৷

সোমবার এই নিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী এই মন্তব্যের জন্য রাহুল ‘ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতায় গাধা’ বলে উল্লেখ করেন ৷ রাহুলের মন্তব্য নিয়ে কংগ্রেসের আত্মসীক্ষা করা উচিত বলেও তিনি মনে করেন ৷ তাঁর দাবি, বিজেপি মনে করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও বিনায়ক দামোদর সাভারকরকে বিস্মৃত করে রাখা হয়েছিল ৷

তিনি আরও বলেন, "আপনারা জানেন সাভারকরজির মতো মানুষের অবদান ?’’ এর কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ভারতের জনগণ তাদের কাজের জন্য তাদের বিচার করবে ।" একই সঙ্গে এই ইস্যুতে তিনি কংগ্রেসকে আইনি পথে লড়াই করার পরামর্শ দিয়েছেন ৷ তার বদলে কেন কংগ্রেস সাভারকর ও মহাভারতের প্রসঙ্গ তুলছে সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ উল্লেখ্য, রবিবার রাজঘাটে মহাভারতের প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেছিলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

অন্যদিকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাহুল গান্ধিকে কটাক্ষ করেছেন সাভারকর ইস্যুতে ৷ তাঁর কথায়, রাহুল কখনোই সাভারকর হতে পারেন না ৷ কারণ সাভারকর ছয় মাসের জন্য কখনও বিদেশ সফরে যাননি । প্রসঙ্গত, এর আগে রাহুলের বিদেশ সফর নিয়ে একাধিকবার কটাক্ষ করেছে বিজেপি ৷ এদিন কার্যত সেই প্রসঙ্গ আবার টানলেন অনুরাগ ৷

পাশাপাশি মোদি পদবি নিয়ে মন্তব্যের মাধ্যমে রাহুল আসলে ওবিসি-দের অপমান করেছেন বলেও এদিন দাবি করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৷ অনুরাগের আরও অভিযোগ, কংগ্রেস আদালতের নির্দেশ মানে না ৷ একই সঙ্গে তিনি কংগ্রেসের উদ্দেশ্যে প্রশ্ন ছুুঁড়ে দিয়েছেন, "তারা এখন এই নাটক কেন করছে ?"

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের গান্ধি পরিবার নিজেদের অন্যদের উঁচুতে অভিজাত ও সংবিধানের ঊর্ধ্বে বলে মনে করে ৷ আইনি ও বিচার প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের হইচই সেটাই প্রমাণ করে ৷ গান্ধি পরিবার নিজেদের বিচার প্রক্রিয়া, সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার ঊর্ধ্বে মনে করছে ৷

আরও পড়ুন: সংকল্প সত্যাগ্রহের দ্বিতীয়দিনে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের, বৈঠক খাড়গের দফতরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.