ETV Bharat / bharat

JP Nadda on Rahul Gandhi: গণতান্ত্রিকভাবে শোধ নেবে ওবিসি সমাজ, 'মোদি পদবি' ইস্যুতে রাহুলকে নিশানা নাড্ডার - নরেন্দ্র মোদি

এবার রাহুল গান্ধির বিরুদ্ধে প্রতিশোধের বার্তা জেপি নাড্ডার (JP Nadda on Rahul Gandhi) ৷ তবে বিজেপি সভাপতির মতে তা হবে গণতান্ত্রিক উপায়ে ৷ ওবিসি সমাজ রাহুলের দম্ভ এবং তাদের অপমান গণতান্ত্রিক উপায় প্রতিশোধ নেবে বলে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷

JP Nadda on Rahul Gandhi ETV BHARAT
JP Nadda on Rahul Gandhi
author img

By

Published : Mar 24, 2023, 12:39 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: 'মোদি পদবি' নিয়ে মন্তব্যের জেরে সুরাতের আদালত রাহুল গান্ধিকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে ৷ এই প্রসঙ্গে রাহুল গান্ধিকে ফের নিশানা করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (BJP President JP Nadda) ৷ তাঁর অভিযোগ, রাহুল গান্ধি ওবিসি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন (Rahul Gandhi Hurts Sentiments of OBC Community) ৷ মানুষ গণতান্ত্রিক উপায়ে এর প্রতিশোধ নেবে ৷ এই সংক্রান্ত একটি টুইটে এমনই দাবি করেছেন বিজেপি সভাপতি ৷

নাড্ডা একযোগে রাহুল গান্ধি এবং কংগ্রেসকে নিশানা করে লেখেন, "ওবিসি সমাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের কারণে, রাহুলের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে সুরাত আদালত ৷ কিন্তু, রাহুল গান্ধি এবং কংগ্রেস তাঁদের দম্ভের কারণে, এখনও একই অবস্থানে অনড় ৷ সেই সঙ্গে লাগাতার ওবিসি সমাজকে আঘাত করে চলেছে ৷ পুরো ওবিসি সমাজ রাহুলের থেকে এই অপমানের প্রতিশোধ গণতান্ত্রিক উপায়ে নেবে ৷"

নাড্ডা আরও জানান, এবার হয়ত রাহুল পুরো ওবিসি সমাজকেই চোর বলবেন ৷ আদালতে ওঁকে এ নিয়ে ধিক্কার জানানো হয়েছে ৷ তার পরেও ক্ষমা চাইতে অস্বীকার করেছেন রাহুল ৷ নাড্ডার মতে, এটা বুঝিয়ে দেয় রাহুল গান্ধির মনে ওবিসি-দের প্রতি ঘৃণা ভরে রয়েছে ৷ আর তাই 2019 সালের মতো 2024 লোকসভা নির্বাচনেও এর ফল রাহুল গান্ধি এবং কংগ্রেসকে পেতে হবে ৷

আরও পড়ুন: দোষী রাহুল গান্ধি! প্রতিবাদ আজ কংগ্রেসের গণবিক্ষোভ

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন, "কেন সব চোরদের পদবি মোদি হয় ? নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি... ৷" মূলত পিএনবি-র 13 হাজার কোটি টাকার ঋণখেলাপি নীরব মোদির ইস্যুকে কেন্দ্র করে ওই মন্তব্য করেছিলেন রাহুল ৷ আর সেই সময় রাফালে দুর্নীতির অভিযোগে কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল ৷ সুরাত আদালত তার রায়ে রাহুল গান্ধিকে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷ যদিও, তাঁর 1 মাসের জামিন মঞ্জুর হয়েছে ৷ এর মধ্যে তিনি উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন ৷ পাশাপাশি সাজা ঘোষণা হওয়ায় রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে । এমনই আবহে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতিকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি ।

নয়াদিল্লি, 24 মার্চ: 'মোদি পদবি' নিয়ে মন্তব্যের জেরে সুরাতের আদালত রাহুল গান্ধিকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে ৷ এই প্রসঙ্গে রাহুল গান্ধিকে ফের নিশানা করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (BJP President JP Nadda) ৷ তাঁর অভিযোগ, রাহুল গান্ধি ওবিসি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন (Rahul Gandhi Hurts Sentiments of OBC Community) ৷ মানুষ গণতান্ত্রিক উপায়ে এর প্রতিশোধ নেবে ৷ এই সংক্রান্ত একটি টুইটে এমনই দাবি করেছেন বিজেপি সভাপতি ৷

নাড্ডা একযোগে রাহুল গান্ধি এবং কংগ্রেসকে নিশানা করে লেখেন, "ওবিসি সমাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের কারণে, রাহুলের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে সুরাত আদালত ৷ কিন্তু, রাহুল গান্ধি এবং কংগ্রেস তাঁদের দম্ভের কারণে, এখনও একই অবস্থানে অনড় ৷ সেই সঙ্গে লাগাতার ওবিসি সমাজকে আঘাত করে চলেছে ৷ পুরো ওবিসি সমাজ রাহুলের থেকে এই অপমানের প্রতিশোধ গণতান্ত্রিক উপায়ে নেবে ৷"

নাড্ডা আরও জানান, এবার হয়ত রাহুল পুরো ওবিসি সমাজকেই চোর বলবেন ৷ আদালতে ওঁকে এ নিয়ে ধিক্কার জানানো হয়েছে ৷ তার পরেও ক্ষমা চাইতে অস্বীকার করেছেন রাহুল ৷ নাড্ডার মতে, এটা বুঝিয়ে দেয় রাহুল গান্ধির মনে ওবিসি-দের প্রতি ঘৃণা ভরে রয়েছে ৷ আর তাই 2019 সালের মতো 2024 লোকসভা নির্বাচনেও এর ফল রাহুল গান্ধি এবং কংগ্রেসকে পেতে হবে ৷

আরও পড়ুন: দোষী রাহুল গান্ধি! প্রতিবাদ আজ কংগ্রেসের গণবিক্ষোভ

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন, "কেন সব চোরদের পদবি মোদি হয় ? নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি... ৷" মূলত পিএনবি-র 13 হাজার কোটি টাকার ঋণখেলাপি নীরব মোদির ইস্যুকে কেন্দ্র করে ওই মন্তব্য করেছিলেন রাহুল ৷ আর সেই সময় রাফালে দুর্নীতির অভিযোগে কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল ৷ সুরাত আদালত তার রায়ে রাহুল গান্ধিকে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷ যদিও, তাঁর 1 মাসের জামিন মঞ্জুর হয়েছে ৷ এর মধ্যে তিনি উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন ৷ পাশাপাশি সাজা ঘোষণা হওয়ায় রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে । এমনই আবহে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতিকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.