ETV Bharat / bharat

নেতাজিকে ‘ভারতরত্ন’ দেওয়ার সুপারিশ

author img

By

Published : Jan 21, 2021, 9:28 PM IST

নেতাজির 125 তম জন্মদিন উপলক্ষে আগেই ভারত সরকারের তরফে 23 জানুয়ারি দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ প্রতি বছর এই দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হবে ৷ 23 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় ভিক্টোরিয়া হাউসে এই দিনটির শুভ সূচনা করবেন ৷

bjp-mp-urges-pm-modi-to-confer-bharat-ratna-on-netaji-subhas-chandra-bose
নেতাজিকে ‘ভারতরত্ন’ দেওয়ার সুপারিশ বিজেপি সাংসদের

দিল্লি, 21 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে তাঁকে ‘ভারতরত্ন’ খেতাব দেওয়া হোক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই আবেদন জানিয়ে চিঠি দিলেন মধ্য়প্রদেশের উজ্জয়ীনের সাংসদ অনিল ফিরোজিয়া ৷ আজ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে এই চিঠি লিখেছেন তিনি ৷ প্রসঙ্গত, তৃণমূল সাংসদ চন্দ্র শেখর রায় নেতাজির ‘ইন্ডিয়ান ন্য়াশনাল আর্মি’র ইতিহাস সংক্রান্ত ফাইল প্রকাশ করার আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ৷ যে ফাইল ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগ তৈরি করেছে ৷

আরও পড়ুন : কালকা মেলের নাম বদলে হচ্ছে নেতাজি এক্সপ্রেস

নেতাজির 125 তম জন্মদিন উপলক্ষে আগেই ভারত সরকারের তরফে 23 জানুয়ারি দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ প্রতি বছর এই দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হবে ৷ 23 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় ভিক্টোরিয়া হাউসে এই দিনটির শুভ সূচনা করবেন ৷ আর তার আগে বিজেপির মধ্য়প্রদেশের সাংসদের নেতাজিকে ভারতরত্ন খেতাব দেওয়ার আর্জি বেশ অর্থবহ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এমনকি গতকালই হাওড়া-কালকা মেলের নাম বদলে ‘নেতাজি এক্সপ্রেস’ করেছে রেলমন্ত্রক ৷ যার পিছনেও কেন্দ্রের বিজেপি সরকারের রাজনৈতিক উদ্দেশ্য় রয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে ৷

দিল্লি, 21 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে তাঁকে ‘ভারতরত্ন’ খেতাব দেওয়া হোক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই আবেদন জানিয়ে চিঠি দিলেন মধ্য়প্রদেশের উজ্জয়ীনের সাংসদ অনিল ফিরোজিয়া ৷ আজ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে এই চিঠি লিখেছেন তিনি ৷ প্রসঙ্গত, তৃণমূল সাংসদ চন্দ্র শেখর রায় নেতাজির ‘ইন্ডিয়ান ন্য়াশনাল আর্মি’র ইতিহাস সংক্রান্ত ফাইল প্রকাশ করার আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ৷ যে ফাইল ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগ তৈরি করেছে ৷

আরও পড়ুন : কালকা মেলের নাম বদলে হচ্ছে নেতাজি এক্সপ্রেস

নেতাজির 125 তম জন্মদিন উপলক্ষে আগেই ভারত সরকারের তরফে 23 জানুয়ারি দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ প্রতি বছর এই দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হবে ৷ 23 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় ভিক্টোরিয়া হাউসে এই দিনটির শুভ সূচনা করবেন ৷ আর তার আগে বিজেপির মধ্য়প্রদেশের সাংসদের নেতাজিকে ভারতরত্ন খেতাব দেওয়ার আর্জি বেশ অর্থবহ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এমনকি গতকালই হাওড়া-কালকা মেলের নাম বদলে ‘নেতাজি এক্সপ্রেস’ করেছে রেলমন্ত্রক ৷ যার পিছনেও কেন্দ্রের বিজেপি সরকারের রাজনৈতিক উদ্দেশ্য় রয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.