ETV Bharat / bharat

BJP MP Sushil Modi: 2 হাজার টাকার নোট বাতিলের দাবিতে সরব বিজেপি সাংসদ সুশীল মোদি

বিহারের সুশীল কুমার মোদি (BJP MP Sushil Modi) রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ ৷ সোমবার সংসদের উচ্চকক্ষে তিনি 2 হাজার টাকার নোটি বাতিল করার দাবি তুলেছেন ৷

bjp-mp-sushil-modi-demands-to-phase-out-2k-rupee-notes-in-rajya-sabha
BJP MP Sushil Modi: 2 হাজার টাকার নোট বাতিলের দাবিতে সরব বিজেপি সাংসদ সুশীল মোদি
author img

By

Published : Dec 12, 2022, 1:59 PM IST

Updated : Dec 12, 2022, 2:21 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: 2 হাজার টাকার নোট (2K Rupees Note) বাতিল করার দাবি তুললেন বিজেপির সুশীল কুমার মোদি (BJP MP Sushil Modi) ৷ সোমবার রাজ্যসভায় (Rajya Sabha) বিজেপির এই সাংসদ 2 হাজার টাকার নোট বাতিল করার দাবি তোলেন ৷

সোমবার রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে এই দাবি তোলেন বিহার বিজেপির (BJP) এই নেতা ৷ তাঁর দাবি, 2 হাজার টাকার নোট ধীরে ধীরে বন্ধ করে দেওয়া উচিত ৷ এর জন্য নাগরিকদের এই নোটগুলি জমা দেওয়ার জন্য দু’বছর সময় দেওয়া উচিত । একই সঙ্গে তিনি জানান, দেশের বেশিরভাগ এটিএম থেকে 2 হাজার টাকার নোট উধাও হয়ে গিয়েছে ৷ গুজব ছড়িয়েছে যে সেগুলি শীঘ্রই এই নোটের আইনি ব্যবহার বন্ধ হয়ে যাবে ৷ আরবিআই তিন বছর আগে 2 হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল । তাই এই নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2016 সালের 8 নভেম্বর নোট বাতিলের (Demonetisation) ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেই সময় সরকার রাতারাতি পুরনো 500 এবং 1000 টাকা নোট বাতিল করে দেয় ৷ পরে নতুন 500 টাকার নোটের সঙ্গে 2 হাজার টাকার নোট চালু করে ৷ এই নিয়ে সুশীল মোদির বক্তব্য, "1 হাজার টাকার নোটের প্রচলন বন্ধ করে দিয়ে 2 হাজার টাকার নোট আনার কোনও যুক্তি ছিল না ৷"

তিনি উন্নত দেশগুলির উদাহরণ তুলে ধরেন ৷ কোন কোন দেশে উচ্চ মূল্যের মুদ্রার নোট নেই সেটা জানান ৷ পাশাপাশি দাবি করেন, 2 হাজার টাকার নোট মজুদ করা হচ্ছে এবং প্রায়শই মাদকদ্রব্য এবং অর্থ পাচারের মতো অবৈধ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে । এই নোটের মাধ্যমে কালো টাকার রমরমা বাড়ছে বলেও তিনি দাবি করেন ৷ তাঁর দাবি, 2 হাজার টাকার নোট কালো টাকার সমার্থক হয়ে উঠেছে । সরকারের ধীরে ধীরে 2 হাজার টাকার নোট বন্ধ করা উচিত । নাগরিকদের তাদের 2 হাজার টাকার নোট পরিবর্তন করার জন্য দু’বছর সময় দেওয়া উচিত ৷

চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সঙ্গে এক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, 2 হাজার টাকার নোট বন্ধ করার বিষয়ে ব্যাঙ্কগুলিকে কোনও নির্দেশ দেওয়া হয়নি ।

আরও পড়ুন: নোটবন্দির 6 বছর পর নগদ লেনদেন নয়া রেকর্ড !

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: 2 হাজার টাকার নোট (2K Rupees Note) বাতিল করার দাবি তুললেন বিজেপির সুশীল কুমার মোদি (BJP MP Sushil Modi) ৷ সোমবার রাজ্যসভায় (Rajya Sabha) বিজেপির এই সাংসদ 2 হাজার টাকার নোট বাতিল করার দাবি তোলেন ৷

সোমবার রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে এই দাবি তোলেন বিহার বিজেপির (BJP) এই নেতা ৷ তাঁর দাবি, 2 হাজার টাকার নোট ধীরে ধীরে বন্ধ করে দেওয়া উচিত ৷ এর জন্য নাগরিকদের এই নোটগুলি জমা দেওয়ার জন্য দু’বছর সময় দেওয়া উচিত । একই সঙ্গে তিনি জানান, দেশের বেশিরভাগ এটিএম থেকে 2 হাজার টাকার নোট উধাও হয়ে গিয়েছে ৷ গুজব ছড়িয়েছে যে সেগুলি শীঘ্রই এই নোটের আইনি ব্যবহার বন্ধ হয়ে যাবে ৷ আরবিআই তিন বছর আগে 2 হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল । তাই এই নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2016 সালের 8 নভেম্বর নোট বাতিলের (Demonetisation) ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেই সময় সরকার রাতারাতি পুরনো 500 এবং 1000 টাকা নোট বাতিল করে দেয় ৷ পরে নতুন 500 টাকার নোটের সঙ্গে 2 হাজার টাকার নোট চালু করে ৷ এই নিয়ে সুশীল মোদির বক্তব্য, "1 হাজার টাকার নোটের প্রচলন বন্ধ করে দিয়ে 2 হাজার টাকার নোট আনার কোনও যুক্তি ছিল না ৷"

তিনি উন্নত দেশগুলির উদাহরণ তুলে ধরেন ৷ কোন কোন দেশে উচ্চ মূল্যের মুদ্রার নোট নেই সেটা জানান ৷ পাশাপাশি দাবি করেন, 2 হাজার টাকার নোট মজুদ করা হচ্ছে এবং প্রায়শই মাদকদ্রব্য এবং অর্থ পাচারের মতো অবৈধ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে । এই নোটের মাধ্যমে কালো টাকার রমরমা বাড়ছে বলেও তিনি দাবি করেন ৷ তাঁর দাবি, 2 হাজার টাকার নোট কালো টাকার সমার্থক হয়ে উঠেছে । সরকারের ধীরে ধীরে 2 হাজার টাকার নোট বন্ধ করা উচিত । নাগরিকদের তাদের 2 হাজার টাকার নোট পরিবর্তন করার জন্য দু’বছর সময় দেওয়া উচিত ৷

চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সঙ্গে এক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, 2 হাজার টাকার নোট বন্ধ করার বিষয়ে ব্যাঙ্কগুলিকে কোনও নির্দেশ দেওয়া হয়নি ।

আরও পড়ুন: নোটবন্দির 6 বছর পর নগদ লেনদেন নয়া রেকর্ড !

Last Updated : Dec 12, 2022, 2:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.