ETV Bharat / bharat

BJP MP over Saving Water: 'মদ-গুটখা-আয়োডেক্স খান, কিন্তু জল বাঁচান', বার্তা বিজেপি সাংসদের - BJP MP Janardan Mishra

জল জীবন মিশনের একটি ওয়ার্কশপে বিজেপি সাংসদ অভিনব কায়দায় জল বাঁচানোর নিদান দিলেন ৷ নানাধরনের নেশা করলেও জল বাঁচাতে যেন মানুষ না ভোলে (BJP MP Janardan Mishra message over saving water) ৷ কিন্তু মানুষ কী মনে রাখবে ? জল নাকি মদ-গুটখা ?

Save Water
ETV Bharat
author img

By

Published : Nov 8, 2022, 10:21 AM IST

Updated : Nov 8, 2022, 1:30 PM IST

রেওয়া, 8 নভেম্বর: মদ-গুটখা খাক, নেশা করুক, কিন্তু যে কোনও অবস্থায় জল বাঁচানোর কথা মনে রাখুক সাধারণ মানুষ । এমনই আবেদন বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের ৷ হ্যাঁ, এ ভাবেই মধ্যপ্রদেশের রেওয়া বিধানসভা কেন্দ্রের সাংসদ জল সংরক্ষণের বার্তা দিলেন ৷ রবিবার জল-জীবন মিশনের (Jal Jeevan Mission) একটি অনুষ্ঠানে এ কথা বলেন বিজেপি নেতা (Drink alcohol, smell thinner...but save water, BJP MP Janardan Mishra) ৷

তিনি বলেন, "জলের অভাবে জমি শুকিয়ে যাচ্ছে ৷ তাই জল বাঁচানো উচিত ৷" কিন্তু এখানেই থামেননি সাংসদ ৷ তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রকাশ্যে বলেন, "মদ খান, গুটখা খান, সুলেসানের গন্ধ শুঁকুন বা আয়োডেক্স খান ৷ কিন্তু জল বাঁচানোর গুরুত্বটা বুঝুন ৷" চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থাতেও যে জল সংরক্ষণের কথা মনে রাখতে হবে সেই বার্তাই দেন সাংসদ ৷

  • #WATCH | Rewa, Madhya Pradesh: "Lands are running dry of water, it must be saved... Drink alcohol, chew tobacco, smoke weed or smell thinner and solution but understand the importance of water," says BJP MP Janardan Mishra during a water conservation workshop pic.twitter.com/Nk878A9Jgc

    — ANI (@ANI) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

6 নভেম্বর রেওয়া কৃষ্ণরাজ কাপুর অডিটোরিয়ামে এই জল জীবন মিশনের ওয়ার্কশপ আয়োজন করা হয় ৷ তাঁর এই বক্তৃতার ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ ভাইরাল হওয়া এই ভিডিয়োয় তিনি বলেন, "কোনও সরকার জলে কর মকুবের কথা ঘোষণা করলে তাকে বলবেন, আমরা জলের জন্য কর দেব ৷ আপনারা ইলেকট্রিক বিল-সহ অন্য সব কর মকুব করতে পারেন ৷"

আরও পড়ুন: পিএইচই-এর জল খেয়ে বধূর মৃত্যু ! সরকারি আধিকারিকদের তোপ তৃণমূল নেতার

সাংসদ মিশ্র যে এই প্রথম খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন, তা নয় ৷ এমন বিতর্কিত এবং অদ্ভুত বক্তব্যের জন্য আগেও খবরে এসেছেন ৷ সম্প্রতি, একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি খালি হাতে শৌচালয় পরিষ্কার করছেন ৷

রেওয়া, 8 নভেম্বর: মদ-গুটখা খাক, নেশা করুক, কিন্তু যে কোনও অবস্থায় জল বাঁচানোর কথা মনে রাখুক সাধারণ মানুষ । এমনই আবেদন বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের ৷ হ্যাঁ, এ ভাবেই মধ্যপ্রদেশের রেওয়া বিধানসভা কেন্দ্রের সাংসদ জল সংরক্ষণের বার্তা দিলেন ৷ রবিবার জল-জীবন মিশনের (Jal Jeevan Mission) একটি অনুষ্ঠানে এ কথা বলেন বিজেপি নেতা (Drink alcohol, smell thinner...but save water, BJP MP Janardan Mishra) ৷

তিনি বলেন, "জলের অভাবে জমি শুকিয়ে যাচ্ছে ৷ তাই জল বাঁচানো উচিত ৷" কিন্তু এখানেই থামেননি সাংসদ ৷ তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রকাশ্যে বলেন, "মদ খান, গুটখা খান, সুলেসানের গন্ধ শুঁকুন বা আয়োডেক্স খান ৷ কিন্তু জল বাঁচানোর গুরুত্বটা বুঝুন ৷" চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থাতেও যে জল সংরক্ষণের কথা মনে রাখতে হবে সেই বার্তাই দেন সাংসদ ৷

  • #WATCH | Rewa, Madhya Pradesh: "Lands are running dry of water, it must be saved... Drink alcohol, chew tobacco, smoke weed or smell thinner and solution but understand the importance of water," says BJP MP Janardan Mishra during a water conservation workshop pic.twitter.com/Nk878A9Jgc

    — ANI (@ANI) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

6 নভেম্বর রেওয়া কৃষ্ণরাজ কাপুর অডিটোরিয়ামে এই জল জীবন মিশনের ওয়ার্কশপ আয়োজন করা হয় ৷ তাঁর এই বক্তৃতার ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ ভাইরাল হওয়া এই ভিডিয়োয় তিনি বলেন, "কোনও সরকার জলে কর মকুবের কথা ঘোষণা করলে তাকে বলবেন, আমরা জলের জন্য কর দেব ৷ আপনারা ইলেকট্রিক বিল-সহ অন্য সব কর মকুব করতে পারেন ৷"

আরও পড়ুন: পিএইচই-এর জল খেয়ে বধূর মৃত্যু ! সরকারি আধিকারিকদের তোপ তৃণমূল নেতার

সাংসদ মিশ্র যে এই প্রথম খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন, তা নয় ৷ এমন বিতর্কিত এবং অদ্ভুত বক্তব্যের জন্য আগেও খবরে এসেছেন ৷ সম্প্রতি, একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি খালি হাতে শৌচালয় পরিষ্কার করছেন ৷

Last Updated : Nov 8, 2022, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.