ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণ, বিজেপি বিধায়কের 25 বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের; খারিজ হচ্ছে পদও

BJP MLA in UP gets 25 years in jail for raping minor: সোনভদ্রের এমপি-এমএলএ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিজেপি বিধায়ক রামদুলার গোন্ডকে 10 লক্ষ টাকা জরিমানাও করেছেন ৷ এই টাকা ধর্ষিতাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 6:35 AM IST

Updated : Dec 16, 2023, 10:36 AM IST

সোনভদ্র (উত্তরপ্রদেশ) , 16 ডিসেম্বর: 9 বছর আগে একটি ধর্ষণের ঘটনায় বিজেপি বিধায়ক রামদুলার গোন্ডকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের আদালত ৷ শুক্রবার আদালতের এই নির্দেশের পর রাজ্য বিধানসভা থেকে তার বরখাস্ত হওয়াও কার্যত সময়ের অপেক্ষা ৷ জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে একজন আইনপ্রণেতা দোষী সাব্যস্ত হওয়ার দিন থেকেই পদে থাকার অযোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন ৷ এমনকী তার সাজার মেয়াদ শেষের পরে আরও 6 বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না ৷

সোনভদ্রের এমপি-এমএলএ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রামদুলার গোন্ডকে 10 লক্ষ টাকা জরিমানাও করেছেন ৷ এই টাকা ধর্ষিতাকে দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক ৷ জানা গিয়েছে, ওই নির্যাতিতা এখন বিবাহিত এবং আট বছরের একটি মেয়ের মা ৷ বিশেষ সরকারি আইনজীবী সত্যপ্রকাশ ত্রিপাঠি জানান, আদালত দুধি বিধানসভা আসনের বিধায়ককে গত 12 ডিসেম্বর দোষী সাব্যস্ত করে। ঘটনাটি 2014 সালে ঘটেছিল ৷ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (ধর্ষণ) এবং 506 (ফৌজদারি ভয় দেখানোর শাস্তি) ধারার পাশাপাশি শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা নথিভুক্ত করেছিল ধর্ষিতার ভাই।

রামদুলার গোন্ড তখন বিধায়ক ছিল না। তার স্ত্রী গ্রামপ্রধান ছিলেন ৷ এই মামলার বিচার পকসো আদালতে শুরু হয়েছিল। পরে গোন্ড বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর মামলাটি এমপি-এমএলএ আদালতে স্থানান্তর করা হয়। শুক্রবার রায় ঘোষণার আগে বিধায়কের আইনজীবী আদালতকে ন্যূনতম শাস্তির আর্জি জানান। তিনি আদালতকে আশ্বস্ত করেছেন যে গোন্ড ধর্ষিতার পরিবারের সমস্ত যত্ন নেবে। অন্যদিকে, ধর্ষিতার ভাই আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘ সংগ্রামের পর তিনি ন্যায়বিচার পেয়েছেন। জেলা কারাগারে বন্দি থাকা বিধায়ককে আদালতে নিয়ে আসা হয় এবং রায় ঘোষণার পরে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ( সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলায় মূল অভিযুক্ত ললিতকে 7 দিনের পুলিশ হেফাজত, নির্দেশ দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের
  2. শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, খারিজ মসজিদ কমিটির আর্জি
  3. বিহারের দানাপুরে আদালত চত্বরে বন্দিকে গুলি করে খুন, গ্রেফতার দুই আততায়ী

সোনভদ্র (উত্তরপ্রদেশ) , 16 ডিসেম্বর: 9 বছর আগে একটি ধর্ষণের ঘটনায় বিজেপি বিধায়ক রামদুলার গোন্ডকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের আদালত ৷ শুক্রবার আদালতের এই নির্দেশের পর রাজ্য বিধানসভা থেকে তার বরখাস্ত হওয়াও কার্যত সময়ের অপেক্ষা ৷ জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে একজন আইনপ্রণেতা দোষী সাব্যস্ত হওয়ার দিন থেকেই পদে থাকার অযোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন ৷ এমনকী তার সাজার মেয়াদ শেষের পরে আরও 6 বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না ৷

সোনভদ্রের এমপি-এমএলএ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রামদুলার গোন্ডকে 10 লক্ষ টাকা জরিমানাও করেছেন ৷ এই টাকা ধর্ষিতাকে দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক ৷ জানা গিয়েছে, ওই নির্যাতিতা এখন বিবাহিত এবং আট বছরের একটি মেয়ের মা ৷ বিশেষ সরকারি আইনজীবী সত্যপ্রকাশ ত্রিপাঠি জানান, আদালত দুধি বিধানসভা আসনের বিধায়ককে গত 12 ডিসেম্বর দোষী সাব্যস্ত করে। ঘটনাটি 2014 সালে ঘটেছিল ৷ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (ধর্ষণ) এবং 506 (ফৌজদারি ভয় দেখানোর শাস্তি) ধারার পাশাপাশি শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা নথিভুক্ত করেছিল ধর্ষিতার ভাই।

রামদুলার গোন্ড তখন বিধায়ক ছিল না। তার স্ত্রী গ্রামপ্রধান ছিলেন ৷ এই মামলার বিচার পকসো আদালতে শুরু হয়েছিল। পরে গোন্ড বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর মামলাটি এমপি-এমএলএ আদালতে স্থানান্তর করা হয়। শুক্রবার রায় ঘোষণার আগে বিধায়কের আইনজীবী আদালতকে ন্যূনতম শাস্তির আর্জি জানান। তিনি আদালতকে আশ্বস্ত করেছেন যে গোন্ড ধর্ষিতার পরিবারের সমস্ত যত্ন নেবে। অন্যদিকে, ধর্ষিতার ভাই আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘ সংগ্রামের পর তিনি ন্যায়বিচার পেয়েছেন। জেলা কারাগারে বন্দি থাকা বিধায়ককে আদালতে নিয়ে আসা হয় এবং রায় ঘোষণার পরে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ( সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলায় মূল অভিযুক্ত ললিতকে 7 দিনের পুলিশ হেফাজত, নির্দেশ দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের
  2. শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, খারিজ মসজিদ কমিটির আর্জি
  3. বিহারের দানাপুরে আদালত চত্বরে বন্দিকে গুলি করে খুন, গ্রেফতার দুই আততায়ী
Last Updated : Dec 16, 2023, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.