ETV Bharat / bharat

অ্যাম্বুলেন্স সংক্রান্ত খবর প্রকাশের জের, ইটিভি ভারতের প্রতিনিধির বিরুদ্ধে থানায় বিজেপি নেতা - ইটিভি ভারত বিহার

স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে একই অ্যাম্বুলেন্স নতুন স্টিকার লাগিয়ে, নতুন করে সাজিয়ে 4 বার উদ্বোধন করেছেন ৷ এই খবর প্রকাশিত হতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বক্সারের বিজেপি নেতা ৷

বিহারের অ্যাম্বুলেন্স উদ্বোধনে অশ্বিনী চৌবে
বিহারের অ্যাম্বুলেন্স উদ্বোধনে অশ্বিনী চৌবে
author img

By

Published : May 29, 2021, 9:22 PM IST

বক্সার, 29 মে : আবারও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা ! সত্য খবর তুলে ধরার চেষ্টায় বিজেপি নেতার রোষানলে ইটিভি ভারতের প্রতিনিধি ৷ বিহারের বক্সারে ইটিভি ভারতের সাংবাদিক উমেশ পান্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এলাকার বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক পরশুরাম চতুর্বেদী ৷ উমেশের বিরুদ্ধে বক্সার সদর থানায় ভারতীয় দণ্ডবিধির 500, 506, 290, 420 ও 34 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

সাংবাদিক উমেশ পান্ডের বিরুদ্ধে হুমকি, মানসিক প্রতারণা, জাতীয় বিপর্যয়ের সময়ে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করা, টাকার জন্য ব্ল্যাকমেল, স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে এবং বিজেপির ভাবমূর্তি কলুষিত করার চেষ্টার অভিযোগ রয়েছে ৷

বিহারের অ্যাম্বুলেন্স উদ্বোধনে অশ্বিনী চৌবে
স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবের এই প্রতিবেদন ছাপার পরই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিজেপি নেতা পরশুরাম চতুর্বেদী

কেন সাংবাদিকের উপর চটলেন বিজেপি নেতা ?

ঘটনার সূত্রপাত 15 মে ৷ উমেশ পান্ডের একটি প্রতিবেদন প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে একই অ্যাম্বুলেন্স নতুন স্টিকার লাগিয়ে, নতুন করে সাজিয়ে 4 বার উদ্বোধন করেছেন ৷ এরপর খবরটির একাধিক ফলো আপও প্রকাশিত হয় ৷ নিমেষে বড় ইস্যু হয়ে যায় ঘটনাটি ৷ বিষয়টি নজরে আসে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের ৷ ইটিভি ভারতের প্রতিবেদনটি তিনি নিজের টুইটারে শেয়ারও করেন ৷ সারা দেশে ছড়িয়ে পড়ে খবরটি ৷

  • ये महानुभाव केंद्रीय स्वास्थ्य राज्य मंत्री चौबे जी है। 1 दिन का किराया भुगतान कर मंत्री जी तमाम ऐंबुलंस को केवल उद्घाटन करने के लिए बक्सर लाते हैं, लेकिन उद्घाटन होने के साथ ही उनका मालिक उसे वापस लेकर चला जाता है। फिर एक साल बाद मंत्री उन्हें बुलाते है और फिर उद्घाटन करते है। pic.twitter.com/9ra6hLIizf

    — Tejashwi Yadav (@yadavtejashwi) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর 20 মে বিজেপি নেতা পরশুরাম চতুর্বেদী উমেশের বাড়িতে আসেন ৷ দুপুর তখন প্রায় আড়াইটে থেকে তিনটে ৷ পরশুরাম আমাদের প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন, এটি তাঁর বাড়ি কিনা ৷ উমেশও তাঁকে আপ্যায়ণ করেন ৷ বাড়িতে বসিয়ে চা খাওয়ান ৷

তারপর আস্তে আস্তে নিজের রূপ দেখাতে শুরু করেন বিজেপি নেতা ৷ উমেশকে প্রশ্ন করেন, খবরটি কেন ছাপানো হয়েছে ৷ উমেশও শান্ত কিন্তু স্পষ্ট গলায় জানিয়ে দেন, তিনি কেবল তাঁর কাজ করছিলেন ৷ প্রত্যেকের নিজের নিজের কাজ সম্মানের সঙ্গে করা উচিত ৷ তিনিও তাই করছিলেন ৷ এরপরই বিজেপি নেতা তাঁর বাড়ি থেকে উঠে চলে যান ৷

আরও পড়ুন : ইটিভি ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

22 মে উমেশ জানতে পারেন তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বক্সার সদর থানায় ৷ তিনি সেইসময় থানার বাইরেই খবর সংগ্রহের কাজে গিয়েছিলেন ৷ একটি বন্ধ পানের দোকানের পাশে দাঁড়িয়েছিলেন ৷ সেইসময় উমেশের কিছু সাংবাদিক বন্ধু তাঁকে জানায়, এফআইআরের বিষয়টি ৷ থানার আধিকারিককে ফোন করেন উমেশ ৷ জানতে পারেন, তিনি বাড়ি গিয়েছেন ৷ এরপর বন্ধুদের হাত দিয়েই এফআইআরের কপিটি আনান উমেশ ৷

উমেশ পান্ডে জানিয়েছেন, সমস্ত প্রমাণের ভিত্তিতে তাঁর প্রতিবেদন লিখেছেন । সমস্ত প্রমাণ রয়েছে তাঁর কাছে ।

বারবার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে ৷ এর আগে বেআইনি বালি তোলার খবর প্রকাশ করায় ইটিভি ভারতের বীরভূমের সাংবাদিক অভিষেক দত্তরায়কেও রক্তচক্ষুর সামনে পড়তে হয়েছিল ৷ একাধিক অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধেও ৷ মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত ৷ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলে বীরভূমের সাংবাদিক । সেই আবেদনের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কণ্ঠরোধ করতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷

বক্সার, 29 মে : আবারও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা ! সত্য খবর তুলে ধরার চেষ্টায় বিজেপি নেতার রোষানলে ইটিভি ভারতের প্রতিনিধি ৷ বিহারের বক্সারে ইটিভি ভারতের সাংবাদিক উমেশ পান্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এলাকার বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক পরশুরাম চতুর্বেদী ৷ উমেশের বিরুদ্ধে বক্সার সদর থানায় ভারতীয় দণ্ডবিধির 500, 506, 290, 420 ও 34 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

সাংবাদিক উমেশ পান্ডের বিরুদ্ধে হুমকি, মানসিক প্রতারণা, জাতীয় বিপর্যয়ের সময়ে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করা, টাকার জন্য ব্ল্যাকমেল, স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে এবং বিজেপির ভাবমূর্তি কলুষিত করার চেষ্টার অভিযোগ রয়েছে ৷

বিহারের অ্যাম্বুলেন্স উদ্বোধনে অশ্বিনী চৌবে
স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবের এই প্রতিবেদন ছাপার পরই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিজেপি নেতা পরশুরাম চতুর্বেদী

কেন সাংবাদিকের উপর চটলেন বিজেপি নেতা ?

ঘটনার সূত্রপাত 15 মে ৷ উমেশ পান্ডের একটি প্রতিবেদন প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে একই অ্যাম্বুলেন্স নতুন স্টিকার লাগিয়ে, নতুন করে সাজিয়ে 4 বার উদ্বোধন করেছেন ৷ এরপর খবরটির একাধিক ফলো আপও প্রকাশিত হয় ৷ নিমেষে বড় ইস্যু হয়ে যায় ঘটনাটি ৷ বিষয়টি নজরে আসে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের ৷ ইটিভি ভারতের প্রতিবেদনটি তিনি নিজের টুইটারে শেয়ারও করেন ৷ সারা দেশে ছড়িয়ে পড়ে খবরটি ৷

  • ये महानुभाव केंद्रीय स्वास्थ्य राज्य मंत्री चौबे जी है। 1 दिन का किराया भुगतान कर मंत्री जी तमाम ऐंबुलंस को केवल उद्घाटन करने के लिए बक्सर लाते हैं, लेकिन उद्घाटन होने के साथ ही उनका मालिक उसे वापस लेकर चला जाता है। फिर एक साल बाद मंत्री उन्हें बुलाते है और फिर उद्घाटन करते है। pic.twitter.com/9ra6hLIizf

    — Tejashwi Yadav (@yadavtejashwi) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর 20 মে বিজেপি নেতা পরশুরাম চতুর্বেদী উমেশের বাড়িতে আসেন ৷ দুপুর তখন প্রায় আড়াইটে থেকে তিনটে ৷ পরশুরাম আমাদের প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন, এটি তাঁর বাড়ি কিনা ৷ উমেশও তাঁকে আপ্যায়ণ করেন ৷ বাড়িতে বসিয়ে চা খাওয়ান ৷

তারপর আস্তে আস্তে নিজের রূপ দেখাতে শুরু করেন বিজেপি নেতা ৷ উমেশকে প্রশ্ন করেন, খবরটি কেন ছাপানো হয়েছে ৷ উমেশও শান্ত কিন্তু স্পষ্ট গলায় জানিয়ে দেন, তিনি কেবল তাঁর কাজ করছিলেন ৷ প্রত্যেকের নিজের নিজের কাজ সম্মানের সঙ্গে করা উচিত ৷ তিনিও তাই করছিলেন ৷ এরপরই বিজেপি নেতা তাঁর বাড়ি থেকে উঠে চলে যান ৷

আরও পড়ুন : ইটিভি ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

22 মে উমেশ জানতে পারেন তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বক্সার সদর থানায় ৷ তিনি সেইসময় থানার বাইরেই খবর সংগ্রহের কাজে গিয়েছিলেন ৷ একটি বন্ধ পানের দোকানের পাশে দাঁড়িয়েছিলেন ৷ সেইসময় উমেশের কিছু সাংবাদিক বন্ধু তাঁকে জানায়, এফআইআরের বিষয়টি ৷ থানার আধিকারিককে ফোন করেন উমেশ ৷ জানতে পারেন, তিনি বাড়ি গিয়েছেন ৷ এরপর বন্ধুদের হাত দিয়েই এফআইআরের কপিটি আনান উমেশ ৷

উমেশ পান্ডে জানিয়েছেন, সমস্ত প্রমাণের ভিত্তিতে তাঁর প্রতিবেদন লিখেছেন । সমস্ত প্রমাণ রয়েছে তাঁর কাছে ।

বারবার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে ৷ এর আগে বেআইনি বালি তোলার খবর প্রকাশ করায় ইটিভি ভারতের বীরভূমের সাংবাদিক অভিষেক দত্তরায়কেও রক্তচক্ষুর সামনে পড়তে হয়েছিল ৷ একাধিক অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধেও ৷ মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত ৷ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলে বীরভূমের সাংবাদিক । সেই আবেদনের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কণ্ঠরোধ করতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.