ETV Bharat / bharat

Bihar BJP Leader : গুলি করে স্ত্রী'কে খুন করে নিজেও আত্মঘাতী বিজেপি নেতা - Bihar BJP Leader

অরুণ যাদব নামে বিহারের বিজেপি নেতার স্ত্রী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন ৷ স্ত্রীকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই বিজেপি নেতা (BJP Leader died by Suicide After Killing Wife) ৷

Bihar BJP Leader died
আত্মঘাতী বিহারের বিজেপি নেতা
author img

By

Published : Jun 16, 2022, 10:44 PM IST

পটনা, 16 জুন : প্রথমে গুলি করে স্ত্রীকে খুন, তারপর নিজেকেও গুলি করে আত্মঘাতী হলেন বিহারের মুঙ্গেরের এক বিজেপি নেতা (BJP Leader died by Suicide After Killing Wife)৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গেরের কোতয়ালি থানা এলাকায় ৷ মৃত ওই বিজেপি নেতার নাম অরুণ যাদব ৷ জানা গিয়েছে, তাঁর স্ত্রী এবার মুঙ্গের পৌরসভা নির্বাচনে দলের তরফে মেয়র পদপ্রার্থী ছিলেন ৷

আরও পড়ুন : 'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভে উত্তাল বিহার, একাধিক ট্রেনে আগুন প্রতিবাদীদের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুজনের দেহই ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী মৃত দুজনের মাথাতেই গুলির ক্ষত মিলেছে ৷ স্থানীয় সূত্রে খবর, প্রবল গরমের জন্য ভোট প্রচারে যেতে অস্বীকার করেছিলেন ওই বিজেপি নেতার স্ত্রী তার থেকেই বচসা শুরু হয় দুজনের মধ্যে ৷

পটনা, 16 জুন : প্রথমে গুলি করে স্ত্রীকে খুন, তারপর নিজেকেও গুলি করে আত্মঘাতী হলেন বিহারের মুঙ্গেরের এক বিজেপি নেতা (BJP Leader died by Suicide After Killing Wife)৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গেরের কোতয়ালি থানা এলাকায় ৷ মৃত ওই বিজেপি নেতার নাম অরুণ যাদব ৷ জানা গিয়েছে, তাঁর স্ত্রী এবার মুঙ্গের পৌরসভা নির্বাচনে দলের তরফে মেয়র পদপ্রার্থী ছিলেন ৷

আরও পড়ুন : 'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভে উত্তাল বিহার, একাধিক ট্রেনে আগুন প্রতিবাদীদের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুজনের দেহই ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী মৃত দুজনের মাথাতেই গুলির ক্ষত মিলেছে ৷ স্থানীয় সূত্রে খবর, প্রবল গরমের জন্য ভোট প্রচারে যেতে অস্বীকার করেছিলেন ওই বিজেপি নেতার স্ত্রী তার থেকেই বচসা শুরু হয় দুজনের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.