ETV Bharat / bharat

Arvind Menon : বিয়ের পিঁড়িতে বিজেপির মেনন, সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করলেন - BJP

বিয়ে করলেন বিজেপির জাতীয় সম্পাদক অরবিন্দ মেনন ৷ বিয়ের ছবি নিজেই টুইট করেছেন ৷ আচমকা এই খবর সামনে আসায় হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷

bjp-leader-arvind-menon-tie-knot-with-kerala-lady
Arvind Menon : ‘বাংলার মেয়ে’কে হারাতে ব্যর্থ মেনন বিয়ে করলেন কেরলের মেয়েকে
author img

By

Published : Aug 20, 2021, 9:30 PM IST

Updated : Aug 20, 2021, 10:43 PM IST

কলকাতা, 20 অগস্ট : বাংলার মেয়েকে নবান্ন থেকে উৎখাত করার দায়িত্ব তাঁর কাঁধে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই লক্ষ্যে তিনি সফল হতে পারেননি ৷ কিন্তু কেরলের মেয়েকে ঘরনি করতে তাঁকে ব্যর্থতার মুখ দেখতে হল না ৷ বরং 53 বছরের অকৃতদার জীবনে ইতি টেনে বিজেপির অরবিন্দ মেনন আজ থেকে বিবাহিত ৷

আজ, শুক্রবার তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে সারেন ৷ কেরলের ত্রিশূর মন্দিরে বিয়ে হয় ৷ তার পর স্ত্রী শ্রুতির সঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ তার পরই হইচই শুরু হয়ে যায় ৷ কারণ, এই বিয়ের কথা অনেকেরই অজানা ছিল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সোনিয়ার ডাকা বৈঠকে মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক মমতার

বরাবর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে যুক্ত অরবিন্দ সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন ৷ দীর্ঘ 15 বছর সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন মধ্য প্রদেশে ৷ 2016 সালে তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ৷ তাঁকে নিয়ে আসা হয় বাংলায় ৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সহকারি করা হয় ৷ তার পর থেকে তিনি বাংলায় দলের হয়ে কাজ করেছেন ৷ এখন তিনি দলের অন্যতম জাতীয় সম্পাদক ৷

  • पित्रों के आशीर्वाद से केरल के गुरुवायुर मंदिर में भगवान गुरुवायुर अप्पन को साक्षी मानकर आज गृहस्थ जीवन में प्रवेश कर लिया है।
    इस मौक़े पर मैं आप सभी महानुभावों के स्नेह व आशीर्वाद का भी आकांक्षी रहूँगा। pic.twitter.com/Ljw2G0ZS2m

    — Arvind Menon (@MenonArvindBJP) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rahul Gandhi: রাহুল গান্ধির পোস্ট সরাল ইনস্টাগ্রাম-ফেসবুক

2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার দায়িত্ব তাঁর উপরেও ছিল ৷ দলের সংগঠনের খুঁটিনাটি তাঁকেও দেখতে হত ৷ কিন্তু সেই লক্ষ্যে তিনি সফল হতে পারেননি ৷ বরং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছেন ৷ তবে বিজেপির শক্তি বেড়েছে ৷ এই প্রথম বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে ৷ তাদের 77 জন প্রার্থী বিধায়ক হয়েছেন ৷ মুকুল রায়ের দলত্যাগ ও দু’জনের পদত্যাগের পর সেই সংখ্যা দাঁড়িয়েছে 74-এ ৷ এটাকে অবশ্যই সাফল্য হিসেবেই দেখতে হবে ৷

আরও পড়ুন : Narendra Modi : ধর্মীয় পর্যটনে ভারতে বাড়বে কর্মসংস্থান, দাবি মোদির

প্রসঙ্গত, মেননের কেরলেই জন্ম ৷ তবে তিনি বড় হয়েছেন বারাণসীতে ৷ সূত্রের খবর, তাঁকে এবার কেরলের সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে ৷ তাঁর স্ত্রীও সম্ভবত সক্রিয় রাজনীতিতে নামতে চলেছেন ৷ এখন দেখার বাংলায় মমতাকে হারাতে না পারলেও পাঁচ বছর পর বিজয়নের মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক আটকাতে পারেন কি না অরবিন্দ !

আরও পড়ুন : PM Modi on Terrorism: ধ্বংসাত্মক শক্তি বেশিদিন স্থায়ী হয় না, পরোক্ষে আফগানিস্তান নিয়ে কড়া বার্তা মোদির

কলকাতা, 20 অগস্ট : বাংলার মেয়েকে নবান্ন থেকে উৎখাত করার দায়িত্ব তাঁর কাঁধে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই লক্ষ্যে তিনি সফল হতে পারেননি ৷ কিন্তু কেরলের মেয়েকে ঘরনি করতে তাঁকে ব্যর্থতার মুখ দেখতে হল না ৷ বরং 53 বছরের অকৃতদার জীবনে ইতি টেনে বিজেপির অরবিন্দ মেনন আজ থেকে বিবাহিত ৷

আজ, শুক্রবার তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে সারেন ৷ কেরলের ত্রিশূর মন্দিরে বিয়ে হয় ৷ তার পর স্ত্রী শ্রুতির সঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷ তার পরই হইচই শুরু হয়ে যায় ৷ কারণ, এই বিয়ের কথা অনেকেরই অজানা ছিল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সোনিয়ার ডাকা বৈঠকে মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক মমতার

বরাবর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে যুক্ত অরবিন্দ সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন ৷ দীর্ঘ 15 বছর সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন মধ্য প্রদেশে ৷ 2016 সালে তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ৷ তাঁকে নিয়ে আসা হয় বাংলায় ৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সহকারি করা হয় ৷ তার পর থেকে তিনি বাংলায় দলের হয়ে কাজ করেছেন ৷ এখন তিনি দলের অন্যতম জাতীয় সম্পাদক ৷

  • पित्रों के आशीर्वाद से केरल के गुरुवायुर मंदिर में भगवान गुरुवायुर अप्पन को साक्षी मानकर आज गृहस्थ जीवन में प्रवेश कर लिया है।
    इस मौक़े पर मैं आप सभी महानुभावों के स्नेह व आशीर्वाद का भी आकांक्षी रहूँगा। pic.twitter.com/Ljw2G0ZS2m

    — Arvind Menon (@MenonArvindBJP) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rahul Gandhi: রাহুল গান্ধির পোস্ট সরাল ইনস্টাগ্রাম-ফেসবুক

2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার দায়িত্ব তাঁর উপরেও ছিল ৷ দলের সংগঠনের খুঁটিনাটি তাঁকেও দেখতে হত ৷ কিন্তু সেই লক্ষ্যে তিনি সফল হতে পারেননি ৷ বরং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছেন ৷ তবে বিজেপির শক্তি বেড়েছে ৷ এই প্রথম বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে ৷ তাদের 77 জন প্রার্থী বিধায়ক হয়েছেন ৷ মুকুল রায়ের দলত্যাগ ও দু’জনের পদত্যাগের পর সেই সংখ্যা দাঁড়িয়েছে 74-এ ৷ এটাকে অবশ্যই সাফল্য হিসেবেই দেখতে হবে ৷

আরও পড়ুন : Narendra Modi : ধর্মীয় পর্যটনে ভারতে বাড়বে কর্মসংস্থান, দাবি মোদির

প্রসঙ্গত, মেননের কেরলেই জন্ম ৷ তবে তিনি বড় হয়েছেন বারাণসীতে ৷ সূত্রের খবর, তাঁকে এবার কেরলের সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে ৷ তাঁর স্ত্রীও সম্ভবত সক্রিয় রাজনীতিতে নামতে চলেছেন ৷ এখন দেখার বাংলায় মমতাকে হারাতে না পারলেও পাঁচ বছর পর বিজয়নের মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক আটকাতে পারেন কি না অরবিন্দ !

আরও পড়ুন : PM Modi on Terrorism: ধ্বংসাত্মক শক্তি বেশিদিন স্থায়ী হয় না, পরোক্ষে আফগানিস্তান নিয়ে কড়া বার্তা মোদির

Last Updated : Aug 20, 2021, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.