পটনা, 23 জুন: আমরাও দেশপ্রেমিক, আমরাও ভারত মাকে ভালোবাসি । ভারত মাতার নাম নিয়ে তানাশাহী সরকার চালাচ্ছে বিজেপি । পটনায় বিরোধী দলগুলির বৈঠকে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এর বিরুদ্ধেই সবাইকে এক হওয়ার বার্তা দিলেন তিনি ৷ মমতা বললেন, "যাই হোক আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে । না হলে এই দেশ থাকবে না ।"
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে পটনায় তাঁর বাড়িতে 17টি বিরোধী রাজনৈতিক দল বৈঠকে বসেছিল শুক্রবার । সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্তালিন, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিং মান, হেমন্ত সোরেন এবং নীতীশ কুমার - মোট এই ছ'জন মুখ্যমন্ত্রী । ছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, ওমর আবদুল্লা, উদ্ধব ঠাকরে, মেহবুবা মুফতির মতো জাতীয় স্তরের নেতানেত্রীরাও । আর এই বৈঠক থেকেই জোট বেঁধে বিজেপি সরকারকে হঠানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, "বিরোধীরা ঐক্যবদ্ধ । ইতিহাস বদলের চেষ্টা করছে বিজেপি । ইতিহাস বাঁচানোর লড়াই আমাদের ।"
-
#WATCH | Patna, Bihar: Bengal CM Mamata Banerjee during the joint opposition meeting said "We are united, we will fight unitedly...The history started from here, BJP wants that history should be changed. And we want history should be saved from Bihar. Our objective is to speak… pic.twitter.com/BB2qLgbApP
— ANI (@ANI) June 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Patna, Bihar: Bengal CM Mamata Banerjee during the joint opposition meeting said "We are united, we will fight unitedly...The history started from here, BJP wants that history should be changed. And we want history should be saved from Bihar. Our objective is to speak… pic.twitter.com/BB2qLgbApP
— ANI (@ANI) June 23, 2023#WATCH | Patna, Bihar: Bengal CM Mamata Banerjee during the joint opposition meeting said "We are united, we will fight unitedly...The history started from here, BJP wants that history should be changed. And we want history should be saved from Bihar. Our objective is to speak… pic.twitter.com/BB2qLgbApP
— ANI (@ANI) June 23, 2023
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পটনা থেকে যে আন্দোলন শুরু হয় তা জন আন্দোলনের রূপ নেয় । সেই কারণেই বিরোধী বৈঠক তিনি পটনায় করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "আমরা ঐক্যবদ্ধ । আমরা ঐক্যবদ্ধ হয়েই লড়াই করব ।" তাঁর বার্তা, "আমাদের বিরোধী বলো না । আমরাও দেশের নাগরিক । আমরাও দেশপ্রেমিক । আমরাও ভারতমাতা বলি । মণিপুরে আগুন জ্বললে আমাদেরও হৃদয়ে যন্ত্রণা হয় ।"
এ দিন এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তানাশাহীর সরকার রয়েছে দেশে । স্বৈরতন্ত্র চালাচ্ছে তারা । নির্বাচিত সরকারকে হেনস্থা করতে কী করা হচ্ছে না । তারা তাদের প্রতিহিংসার রাজনীতি করছে । কেন্দ্রীয় সরকার রাজভবনকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিকল্প সরকার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী টেনে আনেন তাঁর রাজ্যের প্রসঙ্গ । তিনি বলেন, "আমাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে আমার জানা নেই । কিন্তু তাঁরা তাঁদের মনের মতো করে প্রতিষ্ঠা দিবস উদযাপন করছেন । আমাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজনটুকুও মনে করে না । যা ইচ্ছা তাই করছে ।"
আরও পড়ুন: সমান্তরাল সরকার চালাচ্ছে রাজভবন, বিরোধী বৈঠকেও ক্ষোভ উগরে দিলেন মমতা
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলেও এ দিন অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা যদি শাসকের বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করে, তার বিরুদ্ধে ইডি ও সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে । আইনজীবীদের ব্যবহার করে সিবিআই বা ইডির তদন্ত চাপিয়ে দেওয়া হচ্ছে ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপি বেকারি নিয়ে চিন্তা করে না । সাধারণ মানুষকে নিয়ে তারা ভাবিত নয় । দেশের অর্থনীতি পুরোপুরি শেষ হতে বসেছে, তা নিয়ে ভাবিত নয় কেন্দ্রের সরকার । এই সরকারের আমলে মহিলাদের সম্মান রক্ষার বিষয়টিও সংকটে । কিন্তু তা নিয়েও তারা উদাসীন ।
এ দিন বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে মমতা 100 দিনের টাকা না দেওয়ার অভিযোগেও ফের সরব হন । তাঁর অভিযোগ, "এই সরকার বিরোধী শাসিত রাজ্যগুলিকে 100 দিনের টাকা দিচ্ছে না । গ্রামীণ রাস্তা ও গ্রামীণ আবাসের ক্ষেত্রেও মানুষকে বঞ্চিত করছে এরা । এরা নিজেদের খেয়ালখুশিমতো নীতি রাজ্যগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে । ইচ্ছা খুশিমতো উপাচার্য বদল করে দিচ্ছে ।"
মমতার দাবি, "বিজেপি আগামী দিনে যত কালা কানুন নিয়ে আসবে, আমরা সম্মিলিতভাবে তার বিরোধিতা করব । আমাদের রক্ত দিতে হলেও দেব, তাও আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে । তা না হলে দেশ আর থাকবে না ।"