ETV Bharat / bharat

BJP on Assembly Polls: পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, দিল্লিতে বৈঠকে বিজেপি - ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি

এবছরে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ লোকসভা নির্বাচনের আগে সেটাই পাখির চোখ গেরুয়া শিবিরের কাছে ৷ তাই নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বৈঠক ডেকেছে ৷

ETV Bharat
একান্ত আলোচনায় অমিত শাহ ও নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 16, 2023, 3:56 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট: আগামী বছর লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, কংগ্রেস-সহ বিরোধী ইন্ডিয়া জোট এবং অন্য রাজনৈতিক দলগুলি ৷ তবে তার আগে এবছরেই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার প্রস্তুতি হিসেবে বুধবার বিকেলে নয়াদিল্লির সদর কার্যালয়ে বৈঠক ডাকল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি ৷ আসন্ন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোথাও যাতে ফাঁক না-থেকে যায়, সেই উদ্দেশ্যেই এই বৈঠক ৷ সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটির অন্য শীর্ষ নেতারা ৷

2023 সালে মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় রয়েছে বিধানসভা নির্বাচন ৷ এর মধ্যে ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায় যথাক্রমে প্রথম দু'টিতে কংগ্রেস ও বিআরএস ক্ষমতায় রয়েছে ৷ তাই বিরোধী-শাসিত এই রাজ্যগুলিতে নির্বাচন জয়ই পাখির চোখ গেরুয়া শিবিরের কাছে ৷ দলীয় সূত্রে খবর, রাজস্থানে যে বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে বা কখনও জয় পায়নি, এবার সেই কেন্দ্রগুলির উপর নজর দেবে গেরুয়া শিবির ৷ সেখানে ভোটযুদ্ধে কীভাবে জেতা যায়, সেই রণকৌশল ঠিক করার উপরেই গুরুত্ব দিচ্ছে বিজেপি ৷

এর মধ্যে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য মিজোরামে মণিপুরের হিংসার আঁচ পৌঁছেছে ৷ সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য দেখা দিয়েছে শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্টের ৷ তাই এখানেও বিজেপিকে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে বলে মত ওয়াকিবহাল মহলের ৷ মধ্যপ্রদেশেও শাসকদল বিজেপিই ৷ তবে মনে করা হচ্ছে, এই রাজ্য়েও কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে ৷

আরও পড়ুন: 'নিরাপত্তাহীনতায় ভুগছেন মোদি', নেহরু মিউজিয়ামের নাম বদল বিতর্কে তোপ রমেশের

উত্তর-পশ্চিমের রাজ্য রাজস্থানে আবার কংগ্রেসের সরকার ৷ আর তেলেঙ্গানায় বিজেপির কট্টর বিরোধী বিআরএস ক্ষমতায় ৷ এই দু'টি রাজ্যে জয়ের জন্য বিশেষ কৌশল ঠিক করবে গেরুয়া শিবির ৷ ইতিমধ্যে দেশে 26টি দলের বিরোধী জোট 'ইন্ডিয়া' তৈরি হয়েছে ৷ তার অন্যতম প্রধান দল কংগ্রেস ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে এই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও স্পষ্ট হয়ে যাবে বিরোধীদের অবস্থান ৷ এর প্রভাব পড়বে লোকসভা নির্বাচনের উপর ৷

নয়াদিল্লি, 16 অগস্ট: আগামী বছর লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, কংগ্রেস-সহ বিরোধী ইন্ডিয়া জোট এবং অন্য রাজনৈতিক দলগুলি ৷ তবে তার আগে এবছরেই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার প্রস্তুতি হিসেবে বুধবার বিকেলে নয়াদিল্লির সদর কার্যালয়ে বৈঠক ডাকল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি ৷ আসন্ন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোথাও যাতে ফাঁক না-থেকে যায়, সেই উদ্দেশ্যেই এই বৈঠক ৷ সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটির অন্য শীর্ষ নেতারা ৷

2023 সালে মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় রয়েছে বিধানসভা নির্বাচন ৷ এর মধ্যে ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায় যথাক্রমে প্রথম দু'টিতে কংগ্রেস ও বিআরএস ক্ষমতায় রয়েছে ৷ তাই বিরোধী-শাসিত এই রাজ্যগুলিতে নির্বাচন জয়ই পাখির চোখ গেরুয়া শিবিরের কাছে ৷ দলীয় সূত্রে খবর, রাজস্থানে যে বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে বা কখনও জয় পায়নি, এবার সেই কেন্দ্রগুলির উপর নজর দেবে গেরুয়া শিবির ৷ সেখানে ভোটযুদ্ধে কীভাবে জেতা যায়, সেই রণকৌশল ঠিক করার উপরেই গুরুত্ব দিচ্ছে বিজেপি ৷

এর মধ্যে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য মিজোরামে মণিপুরের হিংসার আঁচ পৌঁছেছে ৷ সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য দেখা দিয়েছে শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্টের ৷ তাই এখানেও বিজেপিকে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে বলে মত ওয়াকিবহাল মহলের ৷ মধ্যপ্রদেশেও শাসকদল বিজেপিই ৷ তবে মনে করা হচ্ছে, এই রাজ্য়েও কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে ৷

আরও পড়ুন: 'নিরাপত্তাহীনতায় ভুগছেন মোদি', নেহরু মিউজিয়ামের নাম বদল বিতর্কে তোপ রমেশের

উত্তর-পশ্চিমের রাজ্য রাজস্থানে আবার কংগ্রেসের সরকার ৷ আর তেলেঙ্গানায় বিজেপির কট্টর বিরোধী বিআরএস ক্ষমতায় ৷ এই দু'টি রাজ্যে জয়ের জন্য বিশেষ কৌশল ঠিক করবে গেরুয়া শিবির ৷ ইতিমধ্যে দেশে 26টি দলের বিরোধী জোট 'ইন্ডিয়া' তৈরি হয়েছে ৷ তার অন্যতম প্রধান দল কংগ্রেস ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে এই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও স্পষ্ট হয়ে যাবে বিরোধীদের অবস্থান ৷ এর প্রভাব পড়বে লোকসভা নির্বাচনের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.