ETV Bharat / bharat

BJP hold Nationwide Protest: মোদির অপমান ! দেশজুড়ে প্রতিবাদ বিজেপি'র

author img

By

Published : Dec 17, 2022, 1:28 PM IST

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্দেশে কটূকথা বলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) ৷ তারই প্রতিবাদে শনিবার দেশজুড়ে পথে নামল বিজেপি (BJP hold Nationwide Protest) ৷

BJP hold Nationwide Protest against Bilawal Bhutto Zardari derogatory remarks about Narendra Modi
প্রতিবাদে পথে বিজেপি ৷

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্দেশে চরম অবমাননাকর মন্তব্য করেছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) ৷ শনিবার দেশজুড়ে তারই প্রতিবাদে নামল বিজেপি (BJP hold Nationwide Protest) ৷

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন প্রত্যেকটি রাজ্যের রাজধানী শহরে বিলাওয়ালের মন্তব্য়ের বিরোধিতায় প্রতিবাদ জানানো হবে ৷ ইতিমধ্যেই জম্মুতে বিজেপি যুব মোর্চার সদস্যরা প্রতিবাদ কর্মসূচি শুরু করে দিয়েছেন ৷ সূত্রের খবর, বিভিন্ন জায়গায় এদিন বিলাওয়ালের কুশপুতুলও পোড়ানো হবে ৷

আরও পড়ুন: মনোভাব না বদলালে চিরকাল ব্রাত্যই থাকতে হবে, পাকিস্তানকে কড়া জবাব ভারতের

উল্লেখ্য, মার্কিন মুলুকে রাষ্ট্রসংঘের সম্মেলন চলাকালীনই বাকযুদ্ধ জড়ায় ভারত ও পাকিস্তান ৷ আন্তর্জাতিক মঞ্চে ফের একবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ৷ পালটা জবাব দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি বলেন, যারা ওসামা বিন লাদেনকে নিরাপদ আশ্রয় দেয়, প্রতিবেশী রাষ্ট্রের সংসদে হামলা চালাতে মদত করে, তাদের মুখে কাশ্মীর নিয়ে কথা মানায় না ৷ আর এতেই আঁতে ঘা লাগে বিলাওয়ালের ৷ কূটনৈতিক লড়াইয়ের জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি ৷ বলেন, "ওসামা বিন লাদেন মারা গিয়েছেন ৷ কিন্তু, গুজরাতে যিনি জীবন কেড়েছিলেন, সেই জল্লাদ এখনও জীবিত !"

ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বিলাওয়ালের এই মন্তব্যের কড়া জবাব দেওয়া হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি প্রতিবেশীকে হুঁশিয়ারি দিয়ে টুইট করেছেন ৷ তাঁর বার্তা, পাকিস্তান যদি আচরণ বদল না-করে, তাহলে চিরকাল ব্রাত্যই থেকে যেতে হবে ৷ এটা ছিল প্রশাসনিক এবং কূটনৈতিক স্তরে পাকিস্তানকে দেওয়া ভারতের জবাব ৷ আর এবার আসরে নামল বিজেপি ৷ আগামী বছরই দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ চব্বিশে লোকসভা ভোট ৷ তার আগে বিলাওয়ালের এই বক্তব্যকে হাতিয়ার করে যদি ফের একবার ভারতীয়দের মনে নরেন্দ্র মোদির প্রতি আবেগ খুঁচিয়ে তোলা যায়, তাহলে ইভিএমে লাভ হবে বিজেপিরই ৷ শনিবারের দেশজোড়া প্রতিবাদ কর্মসূচির নেপথ্য়ে সেটিও একটি বড় কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্দেশে চরম অবমাননাকর মন্তব্য করেছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) ৷ শনিবার দেশজুড়ে তারই প্রতিবাদে নামল বিজেপি (BJP hold Nationwide Protest) ৷

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন প্রত্যেকটি রাজ্যের রাজধানী শহরে বিলাওয়ালের মন্তব্য়ের বিরোধিতায় প্রতিবাদ জানানো হবে ৷ ইতিমধ্যেই জম্মুতে বিজেপি যুব মোর্চার সদস্যরা প্রতিবাদ কর্মসূচি শুরু করে দিয়েছেন ৷ সূত্রের খবর, বিভিন্ন জায়গায় এদিন বিলাওয়ালের কুশপুতুলও পোড়ানো হবে ৷

আরও পড়ুন: মনোভাব না বদলালে চিরকাল ব্রাত্যই থাকতে হবে, পাকিস্তানকে কড়া জবাব ভারতের

উল্লেখ্য, মার্কিন মুলুকে রাষ্ট্রসংঘের সম্মেলন চলাকালীনই বাকযুদ্ধ জড়ায় ভারত ও পাকিস্তান ৷ আন্তর্জাতিক মঞ্চে ফের একবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ৷ পালটা জবাব দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি বলেন, যারা ওসামা বিন লাদেনকে নিরাপদ আশ্রয় দেয়, প্রতিবেশী রাষ্ট্রের সংসদে হামলা চালাতে মদত করে, তাদের মুখে কাশ্মীর নিয়ে কথা মানায় না ৷ আর এতেই আঁতে ঘা লাগে বিলাওয়ালের ৷ কূটনৈতিক লড়াইয়ের জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি ৷ বলেন, "ওসামা বিন লাদেন মারা গিয়েছেন ৷ কিন্তু, গুজরাতে যিনি জীবন কেড়েছিলেন, সেই জল্লাদ এখনও জীবিত !"

ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বিলাওয়ালের এই মন্তব্যের কড়া জবাব দেওয়া হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি প্রতিবেশীকে হুঁশিয়ারি দিয়ে টুইট করেছেন ৷ তাঁর বার্তা, পাকিস্তান যদি আচরণ বদল না-করে, তাহলে চিরকাল ব্রাত্যই থেকে যেতে হবে ৷ এটা ছিল প্রশাসনিক এবং কূটনৈতিক স্তরে পাকিস্তানকে দেওয়া ভারতের জবাব ৷ আর এবার আসরে নামল বিজেপি ৷ আগামী বছরই দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ চব্বিশে লোকসভা ভোট ৷ তার আগে বিলাওয়ালের এই বক্তব্যকে হাতিয়ার করে যদি ফের একবার ভারতীয়দের মনে নরেন্দ্র মোদির প্রতি আবেগ খুঁচিয়ে তোলা যায়, তাহলে ইভিএমে লাভ হবে বিজেপিরই ৷ শনিবারের দেশজোড়া প্রতিবাদ কর্মসূচির নেপথ্য়ে সেটিও একটি বড় কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.