বেঙ্গালুরু, 14 মে: একেই কি বলে লাকি ড্র ? বলাই যায়। সৌজন্যে পোস্টাল ব্যালট ৷ তার জোরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সি কে রামামূর্তি ৷ কর্ণাটক বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন মাত্র 16টি ভোটে ৷ অবাক লাগলেও নির্বাচন কমিশনের দেওয়া তথ্য তাই জানাচ্ছে ৷ এদিকে পরাজিত কংগ্রেস প্রার্থী সৌম্যা রেড্ডির হারের জন্য ইভিএম কারচুপিকে দায়ী করলেন কর্ণাটক কংগ্রেস সভাপতি শিবকুমার-সহ অন্য নেতারা ৷ তাঁদের দাবি মেশিনে কারচুপি করে কংগ্রেস প্রার্থীকে হারানো হয়েছে।
শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ কংগ্রেসের কাছে গো-হারা হেরেছে গেরুয়া শিবির ৷ এর মধ্যে অনেক প্রার্থীর জয় চমক তৈরি করেছে ৷ কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ৷ তিনি রেকর্ড গড়েছেন ৷ এদিকে বিজেপি প্রার্থী সি কে রামামূর্তির অবস্থান ঠিক যেন একেবারে উলটো প্রান্তে ৷ তিনি জয়নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 47.87 শতাংশ ৷ রামামূর্তি মোট 57 হাজার 797 টি ভোট পেয়েছেন ৷
জয়নগর কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন কংগ্রেসের সৌম্যা রেড্ডি ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 47.85 শতাংশ ৷ বিজেপির রামামূর্তির থেকে মাত্র 0.02 শতাংশ কম ৷ কংগ্রেস প্রার্থীর ঝুলিতে মোট ভোট 57 হাজার 781 টি ৷ দুই বিরোধী প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র 16 ৷
হারের নেপথ্যে রয়েছে পোস্টাল ব্যালটের অংক ৷ এদিক থেকে রামামূর্তির চেয়ে অনেকটাই পিছিয়ে কংগ্রেসের রেড্ডি ৷ সি কে রামামূর্তি পোস্টাল ব্যালটে 500টি ভোট পেয়েছেন ৷ আর রেড্ডি পেয়েছেন মাত্র 190টি ভোট ৷ অন্যদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে কংগ্রেস প্রার্থী সৌম্যা রেড্ডি পেয়েছেন 57 হাজার 591 টি ভোট ৷ আর বিজেপির সি কে মূর্তির কপালে জুটেছে 57 হাজার 297 সংখ্যক ভোট ৷ এক্ষেত্রে এগিয়ে ছিলেন কংগ্রেসের প্রার্থী সৌম্যা রেড্ডি ৷ তবে পোস্টাল ব্যালটের জেরে মুহূর্তে খেলা বদলে বল গেল বিজেপির সিকে রামামূর্তির কোর্টেই ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের দিকে জয়নগরে এসএসএমআরভি কলেজে ভোটগণনা কেন্দ্রে উপস্থিত আধিকারিকরা এই ঘোষণা করেন ৷ এত সামান্য ব্যবধানে জয়ী হয়ে মোটেও খুশি নন বিজেপি প্রার্থী সি কে রামামূর্তি ৷ তিনি ফের ভোটগণনার দাবি জানিয়েছেন ৷ আর ন্যায়বিচার চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্বয়ং কর্ণাটক জয়ের অন্যতম নায়ক ডিকে শিবকুমার ৷ তাঁর সঙ্গে ছিলেন রামালিঙ্গ রেড্ডিও ৷ তিনি সৌম্যা রেড্ডির বাবা ৷ তাঁদের অভিযোগ, ইভিএম মেশিনে রামামূর্তির পক্ষে এবং রেড্ডির বিরুদ্ধে কারচুপি করা হয়েছে ৷ শেষমেশ অবশ্য 16টি ভোট বেশি পাওয়ায় নির্বাচন কমিশন সি কে রামামূর্তিকেই জয়ী ঘোষণা করেছেন ৷
আরও পড়ুন: 'ট্র্যাজিক হিরো' রাহুলই জয়ের নায়ক কর্ণাটকে, দক্ষিণ বিজয়ে উচ্ছ্বসিত কংগ্রেস