ETV Bharat / bharat

BJP Announces Candidates Names: মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে বিধানসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির - কেন্দ্রীয় নির্বাচন কমিটি

বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে দুই রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থীদের নামগুলি চূড়ান্ত হয় ৷ এরপর বৃহস্পতিবার সেই নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিজেপি ৷ বৈঠকে ছিলেন মোদি, শাহ থেকে নাড্ডা ৷

Etv Bharat
প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
author img

By

Published : Aug 17, 2023, 7:10 PM IST

নয়াদিল্লি, 17 অগস্ট: আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি বৃহস্পতিবার ছত্তিশগড়ের 21 জন এবং মধ্যপ্রদেশের জন্য 39 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে ৷ এর মধ্যে উভয় রাজ্যের প্রার্থীদের মধ্যে পাঁচ জন মহিলা প্রার্থী রয়েছেন ৷

বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে দুই রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থীদের নামগুলি চূড়ান্ত হয় ৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং অমিত শাহ-সহ বিজেপির অন্যান্য নেতারাও সেই বৈঠকে হাজির ছিলেন ৷ ছত্তিশগড়ে পাটান থেকে লোকসভার সাংসদ বিজয় বাঘেল, প্রেমনগর থেকে ভুলন সিং মারাভি, ভাতগাঁও থেকে লক্ষ্মী রাজওয়াড়ে, প্রতাপপুর (এসটি) থেকে শকুন্তলা সিং পোর্থে, সরলা কোসারিয়া (এসসি) থেকে সরলা কোসারিয়া, খল্লারি থেকে অলকা চন্দ্রকার, গীতা ঘাসীকে বিজেপি প্রার্থী করেছে । খুজ্জি থেকে সাহু এবং বস্তার (এসটি) থেকে মণিরাম কাশ্যপকে প্রার্থী করা হয়েছে ৷

অন্যদিকে, মধ্যপ্রদেশে বিজেপি সবলগড় থেকে সরলা বিজেন্দ্র রাওয়াত, চাচাওড়া থেকে প্রিয়াঙ্কা মীনা, ছাতারপুর থেকে ললিতা যাদব, জব্বলপুর পূর্ব (এসসি) থেকে আঁচল সোনকার, পেটলাওয়াদ থেকে নির্মলা ভূরিয়া, ঝাবুয়া (এসটি) থেকে ভানু ভূরিয়া, ভোপাল থেকে অলোক শর্মাকে প্রার্থী করেছে । উত্তর এবং ভোপাল মধ্য থেকে ধ্রুব নারায়ণ সিংকে প্রার্থী করা হয়েছে ৷

  • भारतीय जनता पार्टी केन्द्रीय चुनाव समिति की बैठक भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda की अध्यक्षता में कल दिनांक 16.08.2023 को संपन्न हुई।

    केन्द्रीय चुनाव समिति ने छत्तीसगढ़ एवं मध्य प्रदेश में होने वाले आगामी विधानसभा चुनाव 2023 के लिए निम्नलिखित नामों पर अपनी स्वीकृति प्रदान… pic.twitter.com/SxDPiWW44d

    — BJP (@BJP4India) August 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এত দ্রুত প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করার মধ্যে দিয়ে আগামী পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে দল যে যথেষ্ট সতর্ক তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷ একই সঙ্গে, আগামী পাঁচ রাজ্যের নির্বাচনের তাৎপর্য যে লোকসভা ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, তাও ভালো করেই জানে পদ্ম শিবির ৷ লোকসভা নির্বাচনের আগে এই পাঁচটি বিধানসভা ভোট বিজেপির কাছে রীতিমতো অ্যাসিড টেস্টের সমান ৷ ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ ছাড়াও রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে এই বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে । যদিও এখনও নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি ৷

আরও পড়ুন: রণতরী নির্মাণে আত্মনির্ভর হচ্ছে ভারত, কলকাতায় আইএনএস বিন্ধ্যগিরি সূচনা করে বললেন রাষ্ট্রপতি

অন্যদিকে, শুধুমাত্র মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ পাশাপাশি ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের জন্য তীব্র প্রচারও চালাচ্ছে বিজেপি । 2018 সালে বিজেপি ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেসের 68টির বিপরীতে 90টি আসনের মধ্যে মাত্র 15টি জিতেছিল যেখানে 230 সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের 114টির মধ্যে তার আসন সংখ্যা ছিল 109টি ।

নয়াদিল্লি, 17 অগস্ট: আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি বৃহস্পতিবার ছত্তিশগড়ের 21 জন এবং মধ্যপ্রদেশের জন্য 39 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে ৷ এর মধ্যে উভয় রাজ্যের প্রার্থীদের মধ্যে পাঁচ জন মহিলা প্রার্থী রয়েছেন ৷

বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে দুই রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থীদের নামগুলি চূড়ান্ত হয় ৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং অমিত শাহ-সহ বিজেপির অন্যান্য নেতারাও সেই বৈঠকে হাজির ছিলেন ৷ ছত্তিশগড়ে পাটান থেকে লোকসভার সাংসদ বিজয় বাঘেল, প্রেমনগর থেকে ভুলন সিং মারাভি, ভাতগাঁও থেকে লক্ষ্মী রাজওয়াড়ে, প্রতাপপুর (এসটি) থেকে শকুন্তলা সিং পোর্থে, সরলা কোসারিয়া (এসসি) থেকে সরলা কোসারিয়া, খল্লারি থেকে অলকা চন্দ্রকার, গীতা ঘাসীকে বিজেপি প্রার্থী করেছে । খুজ্জি থেকে সাহু এবং বস্তার (এসটি) থেকে মণিরাম কাশ্যপকে প্রার্থী করা হয়েছে ৷

অন্যদিকে, মধ্যপ্রদেশে বিজেপি সবলগড় থেকে সরলা বিজেন্দ্র রাওয়াত, চাচাওড়া থেকে প্রিয়াঙ্কা মীনা, ছাতারপুর থেকে ললিতা যাদব, জব্বলপুর পূর্ব (এসসি) থেকে আঁচল সোনকার, পেটলাওয়াদ থেকে নির্মলা ভূরিয়া, ঝাবুয়া (এসটি) থেকে ভানু ভূরিয়া, ভোপাল থেকে অলোক শর্মাকে প্রার্থী করেছে । উত্তর এবং ভোপাল মধ্য থেকে ধ্রুব নারায়ণ সিংকে প্রার্থী করা হয়েছে ৷

  • भारतीय जनता पार्टी केन्द्रीय चुनाव समिति की बैठक भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda की अध्यक्षता में कल दिनांक 16.08.2023 को संपन्न हुई।

    केन्द्रीय चुनाव समिति ने छत्तीसगढ़ एवं मध्य प्रदेश में होने वाले आगामी विधानसभा चुनाव 2023 के लिए निम्नलिखित नामों पर अपनी स्वीकृति प्रदान… pic.twitter.com/SxDPiWW44d

    — BJP (@BJP4India) August 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এত দ্রুত প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করার মধ্যে দিয়ে আগামী পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে দল যে যথেষ্ট সতর্ক তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷ একই সঙ্গে, আগামী পাঁচ রাজ্যের নির্বাচনের তাৎপর্য যে লোকসভা ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, তাও ভালো করেই জানে পদ্ম শিবির ৷ লোকসভা নির্বাচনের আগে এই পাঁচটি বিধানসভা ভোট বিজেপির কাছে রীতিমতো অ্যাসিড টেস্টের সমান ৷ ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ ছাড়াও রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে এই বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে । যদিও এখনও নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি ৷

আরও পড়ুন: রণতরী নির্মাণে আত্মনির্ভর হচ্ছে ভারত, কলকাতায় আইএনএস বিন্ধ্যগিরি সূচনা করে বললেন রাষ্ট্রপতি

অন্যদিকে, শুধুমাত্র মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ পাশাপাশি ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের জন্য তীব্র প্রচারও চালাচ্ছে বিজেপি । 2018 সালে বিজেপি ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেসের 68টির বিপরীতে 90টি আসনের মধ্যে মাত্র 15টি জিতেছিল যেখানে 230 সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের 114টির মধ্যে তার আসন সংখ্যা ছিল 109টি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.