ETV Bharat / bharat

BJP Mocks Rahul Gandhi:অ্যানিমেশনে রাহুলের ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ বিজেপি'র, দেওয়া হল দল বাঁচানোর পরামর্শ - বিজেপির ভিডিয়ো

রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার মাঝেই কংগ্রেসকে কটাক্ষ বিজেপির (BJP animated video mocks Rahul Gandhi) ৷ পালটা দিল কংগ্রেস ৷

ETV Bharat
bjp mocks rahul gandhi
author img

By

Published : Oct 16, 2022, 10:48 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: সোমবার কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন ৷ তার আগে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ করে একটি অ্যানিমেটেড ভিডিয়ো প্রকাশ করল বিজেপি (BJP animated video mocks Rahul Gandhi) ৷ রবিবার বিজেপি'র টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷ এই ভিডিয়োতে কটাক্ষ করে রাহুলকে পরামর্শ দেওয়া হয়েছে আগে নিজের দল বাঁচানোর ৷ বলা হয়েছে, 'পহলে কংগ্রেস জোড়ো ৷'

দেশকে একত্রিত করার বার্তা দিয়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Bharat Jodo Yatra of Rahul Gandhi)৷ দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন তিনি ৷ তারই মধ্যে এই ভিডিয়ো প্রকাশ করেছে বিজেপি ৷ এই ভিডিয়োতে রাহুলকে শোলে সিনেমার আশরানি অভিনীত জেলরের চরিত্রে দেখানো হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে রাহুলের নির্দেশ সত্ত্বেও তাঁর সঙ্গ ছেড়ে যাচ্ছেন কংগ্রেস নেতা, বিধায়করা ৷ সদ্য কংগ্রেস ত্যাগী গুলাম নবি আজাদকেও দেখানো হয়েছে এই অ্যানিমেটেড ভিডিয়োতে (BJP animated Video) ৷

আরও পড়ুন: ভোপালে দেশের প্রথম হিন্দি এমবিবিএস বইয়ের উদ্বোধন শাহের হাতে

এই ভিডিয়োর একটি অংশে দেখানো হয়েছে, একের পর নেতারা দল ছেড়ে যাওয়ায় ভেঙে পড়েছেন রাহুল গান্ধি ৷ তাঁকে সান্ত্বনা দিচ্ছেন মা সোনিয়া গান্ধি ৷ আর রাহুল কাঁদতে কাঁদতে মা'কে বলছেন "মা এই দুঃখ শেষ হয় না কেন ?"

  • मम्मी ये दुःख खतम काहे नहीं होता है?

    खतम…टाटा…गुडबाय! pic.twitter.com/J4tFqQgPOQ

    — BJP (@BJP4India) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই ভিডিয়োর পালটা দিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ তাদের দাবি, হতাশা আর ধ্বংসাত্মক চিন্তাভাবনা থেকেই এই সব অ্যানিমেশন ভিডিয়ো বানাচ্ছে পদ্ম শিবির ৷ রাহুলের ভারত জোড়ো যাত্রার সাফল্য নিয়ে অন্য ভিডিয়োও প্রকাশ করেছে কংগ্রেস ৷

নয়াদিল্লি, 16 অক্টোবর: সোমবার কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন ৷ তার আগে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ করে একটি অ্যানিমেটেড ভিডিয়ো প্রকাশ করল বিজেপি (BJP animated video mocks Rahul Gandhi) ৷ রবিবার বিজেপি'র টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷ এই ভিডিয়োতে কটাক্ষ করে রাহুলকে পরামর্শ দেওয়া হয়েছে আগে নিজের দল বাঁচানোর ৷ বলা হয়েছে, 'পহলে কংগ্রেস জোড়ো ৷'

দেশকে একত্রিত করার বার্তা দিয়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Bharat Jodo Yatra of Rahul Gandhi)৷ দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন তিনি ৷ তারই মধ্যে এই ভিডিয়ো প্রকাশ করেছে বিজেপি ৷ এই ভিডিয়োতে রাহুলকে শোলে সিনেমার আশরানি অভিনীত জেলরের চরিত্রে দেখানো হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে রাহুলের নির্দেশ সত্ত্বেও তাঁর সঙ্গ ছেড়ে যাচ্ছেন কংগ্রেস নেতা, বিধায়করা ৷ সদ্য কংগ্রেস ত্যাগী গুলাম নবি আজাদকেও দেখানো হয়েছে এই অ্যানিমেটেড ভিডিয়োতে (BJP animated Video) ৷

আরও পড়ুন: ভোপালে দেশের প্রথম হিন্দি এমবিবিএস বইয়ের উদ্বোধন শাহের হাতে

এই ভিডিয়োর একটি অংশে দেখানো হয়েছে, একের পর নেতারা দল ছেড়ে যাওয়ায় ভেঙে পড়েছেন রাহুল গান্ধি ৷ তাঁকে সান্ত্বনা দিচ্ছেন মা সোনিয়া গান্ধি ৷ আর রাহুল কাঁদতে কাঁদতে মা'কে বলছেন "মা এই দুঃখ শেষ হয় না কেন ?"

  • मम्मी ये दुःख खतम काहे नहीं होता है?

    खतम…टाटा…गुडबाय! pic.twitter.com/J4tFqQgPOQ

    — BJP (@BJP4India) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই ভিডিয়োর পালটা দিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ তাদের দাবি, হতাশা আর ধ্বংসাত্মক চিন্তাভাবনা থেকেই এই সব অ্যানিমেশন ভিডিয়ো বানাচ্ছে পদ্ম শিবির ৷ রাহুলের ভারত জোড়ো যাত্রার সাফল্য নিয়ে অন্য ভিডিয়োও প্রকাশ করেছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.