ETV Bharat / bharat

BJP Slams Rahul Gandhi: 41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় রাহুল, অভিযোগ বিজেপির - কংগ্রেসের রাহুল গান্ধি

তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছে কংগ্রেস ৷ শেষ হবে কাশ্মীরে ৷ সেই যাত্রায় রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) 41 হাজার টাকার টি-শার্ট পরেছেন ৷ এমনই অভিযোগ তুলেছে বিজেপি ৷

BJP alleges that Rahul Gandhi took part in Bharat Jodo Yatra sporting T-shirt worth Rs 41k
BJP Slams Rahul Gandhi: 41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় রাহুল, অভিযোগ বিজেপির
author img

By

Published : Sep 9, 2022, 4:08 PM IST

Updated : Sep 9, 2022, 5:36 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করতে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছেন কংগ্রেসের রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ কিন্তু সেই যাত্রার শুরুতেই তিনি বিজেপির কটাক্ষে শিকার হলেন ৷ বিজেপির অভিযোগ, ভারত জোড়ো যাত্রার শুরুতে রাহুল গান্ধি যে টি-শার্টটি পরেছেন, সেটার দাম 41 হাজার টাকা ৷

এই নিয়ে শুক্রবার একটি টুইট করা হয়েছে বিজেপির তরফে ৷ যেখানে দু’টি ছবি পাশাপাশি ব্যবহার করা হয়েছে ৷ একটি ছবিতে রাহুল গান্ধিকে ওই টি-শার্টে দেখা যাচ্ছে ৷ আর দ্বিতীয় ছবিতে রয়েছে সংশ্লিষ্ট টি-শার্টের দাম ৷ যে ছবি দিয়ে বিজেপি লিখেছে, ‘ভারত দেখো ৷’ বিজেপির দেওয়া ছবি অনুযায়ী ওই টি-শার্টের দাম 41 হাজার 257 টাকা ৷

যদিও কংগ্রেসের (Congress) তরফে পালটা বিজেপিকে এই নিয়ে আক্রমণ করা হয়েছে ৷ কংগ্রেসের দাবি, রাহুলের ভারত জোড়ো যাত্রা সবেমাত্র শুরু হয়েছে ৷ শুরুতেই মানুষের বিপুল সমর্থন দেখে বিজেপি দিশেহারা ৷ তাই তারা টি-শার্ট নিয়ে আক্রমণের রাস্তায় নেমেছেন ৷

প্রসঙ্গত, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে গত বুধবার ৷ তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে এই যাত্রা ৷ শেষ হবে কাশ্মীরে ৷ প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই ভারত জোড়ো যাত্রা ৷

এদিকে বৃহস্পতিবার এই যাত্রা উপলক্ষে রাহুল গান্ধি কন্যাকুমারীতে ছিলেন ৷ সেখানে তিনি দাবি করেন, এই যাত্রা পৃথক কর্মসূচি হলেও বিরোধীদের একজোট করেছে ৷ পাশাপাশি তিনি বিজেপিকেও আক্রমণ করেন ৷ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে ৷

আরও পড়ুন : ভারত জোড়ো যাত্রায় মজবুত হবে সংগঠন ! আশা কংগ্রেসের

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করতে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছেন কংগ্রেসের রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ কিন্তু সেই যাত্রার শুরুতেই তিনি বিজেপির কটাক্ষে শিকার হলেন ৷ বিজেপির অভিযোগ, ভারত জোড়ো যাত্রার শুরুতে রাহুল গান্ধি যে টি-শার্টটি পরেছেন, সেটার দাম 41 হাজার টাকা ৷

এই নিয়ে শুক্রবার একটি টুইট করা হয়েছে বিজেপির তরফে ৷ যেখানে দু’টি ছবি পাশাপাশি ব্যবহার করা হয়েছে ৷ একটি ছবিতে রাহুল গান্ধিকে ওই টি-শার্টে দেখা যাচ্ছে ৷ আর দ্বিতীয় ছবিতে রয়েছে সংশ্লিষ্ট টি-শার্টের দাম ৷ যে ছবি দিয়ে বিজেপি লিখেছে, ‘ভারত দেখো ৷’ বিজেপির দেওয়া ছবি অনুযায়ী ওই টি-শার্টের দাম 41 হাজার 257 টাকা ৷

যদিও কংগ্রেসের (Congress) তরফে পালটা বিজেপিকে এই নিয়ে আক্রমণ করা হয়েছে ৷ কংগ্রেসের দাবি, রাহুলের ভারত জোড়ো যাত্রা সবেমাত্র শুরু হয়েছে ৷ শুরুতেই মানুষের বিপুল সমর্থন দেখে বিজেপি দিশেহারা ৷ তাই তারা টি-শার্ট নিয়ে আক্রমণের রাস্তায় নেমেছেন ৷

প্রসঙ্গত, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে গত বুধবার ৷ তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে এই যাত্রা ৷ শেষ হবে কাশ্মীরে ৷ প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই ভারত জোড়ো যাত্রা ৷

এদিকে বৃহস্পতিবার এই যাত্রা উপলক্ষে রাহুল গান্ধি কন্যাকুমারীতে ছিলেন ৷ সেখানে তিনি দাবি করেন, এই যাত্রা পৃথক কর্মসূচি হলেও বিরোধীদের একজোট করেছে ৷ পাশাপাশি তিনি বিজেপিকেও আক্রমণ করেন ৷ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে ৷

আরও পড়ুন : ভারত জোড়ো যাত্রায় মজবুত হবে সংগঠন ! আশা কংগ্রেসের

Last Updated : Sep 9, 2022, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.