ETV Bharat / bharat

Lalu Prasad Yadav Birthday: 76তম জন্মদিনে পরিবারের সঙ্গে কেক কাটলেন লালু, ভিডিয়ো কলে শুভেচ্ছা ছেলে তেজ প্রতাপের - তেজ প্রতাপ

আজ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের 76তম জন্মদিন । রাত 12টায় পটনার বাড়িতে পরিবারের সঙ্গে কেক কাটেন তিনি । যদিও বড় ছেলে তেজ প্রতাপ যাদব সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ৷ ভিডিও কল করে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Lalu Prasad Yadav Birthday celebration
লালু প্রসাদ যাদবের জন্মদিন
author img

By

Published : Jun 11, 2023, 11:37 AM IST

পটনা, 11 জুন: আজ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবের 76তম জন্মদিন ৷ গত বছর সফলভাবে কিডনি প্রতিস্থাপন হওয়ার পর এবার পরিবার এবং দলের তরফে বড় করে তাঁর জন্মদিন পালনের আয়োজন করা হয় । দলীয় কার্যালয় থেকে পটনা পর্যন্ত লালুর জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছে । রাতে পরিবারের সঙ্গে কেক কাটেন তিনি । দেশ-বিদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সমর্থকরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ।

  • आज अपने पिता जी @laluprasadrjd के 76वे जन्मदिन के अवसर पर उनको विडियो कॉल के माध्यम से जन्मदिन की शुभकामना दी, साथ ही उनका आशीर्वाद लिया एवम बरसाना श्री राधा रानी मंदिर में केक काटा जाएगा और ब्रज के संत श्री रमेश बाबा से आशीर्वाद लूंगा एवम पिता जी के दीर्घायु जीवन की कामना करूंगा… pic.twitter.com/3xfo8ImjMR

    — Tej Pratap Yadav (@TejYadav14) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাবাকে সোশাল মিডিয়ায় তেজস্বী যাদবের শুভেচ্ছা: লালুর ছোট ছেলে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বাবার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন ৷ রাতে বাবার কেক কাটার ছবি পোস্ট করে তিনি লেখেন, "দেশে-বিদেশে বিহারের খ্যাতি ছড়িয়ে দেওয়া সামাজিক ন্যায়বিচারের পথিকৃৎ শ্রদ্ধেয় লালু প্রসাদ যাদবকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।"

তেজ প্রতাপের ভিডিয়ো কলে বাবাকে শুভেচ্ছা: লালুর বড় ছেলে এবং বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব বাবার এই বিশেষ দিনে বাড়িতে নেই ৷ তিনি পটনার বাইরে । ফলে স্বাভাবিকভাবেই লালুর জন্মদিনের কেক কাটায় অংশ নিতে পারেননি তেজ ৷ তবে তিনি বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেলনি ৷ গভীর রাতে বাবাকে ভিডিয়ো কল করে জন্মদিনের শুভেচ্ছা জানান ।

লালুকে নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন ৷ তেজ লেখেন, "আজ আমার বাবা লালু যাদবের 76তম জন্মদিন ৷ ভিডিয়ো কলের মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম ৷ তাঁর আশীর্বাদও নিলাম ৷ বাবার জন্মদিনে বারসানা শ্রী রাধা রানি মন্দিরে কেক কাটা হবে । পিতার দীর্ঘায়ু কামনা করে ব্রজের সাধু শ্রী রমেশ বাবার আশীর্বাদ নেব । জয় শ্রী রাধে ।"

আরও পড়ুন: সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা

মেয়ে রোহিণী আচার্য সিঙ্গাপুর থেকে পটনায় এসেছেন: লালুর দ্বিতীয় মেয়ে রোহিণী তাঁর বাবাকে কিডনি দিয়েছিলেন ৷ তিনিও লালুর জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । শনিবার সন্ধ্যায় তিনি সিঙ্গাপুর থেকে পটনায় এসেছেন । একটি টুইটে রোহিণী লেখেন, "আজ সারা দেশ বাবাকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে । তিনি সাধারণ মানুষের অধিকারের জন্য দীর্ঘ লড়াই করেছেন । শুভ জন্মদিন বাবা ৷ আপনি দীর্ঘজীবী হন ৷"

লালুকে জন্মদিনের শুভেচ্ছা জেডিইউ দলের: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডও লালু যাদবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে । দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান শ্রী লালু প্রসাদ যাদবজিকে জন্মদিনের শুভেচ্ছা । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।"

  • बिहार के पूर्व मुख्यमंत्री एवं राजद प्रमुख श्री लालू प्रसाद यादव जी को जन्मदिन की हार्दिक बधाई।

    आपके उत्तम स्वास्थ्य व दीर्घायु जीवन की कामना करते हैं।#JDU #JanataDalUnited #laluyadav #Birthday pic.twitter.com/EeLxjKG8yI

    — Janata Dal (United) (@Jduonline) June 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তেজস্বীকে মুখ্যমন্ত্রী করুন, নীতীশকে পরামর্শ আরজেডি নেতার ! দ্বন্দ্ব মহাগঠবন্ধনে

75 বছরের জন্মদিন লালুর: আজ 75 বছরের হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব । তিনি 1948 সালের 11 জুন বিহারের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন । তিনি 1990 থেকে 1997 সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন । এমনকী তিনি 2004 থেকে 2009 পর্যন্ত রেলমন্ত্রীও ছিলেন । জেপি আন্দোলনের সময় ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন লালু । তারপর থেকে দীর্ঘ রাজনীতিক জীবন তাঁর ৷ পাশাপাশি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি ।

পটনা, 11 জুন: আজ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবের 76তম জন্মদিন ৷ গত বছর সফলভাবে কিডনি প্রতিস্থাপন হওয়ার পর এবার পরিবার এবং দলের তরফে বড় করে তাঁর জন্মদিন পালনের আয়োজন করা হয় । দলীয় কার্যালয় থেকে পটনা পর্যন্ত লালুর জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছে । রাতে পরিবারের সঙ্গে কেক কাটেন তিনি । দেশ-বিদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সমর্থকরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ।

  • आज अपने पिता जी @laluprasadrjd के 76वे जन्मदिन के अवसर पर उनको विडियो कॉल के माध्यम से जन्मदिन की शुभकामना दी, साथ ही उनका आशीर्वाद लिया एवम बरसाना श्री राधा रानी मंदिर में केक काटा जाएगा और ब्रज के संत श्री रमेश बाबा से आशीर्वाद लूंगा एवम पिता जी के दीर्घायु जीवन की कामना करूंगा… pic.twitter.com/3xfo8ImjMR

    — Tej Pratap Yadav (@TejYadav14) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাবাকে সোশাল মিডিয়ায় তেজস্বী যাদবের শুভেচ্ছা: লালুর ছোট ছেলে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বাবার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন ৷ রাতে বাবার কেক কাটার ছবি পোস্ট করে তিনি লেখেন, "দেশে-বিদেশে বিহারের খ্যাতি ছড়িয়ে দেওয়া সামাজিক ন্যায়বিচারের পথিকৃৎ শ্রদ্ধেয় লালু প্রসাদ যাদবকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।"

তেজ প্রতাপের ভিডিয়ো কলে বাবাকে শুভেচ্ছা: লালুর বড় ছেলে এবং বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব বাবার এই বিশেষ দিনে বাড়িতে নেই ৷ তিনি পটনার বাইরে । ফলে স্বাভাবিকভাবেই লালুর জন্মদিনের কেক কাটায় অংশ নিতে পারেননি তেজ ৷ তবে তিনি বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেলনি ৷ গভীর রাতে বাবাকে ভিডিয়ো কল করে জন্মদিনের শুভেচ্ছা জানান ।

লালুকে নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন ৷ তেজ লেখেন, "আজ আমার বাবা লালু যাদবের 76তম জন্মদিন ৷ ভিডিয়ো কলের মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম ৷ তাঁর আশীর্বাদও নিলাম ৷ বাবার জন্মদিনে বারসানা শ্রী রাধা রানি মন্দিরে কেক কাটা হবে । পিতার দীর্ঘায়ু কামনা করে ব্রজের সাধু শ্রী রমেশ বাবার আশীর্বাদ নেব । জয় শ্রী রাধে ।"

আরও পড়ুন: সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা

মেয়ে রোহিণী আচার্য সিঙ্গাপুর থেকে পটনায় এসেছেন: লালুর দ্বিতীয় মেয়ে রোহিণী তাঁর বাবাকে কিডনি দিয়েছিলেন ৷ তিনিও লালুর জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । শনিবার সন্ধ্যায় তিনি সিঙ্গাপুর থেকে পটনায় এসেছেন । একটি টুইটে রোহিণী লেখেন, "আজ সারা দেশ বাবাকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে । তিনি সাধারণ মানুষের অধিকারের জন্য দীর্ঘ লড়াই করেছেন । শুভ জন্মদিন বাবা ৷ আপনি দীর্ঘজীবী হন ৷"

লালুকে জন্মদিনের শুভেচ্ছা জেডিইউ দলের: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডও লালু যাদবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে । দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান শ্রী লালু প্রসাদ যাদবজিকে জন্মদিনের শুভেচ্ছা । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।"

  • बिहार के पूर्व मुख्यमंत्री एवं राजद प्रमुख श्री लालू प्रसाद यादव जी को जन्मदिन की हार्दिक बधाई।

    आपके उत्तम स्वास्थ्य व दीर्घायु जीवन की कामना करते हैं।#JDU #JanataDalUnited #laluyadav #Birthday pic.twitter.com/EeLxjKG8yI

    — Janata Dal (United) (@Jduonline) June 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তেজস্বীকে মুখ্যমন্ত্রী করুন, নীতীশকে পরামর্শ আরজেডি নেতার ! দ্বন্দ্ব মহাগঠবন্ধনে

75 বছরের জন্মদিন লালুর: আজ 75 বছরের হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব । তিনি 1948 সালের 11 জুন বিহারের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন । তিনি 1990 থেকে 1997 সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন । এমনকী তিনি 2004 থেকে 2009 পর্যন্ত রেলমন্ত্রীও ছিলেন । জেপি আন্দোলনের সময় ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন লালু । তারপর থেকে দীর্ঘ রাজনীতিক জীবন তাঁর ৷ পাশাপাশি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.