ETV Bharat / bharat

বিয়ের 2 সপ্তাহ আগে অ্যাসিড হামলার শিকার যুবতী, বাইক আরোহী যুবকের খোঁজে পুলিশ

Acid Attack on A Girl in Uttar Pradesh: মায়ের সঙ্গে বাজার থেকে ফেরার পথে এক যুবতীর উপর অ্যাসিড ছোড়ার অভিযোগ ৷ বাইক আরোহী এক যুবক তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ ৷ হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, ঘটনায় যুবতীর শরীরের 5-10 শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 4:19 PM IST

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 17 নভেম্বর: আর মাত্র 15-20 দিন পরেই নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন এক যুবতী ৷ কিন্তু, তার আগেই হিংসার শিকার হলেন তিনি ৷ মায়ের সঙ্গে বাজার থেকে ফেরার পথে, অ্যাসিড হামলার শিকার হলেন ওই যুবতী ৷ বৃহস্পতিবার সন্ধেয় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় ঘটনাটি ঘটেছে ৷ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বাইকে হেলমেট পরা এক যুবক ওই যুবতীর উপর অ্যাসিড ছোড়ে ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ হামলার শিকার নির্যাতিতার শরীরের 10 শতাংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে ৷ ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল গঠন করা হয়েছে ৷

পুলিশ সুপার কৌস্তভ বলেন, ‘‘হামলার শিকার ওই যুবতী তাঁর মায়ের সঙ্গে বৃহস্পতিবার সন্ধেয় বাজার থেকে ফিরছিলেন ৷ সেই সময়ে রাস্তার পাশেই এক যুবক হেলমেট পরে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন ৷ যুবতী তাঁর সামনে আসতেই অ্যাসিড ছুঁড়ে মারেন ওই অজ্ঞাত পরিচয় বাইক আরোহী ৷ ঘটনার পরেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় ৷ স্থানীয়রা যুবতীকে হাসপাতালে নিয়ে যান ৷’’ পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয় থানায় খবর পৌঁছাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আরও একটি দল হাসপাতালে ৷

ঘটনাস্থলে গিয়ে আশেপাশের দোকান এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই বাইক এবং তাতে সওয়ার যুবক সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে পুলিশ ৷ স্থানীয় কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ৷ বাইকের নম্বর প্লেট দেখে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ পুলিশ সুপার জানিয়েছেন, যুবতীর 15-20 দিন পর বিয়ে ৷ নির্যাতিতা তারই কেনাকাটা করে ফিরছিলেন ৷ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পুলিশ কথা বলেছে ৷ জানা গিয়েছে, তাঁর শরীরের 5-10 শতাংশ পুড়ে গিয়েছে অ্যাসিডে ৷ তবে, যুবতী এই মুহূর্তে বিপদমুক্ত ৷

তবে, বিয়ের সপ্তাহ দুই আগে এমন ঘটনায় তদন্তকারীদের মনে একাধিক প্রশ্ন উঠছে ৷ যেমন, যুবতীর এর আগে কারও সঙ্গে সম্পর্ক ছিল কিনা ? বা কারও প্রেমের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন কিনা, এমন একাধিক প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা ৷ প্রাথমিকভাবে রাগ ও প্রতিশোধের মানসিকতা থেকেই এই অপরাধ বলে অনুমান পুলিশের ৷ তবে, এ নিয়ে নিশ্চিত হতে, নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলা হবে ৷ ইতিমধ্যে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত করছে ৷ বাকি পরিবারের অভিযোগের ভিত্তিতে বিস্তারিত ধারা যোগ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

আরও পড়ুন:

  1. বিয়ের পরেও প্রেমিককে ফোন! মহিলার উপর অ্যাসিড হামলা বাবা-জামাইবাবুর
  2. পুরনো শত্রুতার জেরে মহিলার উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত প্রতিবেশী
  3. প্রেমের প্রস্তাব ফেরানোয় গৃহবধূর উপর অ্যাসিড হামলা যুবকের

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 17 নভেম্বর: আর মাত্র 15-20 দিন পরেই নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন এক যুবতী ৷ কিন্তু, তার আগেই হিংসার শিকার হলেন তিনি ৷ মায়ের সঙ্গে বাজার থেকে ফেরার পথে, অ্যাসিড হামলার শিকার হলেন ওই যুবতী ৷ বৃহস্পতিবার সন্ধেয় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় ঘটনাটি ঘটেছে ৷ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বাইকে হেলমেট পরা এক যুবক ওই যুবতীর উপর অ্যাসিড ছোড়ে ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ হামলার শিকার নির্যাতিতার শরীরের 10 শতাংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে ৷ ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল গঠন করা হয়েছে ৷

পুলিশ সুপার কৌস্তভ বলেন, ‘‘হামলার শিকার ওই যুবতী তাঁর মায়ের সঙ্গে বৃহস্পতিবার সন্ধেয় বাজার থেকে ফিরছিলেন ৷ সেই সময়ে রাস্তার পাশেই এক যুবক হেলমেট পরে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন ৷ যুবতী তাঁর সামনে আসতেই অ্যাসিড ছুঁড়ে মারেন ওই অজ্ঞাত পরিচয় বাইক আরোহী ৷ ঘটনার পরেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় ৷ স্থানীয়রা যুবতীকে হাসপাতালে নিয়ে যান ৷’’ পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয় থানায় খবর পৌঁছাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আরও একটি দল হাসপাতালে ৷

ঘটনাস্থলে গিয়ে আশেপাশের দোকান এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই বাইক এবং তাতে সওয়ার যুবক সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে পুলিশ ৷ স্থানীয় কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ৷ বাইকের নম্বর প্লেট দেখে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ পুলিশ সুপার জানিয়েছেন, যুবতীর 15-20 দিন পর বিয়ে ৷ নির্যাতিতা তারই কেনাকাটা করে ফিরছিলেন ৷ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পুলিশ কথা বলেছে ৷ জানা গিয়েছে, তাঁর শরীরের 5-10 শতাংশ পুড়ে গিয়েছে অ্যাসিডে ৷ তবে, যুবতী এই মুহূর্তে বিপদমুক্ত ৷

তবে, বিয়ের সপ্তাহ দুই আগে এমন ঘটনায় তদন্তকারীদের মনে একাধিক প্রশ্ন উঠছে ৷ যেমন, যুবতীর এর আগে কারও সঙ্গে সম্পর্ক ছিল কিনা ? বা কারও প্রেমের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন কিনা, এমন একাধিক প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা ৷ প্রাথমিকভাবে রাগ ও প্রতিশোধের মানসিকতা থেকেই এই অপরাধ বলে অনুমান পুলিশের ৷ তবে, এ নিয়ে নিশ্চিত হতে, নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলা হবে ৷ ইতিমধ্যে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত করছে ৷ বাকি পরিবারের অভিযোগের ভিত্তিতে বিস্তারিত ধারা যোগ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

আরও পড়ুন:

  1. বিয়ের পরেও প্রেমিককে ফোন! মহিলার উপর অ্যাসিড হামলা বাবা-জামাইবাবুর
  2. পুরনো শত্রুতার জেরে মহিলার উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত প্রতিবেশী
  3. প্রেমের প্রস্তাব ফেরানোয় গৃহবধূর উপর অ্যাসিড হামলা যুবকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.