ETV Bharat / bharat

Death Cutting Throat in Chinese Manja: মকর সংক্রান্তিতে চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু বাইক আরোহীর - Chinese Manja

মকর সংক্রান্তির ঘুড়ির উৎসবের মাঝে ঘটল দুর্ঘটনা ৷ চিনা মাঞ্জায় (Chinese Manja) গলা কেটে মৃত্যু হল বাইক আরোহীর ৷ ঘটনাটি ঘটেছে থানের ভিওয়ান্ডিতে ৷

Bike rider death
Chinese Manja
author img

By

Published : Jan 16, 2023, 11:11 AM IST

থানে, 16 জানুয়ারি: ফের চিনা মাঞ্জার (Chinese Manja) জেরে প্রাণ গেল এক ব্যক্তির ৷ এবারে ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে ৷ মকর সংক্রান্তিতে এই দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত ব্যক্তির নাম সঞ্জয় হাজারে ৷ বয়স 47 বছর ৷ তিনি উলহাসনগরের বাসিন্দা ৷ ভিওয়ান্ডিতে বাইক নিয়ে উড়ালপুল দিয়ে যাওয়ার সময় গলা কেটে মৃত্যু হয় তাঁর ৷ মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর চল রয়েছে ৷ বিভিন্ন রাজ্যে এই দিনে ঘুড়ি ওড়ানো হয় ৷ অনেকেই প্রবল উৎসাহের সঙ্গে ঘুড়ি ওড়ান ৷

জানা গিয়েছে, কাজ সেরে ভিওয়ান্ডিতে বালাসাহেব ঠাকরে উড়ালপুল দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন সঞ্জয় ৷ সেসময় উড়ন্ত ঘুড়ির চিনা মাঞ্জা গলায় আটকে গিয়ে কেটে যায় তাঁর ৷ ঘটনাস্থলেই মারা যান সঞ্জয় । ঘটনার খবর পেয়েই ভিওয়ান্ডি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ সঞ্জয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

প্রসঙ্গত, এর আগেও চিনা মাঞ্জার কারণে পশ্চিমবঙ্গ-সহ একাধিক জায়গায় দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অনেকের । একদিকে চিনা মাঞ্জার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু রাজ্য ৷ অপরদিকে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে চিনা মাঞ্জা বিক্রি ও ব্যবহার ৷ আর ঘুড়ি ওড়ানোর জন্য ব্যবহার করা চিনা মাঞ্জার জেরেই প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের । বেশিরভাগ উড়ালপুলে এইরকম দুর্ঘটনা ঘটে ৷ গলার মধ্যে এসে আটকে যায় চিনা মাঞ্জা ৷

প্রতিবছর মকর সংক্রান্তি উৎসবে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা থাকে । তবে কয়েক বছর আগে পর্যন্ত ঘুড়ি ওড়ানোর জন্য সাধারণ সুতির স্ট্রিং ব্যবহার করা হত । কিন্তু বর্তমানে চিনা মাঞ্জার বাড়বাড়ন্ত হয়েছে ৷ এর ফলে অকালে বলি হচ্ছে প্রাণ ৷ শুধু মানুষ নন, প্রচুর পাখিকে চিনা মাঞ্জায় আহত হয়ে নিচে পড়ে থাকতে দেখা যায় ৷ পাখিদের গলা কেটে যায় চিনা মাঞ্জায় ৷ দুর্ঘটনা বাড়তে থাকায় কয়েকটি রাজ্যে এই ধরনের মাঞ্জা ব্যবহার বন্ধ হয়েছে ।

আরও পড়ুন: মা উড়ালপুলে ফের চিনা মাঞ্জায় জখম বাইক আরোহী

থানে, 16 জানুয়ারি: ফের চিনা মাঞ্জার (Chinese Manja) জেরে প্রাণ গেল এক ব্যক্তির ৷ এবারে ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে ৷ মকর সংক্রান্তিতে এই দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত ব্যক্তির নাম সঞ্জয় হাজারে ৷ বয়স 47 বছর ৷ তিনি উলহাসনগরের বাসিন্দা ৷ ভিওয়ান্ডিতে বাইক নিয়ে উড়ালপুল দিয়ে যাওয়ার সময় গলা কেটে মৃত্যু হয় তাঁর ৷ মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর চল রয়েছে ৷ বিভিন্ন রাজ্যে এই দিনে ঘুড়ি ওড়ানো হয় ৷ অনেকেই প্রবল উৎসাহের সঙ্গে ঘুড়ি ওড়ান ৷

জানা গিয়েছে, কাজ সেরে ভিওয়ান্ডিতে বালাসাহেব ঠাকরে উড়ালপুল দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন সঞ্জয় ৷ সেসময় উড়ন্ত ঘুড়ির চিনা মাঞ্জা গলায় আটকে গিয়ে কেটে যায় তাঁর ৷ ঘটনাস্থলেই মারা যান সঞ্জয় । ঘটনার খবর পেয়েই ভিওয়ান্ডি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ সঞ্জয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

প্রসঙ্গত, এর আগেও চিনা মাঞ্জার কারণে পশ্চিমবঙ্গ-সহ একাধিক জায়গায় দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অনেকের । একদিকে চিনা মাঞ্জার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু রাজ্য ৷ অপরদিকে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে চিনা মাঞ্জা বিক্রি ও ব্যবহার ৷ আর ঘুড়ি ওড়ানোর জন্য ব্যবহার করা চিনা মাঞ্জার জেরেই প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের । বেশিরভাগ উড়ালপুলে এইরকম দুর্ঘটনা ঘটে ৷ গলার মধ্যে এসে আটকে যায় চিনা মাঞ্জা ৷

প্রতিবছর মকর সংক্রান্তি উৎসবে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা থাকে । তবে কয়েক বছর আগে পর্যন্ত ঘুড়ি ওড়ানোর জন্য সাধারণ সুতির স্ট্রিং ব্যবহার করা হত । কিন্তু বর্তমানে চিনা মাঞ্জার বাড়বাড়ন্ত হয়েছে ৷ এর ফলে অকালে বলি হচ্ছে প্রাণ ৷ শুধু মানুষ নন, প্রচুর পাখিকে চিনা মাঞ্জায় আহত হয়ে নিচে পড়ে থাকতে দেখা যায় ৷ পাখিদের গলা কেটে যায় চিনা মাঞ্জায় ৷ দুর্ঘটনা বাড়তে থাকায় কয়েকটি রাজ্যে এই ধরনের মাঞ্জা ব্যবহার বন্ধ হয়েছে ।

আরও পড়ুন: মা উড়ালপুলে ফের চিনা মাঞ্জায় জখম বাইক আরোহী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.