ETV Bharat / bharat

Bihar Thieves Steal Rail Track: বিহারে 2 কিমি রেললাইন চুরি, বরখাস্ত 2 কর্মী - বিহারের খবর

বিহারের সমস্তিপুরে 2 কিমি দীর্ঘ রেললাইন চুরির ঘটনা ঘটল (Bihar Thieves Steal Rail Track)৷ এই ঘটনায় 2 কর্মীকে বরখাস্ত করেছে রেল (Rail Track Stolen)৷ শুরু হয়েছে তদন্ত (Bihar Thieves steal 2 km rail track)৷

Bihar Thieves Steal Rail Track ETV Bharat
বিহারে রেললাইন চুরি
author img

By

Published : Feb 6, 2023, 3:14 PM IST

Updated : Feb 6, 2023, 3:21 PM IST

সমস্তিপুর (বিহার), 6 ফেব্রুয়ারি: জমি চুরি, পুকুর চুরি তো অনেক শুনেছেন ৷ এ বার একেবারে রেললাইন চুরির খবর ৷ বিহারের (Bihar Thieves Steal Rail Track) সমস্তিপুর জেলায় দুই কিলোমিটার দীর্ঘ রেললাইন চুরি করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । দ্বারভাঙ্গা রেলওয়ে প্রোটেকশন ফোর্স পোস্টে এই নিয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে (Bihar Thieves steal 2 km rail track)৷ এই ঘটনায় রেলওয়ে বিভাগের নিরাপত্তা কমিশনার-সহ দুজনকে বরখাস্ত করা হয়েছে (Rail Track Stolen)।

দুই কিমি দীর্ঘ রেলপথ চুরি: সমস্তিপুর রেলওয়ে বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, "প্যান্ডোল স্টেশন থেকে মধুবনীর লোহাট চিনিকল পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ রেলপথ চুরি হয়েছে । চিনিকলটি বন্ধ হওয়ার পর এই রেললাইনটি বছরের পর বছর ধরে ব্যবহার করা হয়নি । ঝাঁঝাড়পুর ফাঁড়ির ইনচার্জ শ্রীনিবাস এবং মধুবনীর হাউসকিপিং সহকারী মুকেশ কুমার সিং-কে এই ঘটনায় বরখাস্ত করেছে রেল । অভিযুক্তদের ধরার জন্য বিভাগীয় তদন্ত করা হচ্ছে ৷ ভিজিল্যান্স টিমও বিষয়টির তদন্ত করছে ।"

রেলের কর্মীদের সাহায্য নিয়েই চুরি বলে অনুমান: সূত্র জানিয়েছে, "চুরিটি রেলের আধিকারিকদের সাহায্য নিয়েই করা সম্ভব হয়েছে । এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও ক্লু পাওয়া যায়নি, তবে অভিযুক্তদের খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে । রেলওয়ে ট্র্যাক চুরির বিষয়ে একটি এফআইআরও দায়ের করা হয়েছে । প্রাথমিক তদন্তের পর রেলওয়ের দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে । ঘটনাটি 24 জানুয়ারি প্রকাশ্যে আসে ।"

আরও পড়ুন: বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ! গ্রেফতার মহিলা যাত্রী

মোবাইল টাওয়ারও চুরি হয়েছে পটনায়: এর আগে, একটি পৃথক মামলায় 19 জানুয়ারি অজ্ঞাতপরিচয় কয়েকজনা পটনার সবজিবাগ এলাকায় একটি মোবাইল টাওয়ার নিয়ে পালান । তাঁরা নিজেদের পরিষেবা প্রদানকারীর কর্মচারী হিসাবে দাবি করেছিলেন ৷ পটনার সবজিবাগ এলাকায় মোবাইল টাওয়ার পরিদর্শনের সময় এই ঘটনা প্রকাশ্যে আসে ।

সমস্তিপুর (বিহার), 6 ফেব্রুয়ারি: জমি চুরি, পুকুর চুরি তো অনেক শুনেছেন ৷ এ বার একেবারে রেললাইন চুরির খবর ৷ বিহারের (Bihar Thieves Steal Rail Track) সমস্তিপুর জেলায় দুই কিলোমিটার দীর্ঘ রেললাইন চুরি করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । দ্বারভাঙ্গা রেলওয়ে প্রোটেকশন ফোর্স পোস্টে এই নিয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে (Bihar Thieves steal 2 km rail track)৷ এই ঘটনায় রেলওয়ে বিভাগের নিরাপত্তা কমিশনার-সহ দুজনকে বরখাস্ত করা হয়েছে (Rail Track Stolen)।

দুই কিমি দীর্ঘ রেলপথ চুরি: সমস্তিপুর রেলওয়ে বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, "প্যান্ডোল স্টেশন থেকে মধুবনীর লোহাট চিনিকল পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ রেলপথ চুরি হয়েছে । চিনিকলটি বন্ধ হওয়ার পর এই রেললাইনটি বছরের পর বছর ধরে ব্যবহার করা হয়নি । ঝাঁঝাড়পুর ফাঁড়ির ইনচার্জ শ্রীনিবাস এবং মধুবনীর হাউসকিপিং সহকারী মুকেশ কুমার সিং-কে এই ঘটনায় বরখাস্ত করেছে রেল । অভিযুক্তদের ধরার জন্য বিভাগীয় তদন্ত করা হচ্ছে ৷ ভিজিল্যান্স টিমও বিষয়টির তদন্ত করছে ।"

রেলের কর্মীদের সাহায্য নিয়েই চুরি বলে অনুমান: সূত্র জানিয়েছে, "চুরিটি রেলের আধিকারিকদের সাহায্য নিয়েই করা সম্ভব হয়েছে । এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও ক্লু পাওয়া যায়নি, তবে অভিযুক্তদের খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে । রেলওয়ে ট্র্যাক চুরির বিষয়ে একটি এফআইআরও দায়ের করা হয়েছে । প্রাথমিক তদন্তের পর রেলওয়ের দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে । ঘটনাটি 24 জানুয়ারি প্রকাশ্যে আসে ।"

আরও পড়ুন: বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ! গ্রেফতার মহিলা যাত্রী

মোবাইল টাওয়ারও চুরি হয়েছে পটনায়: এর আগে, একটি পৃথক মামলায় 19 জানুয়ারি অজ্ঞাতপরিচয় কয়েকজনা পটনার সবজিবাগ এলাকায় একটি মোবাইল টাওয়ার নিয়ে পালান । তাঁরা নিজেদের পরিষেবা প্রদানকারীর কর্মচারী হিসাবে দাবি করেছিলেন ৷ পটনার সবজিবাগ এলাকায় মোবাইল টাওয়ার পরিদর্শনের সময় এই ঘটনা প্রকাশ্যে আসে ।

Last Updated : Feb 6, 2023, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.