অররিয়া (বিহার), 22 জুলাই: পাচারের উদ্দেশে মজুত করা ইউরেনিয়াম উদ্ধার হল ভারত-নেপাল সীমান্তে ৷ শুক্রবার ভারত-নেপাল সীমান্তের কাছে বিরাটনগর থেকে 2 কিলো তেজস্ক্রিয় পদার্থ মিলেছে ৷ ঘটনায় 15 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মনে করা হচ্ছে, ধৃতেরা সকলেই ভারতের বিহারে অররিয়া জেলার জোগবনীর আশপাশেই ছিল ৷ সেখান থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এই নিষিদ্ধ রাসায়নিক পদার্থটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল ৷ আপাতত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছে রাজ্য পুলিশ (Bihar Police arrests 15 over Huge haul of uranium recovered on Indo-Nepal border) ৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোরংগের এএসপি শান্তিরাজ কৈরালা বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি জানান, কাঠমান্ডু দিয়ে ভারতে আসছিল ওই ইউরেনিয়াম ৷ তার আগেই নেপাল পুলিশ আলাদা আলাদা হোটেল থেকে পাচারকারীদের গ্রেফতার করে ৷ এই বিশাল পরিমাণ ইউরেনিয়াম উদ্ধারের খবরে ভারতীয় সুরক্ষা এজেন্সিগুলিও সতর্ক হয়ে গিয়েছে ৷ এর দাম কয়েক কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ পারমাণবিক অস্ত্র তৈরিতেই এই অতি-তেজস্ক্রিয় রাসায়ানিক পদার্থ ব্যবহার করা হয় ৷
আরও পড়ুন: বাংলাদেশে পাচার হয়ে যাওয়া কিশোরীকে দেশে ফেরাতে তৎপর কলকাতা হাইকোর্ট
ভারত ও নেপালের সীমান্তরক্ষী বাহিনী এবং এজেন্সিগুলি যৌথ ভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ এই পাচারকারীরা কাদের হয়ে কাজ করছে, ইউরেনিয়াম ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কোথা থেকেই বা তা এল ৷ এই পুরো চক্রটি নিয়ে তদন্ত করছে পুলিশ ৷
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের রাজস্থান, ঝাড়খণ্ড, মেঘালয়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে ইউরেনিয়ামের খনি আছে ৷ বর্তমানে ঝাড়খণ্ড আর অন্ধ্রপ্রদেশেই ইউরেনিয়াম খনন করা হয় ৷ ঝাড়খণ্ডে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া 1967 সাল থেকে এই তেজস্ক্রিয় পদার্থ খনন করছে ৷