ETV Bharat / bharat

আজ বিহারে দ্বিতীয় দফার ভোট, নজরে 94 টি আসন

author img

By

Published : Nov 3, 2020, 1:37 AM IST

RJD-বাম-কংগ্রেস মহাজোট ক্ষমতায় এলে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার কথা রয়েছে তেজস্বীর । বৈশালী জেলার রঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

বিহার বিধানসভা নির্বাচন
বিহার বিধানসভা নির্বাচন

পটনা, 3 নভেম্বর : আজ বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন । রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তিন দফার বিহার বিধানসভার নির্বাচনের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্বিতীয় দফা । বিহারের 17 টি জেলার 94 টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ হবে । আজ নির্বাচনী ময়দানে নামতে চলেছেন প্রায় দেড় হাজার প্রার্থী । আর তাঁদের ভাগ্য পরীক্ষার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছেন 2 কোটি 85 লাখেরও বেশি মানুষ ।

28 অক্টোবর প্রথম দফার ভোটে 55.68 শতাংশ ভোট পড়েছিল । এবার দ্বিতীয় দফার ভোটে সবার নজর থাকবে তেজস্বী যাদবের দিকে । লালুপুত্র তথা RJD-বাম-কংগ্রেস মহাজোট ক্ষমতায় এলে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার কথা রয়েছে তেজস্বীর । বৈশালী জেলার রঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন । নজর থেকে লালুর আর এক ছেলে তেজপ্রতাপের দিকেও । তিনি লড়ছেন সমস্তিপুর জেলার হাসনপুর বিধানসভা কেন্দ্র থেকে ।

প্রসঙ্গত, গতবারের বিধানসভা নির্বাচনে আজকের 94 টি আসনের মধ্যে 18 টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল । 5 হাজারের কম ভোটে জয় এসেছিল এই 18 টি কেন্দ্রে ।

নির্বাচনকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য রয়েছে কড়া সতর্কতা । তিন দফার ভোটের জন্য সবমিলিয়ে প্রায় 30 হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিহারে পাঠানো হয়েছে । মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত 16 টি জেলায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

পটনা, 3 নভেম্বর : আজ বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন । রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তিন দফার বিহার বিধানসভার নির্বাচনের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্বিতীয় দফা । বিহারের 17 টি জেলার 94 টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ হবে । আজ নির্বাচনী ময়দানে নামতে চলেছেন প্রায় দেড় হাজার প্রার্থী । আর তাঁদের ভাগ্য পরীক্ষার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছেন 2 কোটি 85 লাখেরও বেশি মানুষ ।

28 অক্টোবর প্রথম দফার ভোটে 55.68 শতাংশ ভোট পড়েছিল । এবার দ্বিতীয় দফার ভোটে সবার নজর থাকবে তেজস্বী যাদবের দিকে । লালুপুত্র তথা RJD-বাম-কংগ্রেস মহাজোট ক্ষমতায় এলে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার কথা রয়েছে তেজস্বীর । বৈশালী জেলার রঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন । নজর থেকে লালুর আর এক ছেলে তেজপ্রতাপের দিকেও । তিনি লড়ছেন সমস্তিপুর জেলার হাসনপুর বিধানসভা কেন্দ্র থেকে ।

প্রসঙ্গত, গতবারের বিধানসভা নির্বাচনে আজকের 94 টি আসনের মধ্যে 18 টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল । 5 হাজারের কম ভোটে জয় এসেছিল এই 18 টি কেন্দ্রে ।

নির্বাচনকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য রয়েছে কড়া সতর্কতা । তিন দফার ভোটের জন্য সবমিলিয়ে প্রায় 30 হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিহারে পাঠানো হয়েছে । মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত 16 টি জেলায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.