ETV Bharat / bharat

Rakesh Jhunjhunwala ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান, শোকজ্ঞাপন মোদির

ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান (Rakesh Jhunjhunwala passes away in Mumbai)। 62 বছর বয়সে রবিবার সকালে প্রয়াত হলেন আকাশা এয়ারের প্রতিষ্ঠাতা । শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেকেই ।

Rakesh Jhunjhunwala
ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান
author img

By

Published : Aug 14, 2022, 10:31 AM IST

Updated : Aug 15, 2022, 1:26 PM IST

মুম্বই, 14 অগস্ট: ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান (Rakesh Jhunjhunwala passes away in Mumbai) । 62 বছর বয়সে রবিবার সকালে প্রয়াত হলেন আকাশা এয়ারের প্রতিষ্ঠাতা । গত কয়েকদিন ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না। এরপর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । শেয়ার বাজারে সবাই তাঁকে 'দ্য বিগ বুল' নামে ডাকত । মনে করা হত শেয়ার বাজার সম্পর্কে তাঁর অনুমান কখনও ভুল হত না । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেকেই ।

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, "রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে আমি শোকস্তব্ধ । অর্থনৈতিক বিশ্ব তাঁর অবদান কোনওদিন ভুলতে পারবে না । দেশের আর্থিক উন্নতির প্রশ্নে তিনি ছিলেন সদা তৎপর । তাঁর পরিবার ও পরিজনকে আমার সমবেদনা জানাই ।"

  • Rakesh Jhunjhunwala was indomitable. Full of life, witty and insightful, he leaves behind an indelible contribution to the financial world. He was also very passionate about India’s progress. His passing away is saddening. My condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/DR2uIiiUb7

    — Narendra Modi (@narendramodi) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভেন্টিলেটর থেকে বেরলেন, কথাও বললেন রুশদি

1960 সালের 5 জুলাই তাঁর জন্ম । 1985 সালে শুরু হয় কর্মজীবন । ওই বছর বিয়ে করেন রেখা ঝুনঝুনওয়ালাকে । তিনিও শেয়ার বাজারে বিনিয়োগ করতেন । দীর্ঘদিন ধরে ভারতের শেয়ার বাজারকে কার্যত নিয়ন্ত্রণ করেছেন তিনি । সম্প্রতি তাঁর হাত ধরেই যাত্রা শুরু করেছিল উড়ান সংস্থা আকাশার । এ ব্যাপারে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল, এত কিছু থাকতে তিনি হঠাৎ উড়ান সংস্থা খুলতে গেলেন কেন ? জবাবে চিরাচরিত ঢঙে তিনি বলেন, "ব্যর্থতায় আমার ভয় নেই ।"

মুম্বই, 14 অগস্ট: ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান (Rakesh Jhunjhunwala passes away in Mumbai) । 62 বছর বয়সে রবিবার সকালে প্রয়াত হলেন আকাশা এয়ারের প্রতিষ্ঠাতা । গত কয়েকদিন ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না। এরপর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । শেয়ার বাজারে সবাই তাঁকে 'দ্য বিগ বুল' নামে ডাকত । মনে করা হত শেয়ার বাজার সম্পর্কে তাঁর অনুমান কখনও ভুল হত না । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেকেই ।

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, "রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে আমি শোকস্তব্ধ । অর্থনৈতিক বিশ্ব তাঁর অবদান কোনওদিন ভুলতে পারবে না । দেশের আর্থিক উন্নতির প্রশ্নে তিনি ছিলেন সদা তৎপর । তাঁর পরিবার ও পরিজনকে আমার সমবেদনা জানাই ।"

  • Rakesh Jhunjhunwala was indomitable. Full of life, witty and insightful, he leaves behind an indelible contribution to the financial world. He was also very passionate about India’s progress. His passing away is saddening. My condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/DR2uIiiUb7

    — Narendra Modi (@narendramodi) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভেন্টিলেটর থেকে বেরলেন, কথাও বললেন রুশদি

1960 সালের 5 জুলাই তাঁর জন্ম । 1985 সালে শুরু হয় কর্মজীবন । ওই বছর বিয়ে করেন রেখা ঝুনঝুনওয়ালাকে । তিনিও শেয়ার বাজারে বিনিয়োগ করতেন । দীর্ঘদিন ধরে ভারতের শেয়ার বাজারকে কার্যত নিয়ন্ত্রণ করেছেন তিনি । সম্প্রতি তাঁর হাত ধরেই যাত্রা শুরু করেছিল উড়ান সংস্থা আকাশার । এ ব্যাপারে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল, এত কিছু থাকতে তিনি হঠাৎ উড়ান সংস্থা খুলতে গেলেন কেন ? জবাবে চিরাচরিত ঢঙে তিনি বলেন, "ব্যর্থতায় আমার ভয় নেই ।"

Last Updated : Aug 15, 2022, 1:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.