গান্ধিনগর,13 সেপ্টেম্বর : শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিজয় রূপানি ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ে রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় ৷ এরপর গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করা হয় ৷ আর আজই গুজরাতের 17তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল ৷ দুপুর নাগাদ তিনি শপথ গ্রহণ করবেন ৷ বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল এমনটাই জানিয়েছেন ৷ শপথ অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ ৷
পরের বছর গুজরাতে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ তার আগেই বিজয় রূপানির ইস্তফা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যদিও রূপানি জানিয়ে দিয়েছিলেন, "সময়ের সঙ্গে সঙ্গে দলের কার্যকর্তাদের দায়িত্বও বদল হয়। দলের জন্য আমি কাজ করতে চেয়েছিলাম। এবার সংগঠনের হয়ে কাজ করব ৷" যদিও, ভূপেন্দ্র প্যাটেল মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন না ৷ তাবড় তাবড় নেতাদের ছেড়ে মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্রর নাম ঘোষণা সকলের কাছেই কিছুটা বিষ্ময়ের ছিল ৷ সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে,গুজরাতে পতিদায় সম্প্রদায় হল সংখ্যাগুরু ৷ ফলে রাজ্য রাজনীতির নির্ণায়ক শক্তিও বটে ৷ এ কথা মাথায় রেখেই পতিদায় সম্প্রদায়ভুক্ত ভূপেন্দ্রকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সেক্ষেত্রে নির্বাচনের আগে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে ভূপেন্দ্রর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ ৷ যদিও বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভূপেন্দ্র প্যাটেলের ব্যক্তিত্ব ও তাঁর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের একটা ছাপ রয়েছে ৷ আর তাছাড়া গতকালের বৈঠকে থাকা প্রত্যেক নেতার সমর্থন নিয়েই তাঁকে মুখ্যমন্ত্রীর পদের জন্য বেছে নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন, Gujrat CM: গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
রবিবার সকাল পর্যন্ত যে ভূপেন্দ্র প্যাটেল সাধারণ বিধায়ক ছিলেন, যে সাধারণত তাঁর কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, সেই তিনিই আজ গুজরাতের মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রতি আস্থা রাখার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন ৷ সেইসঙ্গে তিনি বলেন, " সরকার ভাল কাজ করেছে ৷ যাতে উন্নয়ন প্রতিটা মানুষের কাছে পৌঁছায় । আমরা নতুন করে পরিকল্পনা করব এবং সংগঠনের সঙ্গে আলোচনা করে উন্নয়নের কাজগুলো এগিয়ে নিয়ে যাব ৷"
আহমেদাবাদে জন্ম ও সিভিল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা প্রাপ্ত ভূপেন্দ্র প্যাটেল রাজনীতিতে একেবারেই নতুন মুখ নয় ৷ এই বরিষ্ঠ নেতা আহমেদাবাদ পৌর কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন ৷ স্থায়ী কমিটিরও সভাপতিত্বও করেছেন । এরপর গত বছর বিধানসভা নির্বাচনে ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের শশীকান্ত প্যাটেলের বিরুদ্ধে 1 লক্ষ 17 হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন ভূপেন্দ্র ।