ETV Bharat / bharat

Bhojpuri Singer Shot in Chapra: গানের অনুষ্ঠানে গুলি! সংকটজনক ভোজপুরী গায়িকা নিশা - ভোজপুরী গায়িকা

বিহারের ছাপরা জেলায় গুলি চালনার ঘটনায় জখম হয়েছেন জনপ্রিয় ভোজপুরী গায়িকা নিশা উপাধ্যায় ৷ একটি অনুষ্ঠান মঞ্চে গান গাইবার সময় তাঁর পায়ে গুলি লাগে ৷ তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
গানের অনুষ্ঠানে গুলি
author img

By

Published : Jun 1, 2023, 9:24 AM IST

ছাপরা, 1 জুন: গুলিতে জখম জনপ্রিয় ভোজপুরী গায়িকা ৷ বুধবার রাতের দিকে বিহারের বিখ্যাত গায়িকা নিশা উপাধ্যায়ের পায়ে গুলি লাগে ৷ তিনি ছাপরার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পটনায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখন তিনি সেখানেই চিকিৎসাধীন ৷ তবে নিশার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠান চলাকালীন ৷ নিশা মঞ্চে গান গাইছিলেন ৷ এমনিতে বিহারজুড়ে তাঁর বহু ভক্ত আছে ৷ খুব অল্প সময়ের মধ্যেই নিশা তাঁর গান দিয়ে বিহারবাসীর মন জয় করে ফেলেছেন ৷ বুধবারও নিশার গান দর্শকদের মন ভরিয়ে দেয় ৷ তাঁর গানের তালে তাল মেলাতে থাকেন উপস্থিত শ্রোতারা ৷

এরই মধ্যে হঠাৎ কয়েকজন আনন্দে গুলি চালাতে শুরু করে ৷ সেই গুলি কোনওভাবে নিশার পায়ে লাগে ৷ তিনি মঞ্চে লুটিয়ে পড়েন ৷ হইচই শুরু হয়ে যায় ৷ তড়িঘড়ি নিশাকে পটনায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ভোজপুরী গায়িকাকে ৷ তাঁর পরিবারকে খবর পাঠানো হয় ৷ হাসপাতালে পৌঁছন নিশার পরিবারের সদস্যরা ৷

এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় বিহারে ৷ নিশা উপাধ্যায়ের ভক্ত থেকে শুরু করে অনুরাগীরা হাসপাতালে পৌঁছন । সকলেই শারীরিক পরিস্থিতি সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেন ৷ প্রসঙ্গত, ওই অনুষ্ঠান চলার সময় নিশার গানে উচ্ছ্বসিত হয়েই গুলি চালিয়েছিলেন শ্রোতারা ৷ এর পিছনে আপাতত কোনও অপরাধমূলক অভিসন্ধি খুঁজে পায়নি পুলিশ ৷ তবে যাঁরা গুলি চালিয়েছিলেন, তাঁরা এই দুর্ঘটনার পর এলাকা ছেড়ে চম্পট গিয়েছেন ৷ খবর পেয়ে গারখা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্ত করছে পুলিশ ৷ ওই অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঠিক কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: একতরফা প্রেম ! ব্রাইডাল মেকআপের সময় 'প্রেমিকা'কে গুলি পুলিশ কনস্টেবলের

ছাপরা, 1 জুন: গুলিতে জখম জনপ্রিয় ভোজপুরী গায়িকা ৷ বুধবার রাতের দিকে বিহারের বিখ্যাত গায়িকা নিশা উপাধ্যায়ের পায়ে গুলি লাগে ৷ তিনি ছাপরার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পটনায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখন তিনি সেখানেই চিকিৎসাধীন ৷ তবে নিশার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠান চলাকালীন ৷ নিশা মঞ্চে গান গাইছিলেন ৷ এমনিতে বিহারজুড়ে তাঁর বহু ভক্ত আছে ৷ খুব অল্প সময়ের মধ্যেই নিশা তাঁর গান দিয়ে বিহারবাসীর মন জয় করে ফেলেছেন ৷ বুধবারও নিশার গান দর্শকদের মন ভরিয়ে দেয় ৷ তাঁর গানের তালে তাল মেলাতে থাকেন উপস্থিত শ্রোতারা ৷

এরই মধ্যে হঠাৎ কয়েকজন আনন্দে গুলি চালাতে শুরু করে ৷ সেই গুলি কোনওভাবে নিশার পায়ে লাগে ৷ তিনি মঞ্চে লুটিয়ে পড়েন ৷ হইচই শুরু হয়ে যায় ৷ তড়িঘড়ি নিশাকে পটনায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ভোজপুরী গায়িকাকে ৷ তাঁর পরিবারকে খবর পাঠানো হয় ৷ হাসপাতালে পৌঁছন নিশার পরিবারের সদস্যরা ৷

এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় বিহারে ৷ নিশা উপাধ্যায়ের ভক্ত থেকে শুরু করে অনুরাগীরা হাসপাতালে পৌঁছন । সকলেই শারীরিক পরিস্থিতি সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেন ৷ প্রসঙ্গত, ওই অনুষ্ঠান চলার সময় নিশার গানে উচ্ছ্বসিত হয়েই গুলি চালিয়েছিলেন শ্রোতারা ৷ এর পিছনে আপাতত কোনও অপরাধমূলক অভিসন্ধি খুঁজে পায়নি পুলিশ ৷ তবে যাঁরা গুলি চালিয়েছিলেন, তাঁরা এই দুর্ঘটনার পর এলাকা ছেড়ে চম্পট গিয়েছেন ৷ খবর পেয়ে গারখা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্ত করছে পুলিশ ৷ ওই অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঠিক কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: একতরফা প্রেম ! ব্রাইডাল মেকআপের সময় 'প্রেমিকা'কে গুলি পুলিশ কনস্টেবলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.