ETV Bharat / bharat

বিড়াল মেরে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে টিকটকে ভিডিয়ো পোস্ট, গ্রেপ্তার তামিলনাড়ুর যুবক - তিরুনেলভেলিতে গ্রেপ্তার যুবক

মৃত বিড়ালকে ঘরে সিলিংয়ে সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে টিকটকে ভিডিয়ো পোস্ট তামিলনাড়ুর যুবকের । সমাজসেবীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবক ।

Tamilnadu
তামিলনাড়ুতে ধৃত যুবক
author img

By

Published : May 23, 2020, 2:10 PM IST

তিরুনেলভেলি(তামিলনাড়ু), 23 মে : ভিডিয়োয় বেশি লাইক পাওয়া যাবে । তাই বিড়াল মেরে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে টিকটকে ভিডিয়ো পোস্ট করে তিরুনেলভেলির এক যুবক । তাকে বুধবার গ্রেপ্তার করেছে তিরুনেলভেলি থানার পুলিশ । ধৃতের নাম থাঙ্গারাজ । বয়স 18 ।

তিরুনেলভেলি থেকে 25 কিলোমিটার দূরে সত্যপুরমের বাসিন্দা থাঙ্গারাজ । 16 মে টিকটকে একটি ভিডিয়ো পোস্ট করে সে । তাতে দেখা যায়, একটি মৃত বিড়ালকে ঘরে সিলিংয়ে সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে সে । তারপর বিড়ালটিকে দড়ির সাহায্যে বার বার দোল খাওয়াচ্ছে । আর ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে ফ্রেন্ডস নামে একটি সিনেমার ভাদিভেলু গানটি চলছে । এই ভিড়িয়ো ভাইরাল হওয়ার পরই সোশাল মিডিয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকেন । পাশাপাশি ওই যুবকের গ্রেপ্তারের দাবি জানান ।

19 মে স্থানীয় এক সমাজসেবী ভাগ্যরাজ ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পরের দিন 20 মে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ । যদিও পরে জামিনে মুক্তি পায় সে ।

তিরুনেলভেলি(তামিলনাড়ু), 23 মে : ভিডিয়োয় বেশি লাইক পাওয়া যাবে । তাই বিড়াল মেরে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে টিকটকে ভিডিয়ো পোস্ট করে তিরুনেলভেলির এক যুবক । তাকে বুধবার গ্রেপ্তার করেছে তিরুনেলভেলি থানার পুলিশ । ধৃতের নাম থাঙ্গারাজ । বয়স 18 ।

তিরুনেলভেলি থেকে 25 কিলোমিটার দূরে সত্যপুরমের বাসিন্দা থাঙ্গারাজ । 16 মে টিকটকে একটি ভিডিয়ো পোস্ট করে সে । তাতে দেখা যায়, একটি মৃত বিড়ালকে ঘরে সিলিংয়ে সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে সে । তারপর বিড়ালটিকে দড়ির সাহায্যে বার বার দোল খাওয়াচ্ছে । আর ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে ফ্রেন্ডস নামে একটি সিনেমার ভাদিভেলু গানটি চলছে । এই ভিড়িয়ো ভাইরাল হওয়ার পরই সোশাল মিডিয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকেন । পাশাপাশি ওই যুবকের গ্রেপ্তারের দাবি জানান ।

19 মে স্থানীয় এক সমাজসেবী ভাগ্যরাজ ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পরের দিন 20 মে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ । যদিও পরে জামিনে মুক্তি পায় সে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.