ETV Bharat / bharat

আপনার বাবা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন : মোদি

"আপনার বাবার প্রথমে স্বচ্ছ (মিস্টার ক্লিন) ভাবমূর্তি ছিল কিন্তু, পরবর্তীতে এক নম্বর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।" গতকাল উত্তরপ্রদেশে এক জনসভায় রাজীব গান্ধি প্রসঙ্গে রাহুলকে কটাক্ষ করে একথা বলেন নরেন্দ্র মোদি ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 5, 2019, 10:23 AM IST

লখনউ, 5 মে : "এক নম্বর দুর্নীতিগ্রস্ত হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আপনার বাবা ।" উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধিকে আক্রমণ করে গতকাল একথা বলেন নরেন্দ্র মোদি । বোফর্স দুর্নীতি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন তিনি ।

গতকাল উত্তরপ্রদেশে নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদি । সভা থেকে সরাসরি রাজীব গান্ধির আমলের বোফর্স দুর্নীতি প্রসঙ্গ টেনে আনেন তিনি । রাহুল গান্ধিকে আক্রমণ করে বলেন, "আপনার বাবার স্বচ্ছ (মিস্টার ক্লিন) ভাবমূর্তি ছিল কিন্তু পরবর্তীতে এক নম্বর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।"

নাম না করে রাহুল গান্ধিকে কটাক্ষ করে বলেন, "নামদাররা স্পষ্টভাবে শুনে রাখুন যে, মোদি সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি । কোনও রাজ পরিবারেও জন্ম হয়নি তাঁর ।"

প্রসঙ্গত, রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার NDA সরকার ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছে কংগ্রেস । অনিল আম্বানির কম্পানিকে অবৈধভাবে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ তোলে তারা । এর জবাবে রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাককালীন বোফর্স কামান কেনা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই প্রসঙ্গ তোলেন মোদি । যদিও আদালত জানিয়ে দিয়েছিল যে রাজীব গান্ধির বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি ।

লখনউ, 5 মে : "এক নম্বর দুর্নীতিগ্রস্ত হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আপনার বাবা ।" উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধিকে আক্রমণ করে গতকাল একথা বলেন নরেন্দ্র মোদি । বোফর্স দুর্নীতি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন তিনি ।

গতকাল উত্তরপ্রদেশে নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদি । সভা থেকে সরাসরি রাজীব গান্ধির আমলের বোফর্স দুর্নীতি প্রসঙ্গ টেনে আনেন তিনি । রাহুল গান্ধিকে আক্রমণ করে বলেন, "আপনার বাবার স্বচ্ছ (মিস্টার ক্লিন) ভাবমূর্তি ছিল কিন্তু পরবর্তীতে এক নম্বর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।"

নাম না করে রাহুল গান্ধিকে কটাক্ষ করে বলেন, "নামদাররা স্পষ্টভাবে শুনে রাখুন যে, মোদি সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি । কোনও রাজ পরিবারেও জন্ম হয়নি তাঁর ।"

প্রসঙ্গত, রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার NDA সরকার ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছে কংগ্রেস । অনিল আম্বানির কম্পানিকে অবৈধভাবে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ তোলে তারা । এর জবাবে রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাককালীন বোফর্স কামান কেনা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই প্রসঙ্গ তোলেন মোদি । যদিও আদালত জানিয়ে দিয়েছিল যে রাজীব গান্ধির বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি ।

Poonch (Jammu and Kashmir), May 05 (ANI): Kashmir valley is considered to be the paradise on earth is also known for its communal harmony. Urs of Sain Ilahi Baksh in Poonch is a perfect example of it. 40th Urs of Sain Ilahi Baksh was celebrated with religious fervour. Hundreds of devotees pay their respects at the holy shrine. The devotees recited verses of Holy Quran and prayed for the peace, prosperity of the country. The shrine of Sain Ilahi Baksh is located in Loran of Poonch District.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.