ETV Bharat / bharat

আপনাদের টাকা সুরক্ষিত আছে , শেয়ার পড়লেও ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের আশ্বাস নির্মলার - National Stock Exchange

রিজ়ার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা আসার পর থেকেই আতঙ্ক বেড়েছে গ্রাহকদের মধ্যে ৷ আজ ইয়েস ব্যাঙ্কের শেয়ার একলাফে কমল 85 শতাংশ ৷ ইয়েস ব্যাঙ্কের সঙ্গে নতুন করে আর চুক্তি নবীকরণ করবে না বলে জানিয়ে দিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ৷

Yes Bank
ছবি
author img

By

Published : Mar 6, 2020, 4:19 PM IST

Updated : Mar 6, 2020, 4:25 PM IST

দিল্লি, 6 মার্চ : বেঁধে দেওয়া হল ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ৷ এখন থেকে 3 এপ্রিল পর্যন্ত মোট 50 হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই ধস নামল ইয়েস ব্যাঙ্কের শেয়ারে ৷ একলাফে 85 শতাংশ কমল ইয়েস ব্যাঙ্কের শেয়ার ৷

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে ইয়েস ব্যাঙ্কের ফিউচার অ্যান্ড অপশন চুক্তি শেষ হচ্ছে 28 মে ৷ এরপর আর নতুন করে চুক্তি নবীকরণ করা হবে না বলেই এক নির্দেশিকায় জানিয়ে দিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ৷

শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ কেন্দ্র ইতিমধ্যে সেই পরিকল্পনায় সায় দিয়েছে বলেও জানা যায় ৷ এরপরই গতকাল রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, 3 এপ্রিল পর্যন্ত সবমিলিয়ে 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷

এদিকে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে ৷ তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, "রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর আমাকে আশ্বাস দিয়েছেন, দ্রুত সব সমস্যার সমাধান মিলবে ৷ RBI ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে বিষয়টির উপর নজর রাখছে ৷ আমি নিজেও বিগত দু'মাস ধরে ব্যক্তিগতভাবে নজর রাখছি সমস্যাটির দিকে ৷ যাতে সব পক্ষের স্বার্থ রক্ষা করা যায়, সেই দিকেও আমরা নজর রাখছি ৷"

তিনি আরও জানিয়েছেন, "আমি সমস্ত গ্রাহকদের জানাতে চাই, আপনাদের টাকা সুরক্ষিত আছে ৷ আমি সবসময় রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ রেখে চলছি ৷ অর্থনীতি, ব্যাঙ্ক ও গ্রাহকদের স্বার্থের দিকে নজর রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে ৷" রিজ়ার্ভ ব্যাঙ্কের নির্দেশিকায় আতঙ্কিত না হওয়ার জন্য গ্রাহকদের কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়নও ৷

দিল্লি, 6 মার্চ : বেঁধে দেওয়া হল ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ৷ এখন থেকে 3 এপ্রিল পর্যন্ত মোট 50 হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই ধস নামল ইয়েস ব্যাঙ্কের শেয়ারে ৷ একলাফে 85 শতাংশ কমল ইয়েস ব্যাঙ্কের শেয়ার ৷

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে ইয়েস ব্যাঙ্কের ফিউচার অ্যান্ড অপশন চুক্তি শেষ হচ্ছে 28 মে ৷ এরপর আর নতুন করে চুক্তি নবীকরণ করা হবে না বলেই এক নির্দেশিকায় জানিয়ে দিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ৷

শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ কেন্দ্র ইতিমধ্যে সেই পরিকল্পনায় সায় দিয়েছে বলেও জানা যায় ৷ এরপরই গতকাল রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, 3 এপ্রিল পর্যন্ত সবমিলিয়ে 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷

এদিকে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে ৷ তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, "রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর আমাকে আশ্বাস দিয়েছেন, দ্রুত সব সমস্যার সমাধান মিলবে ৷ RBI ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে বিষয়টির উপর নজর রাখছে ৷ আমি নিজেও বিগত দু'মাস ধরে ব্যক্তিগতভাবে নজর রাখছি সমস্যাটির দিকে ৷ যাতে সব পক্ষের স্বার্থ রক্ষা করা যায়, সেই দিকেও আমরা নজর রাখছি ৷"

তিনি আরও জানিয়েছেন, "আমি সমস্ত গ্রাহকদের জানাতে চাই, আপনাদের টাকা সুরক্ষিত আছে ৷ আমি সবসময় রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ রেখে চলছি ৷ অর্থনীতি, ব্যাঙ্ক ও গ্রাহকদের স্বার্থের দিকে নজর রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে ৷" রিজ়ার্ভ ব্যাঙ্কের নির্দেশিকায় আতঙ্কিত না হওয়ার জন্য গ্রাহকদের কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়নও ৷

Last Updated : Mar 6, 2020, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.