ETV Bharat / bharat

ইয়েস ব্যাঙ্ক পুনর্গঠনে পদক্ষেপ কেন্দ্রের, উঠছে টাকা তোলার সীমা - ইয়েস ব্যাঙ্ক পুনরুদ্ধার পরিকল্পনা, তিন কার্যদিবসের মধ্যে নেওয়া হবে ব্যবস্থা

গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি বলেন, " কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের ( RBI ) প্রস্তাবিত ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠন প্রকল্পকে অনুমোদন দিয়েছে । ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ শেয়ার কিনবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এবং অন্য বিনিয়োগকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ "

yes-bank-rescue-plan-notified-moratorium-to-end-in-3-working-days-says-government
ইয়েস ব্যাঙ্ক পুনরুদ্ধার পরিকল্পনা, তিন কার্যদিবসের মধ্যে নেওয়া হবে ব্যবস্থা
author img

By

Published : Mar 14, 2020, 10:29 AM IST

দিল্লি, 14 মার্চ : দুশ্চিন্তা কমল গ্রাহকদের ৷ তিনটি কার্যদিবসের মধ্যে টাকা তোলার সীমায় নিষেধাজ্ঞা উঠছে ৷ গতকাল ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠন স্কিম নিয়েও বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র ৷

RBI চলতি মাসের শুরুতে ইয়েস ব্যাঙ্কে একটি স্থগিতাদেশ জারি করে, যার ফলে ইয়েস ব্যাঙ্কের বোর্ডকে RBI -এর নিয়ন্ত্রণে আনা হয় ৷ পাশাপাশি, আগামী 3 এপ্রিল পর্যন্ত গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রও সীমাবদ্ধ করে দেওয়া হয় ৷ বলা হয়, গ্রাহকরা 3 এপ্রিল পর্যন্ত সবমিলিয়ে 50 হাজার টাকা তুলতে পারবেন ৷ এরপর গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়ে সরকার জানায়, " পুনরুদ্ধার প্রকল্পটি শুরুর 18 ঘণ্টার মধ্যে ব্যাঙ্কের পুনর্গঠন ও টাকা তোলার ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশটি কার্যকর হবে তিনটি কার্যদিবসের মধ্যেই ৷ "

এর আগে, RBI -এর ইয়েস ব্যাঙ্কের উপর স্থগিতাদেশের বিজ্ঞপ্তিতে ভোগান্তি হয় ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের ৷ ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI - এর মাধ্যমে টাকা দেওয়া এবং ATM ব্যবহারে সমস্যার মুখে পড়তে হয় গ্রাহকদের ৷ গ্রাহকরা অভিযোগ করেন , তাঁদের ঋণ পরিশোধে সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ পাশাপাশি, হোলিতে শ্রমিকদের মজুরিও দিতে পারছেন না ৷

গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রসভা ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের ( RBI ) প্রস্তাবিত ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠন প্রকল্পকে অনুমোদন দিয়েছে । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ অংশীদারিত্ব কিনবে ৷ এবং অন্য বিনিয়োগকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ " তিনি আরও বলেন, " স্থগিতাদেশ তোলার সাত দিনের মধ্যে ব্যাঙ্কের অফিস খালি করে দেওয়া হবে এবং নতুন বোর্ড গঠন করা হবে ৷ "

ইয়েস ব্যঙ্কের পুনরুজ্জীবনে এগিয়ে এসেছে RBI ৷ সেই মতো SBI 49 শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব কিনবে ৷ ইয়েস ব্যাঙ্কের সমস্ত কর্মচারীদের এই চুক্তির অংশ হিসাবে ধরা হবে ৷

দিল্লি, 14 মার্চ : দুশ্চিন্তা কমল গ্রাহকদের ৷ তিনটি কার্যদিবসের মধ্যে টাকা তোলার সীমায় নিষেধাজ্ঞা উঠছে ৷ গতকাল ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠন স্কিম নিয়েও বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র ৷

RBI চলতি মাসের শুরুতে ইয়েস ব্যাঙ্কে একটি স্থগিতাদেশ জারি করে, যার ফলে ইয়েস ব্যাঙ্কের বোর্ডকে RBI -এর নিয়ন্ত্রণে আনা হয় ৷ পাশাপাশি, আগামী 3 এপ্রিল পর্যন্ত গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রও সীমাবদ্ধ করে দেওয়া হয় ৷ বলা হয়, গ্রাহকরা 3 এপ্রিল পর্যন্ত সবমিলিয়ে 50 হাজার টাকা তুলতে পারবেন ৷ এরপর গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়ে সরকার জানায়, " পুনরুদ্ধার প্রকল্পটি শুরুর 18 ঘণ্টার মধ্যে ব্যাঙ্কের পুনর্গঠন ও টাকা তোলার ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশটি কার্যকর হবে তিনটি কার্যদিবসের মধ্যেই ৷ "

এর আগে, RBI -এর ইয়েস ব্যাঙ্কের উপর স্থগিতাদেশের বিজ্ঞপ্তিতে ভোগান্তি হয় ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের ৷ ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI - এর মাধ্যমে টাকা দেওয়া এবং ATM ব্যবহারে সমস্যার মুখে পড়তে হয় গ্রাহকদের ৷ গ্রাহকরা অভিযোগ করেন , তাঁদের ঋণ পরিশোধে সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ পাশাপাশি, হোলিতে শ্রমিকদের মজুরিও দিতে পারছেন না ৷

গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রসভা ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের ( RBI ) প্রস্তাবিত ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠন প্রকল্পকে অনুমোদন দিয়েছে । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ অংশীদারিত্ব কিনবে ৷ এবং অন্য বিনিয়োগকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ " তিনি আরও বলেন, " স্থগিতাদেশ তোলার সাত দিনের মধ্যে ব্যাঙ্কের অফিস খালি করে দেওয়া হবে এবং নতুন বোর্ড গঠন করা হবে ৷ "

ইয়েস ব্যঙ্কের পুনরুজ্জীবনে এগিয়ে এসেছে RBI ৷ সেই মতো SBI 49 শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব কিনবে ৷ ইয়েস ব্যাঙ্কের সমস্ত কর্মচারীদের এই চুক্তির অংশ হিসাবে ধরা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.