চণ্ডীগড়, 7 অক্টোবর : সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চান ৷ তাই সরকারি চাকরি থেকে পদত্যাগ করলেন দেশের তারকা কুস্তিগীর ববিতা ফোগত ৷ বুধবার হরিয়ানার ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেন ববিতা ৷ BJP-র হয়ে বরোদা বিধানসভা উপনির্বাচনে দাঁড়াতে চান তিনি ৷
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগীর হলেন ববিতা ফোগত ৷ সোনা, রুপো সহ কমনওয়েলথে তিনটি পদক রয়েছে তাঁর ৷ সেই ববিতা কুস্তির আখড়া ছেড়ে গতবছর অগাস্টে BJP-তে যোগ দেন ৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা মহাবীর ফোগতও ৷ এই ফোগত পরিবারের লড়াই নিয়েই তৈরি হয়েছিল "দঙ্গল" ছবিটি ৷ কুস্তি ছেড়ে রাজনীতির দঙ্গলে জড়িয়ে পড়া ববিতা এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চান ৷ পদত্যাগের পর সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, "রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দিতে চাই ৷ এবং বিহারের বিধানসভা ভোট ছাড়াও হরিয়ানার বরোদা বিধানসভার উপনির্বাচনের প্রচারে অংশ নিতে চাই ৷" চলতি বছরের 30 জুলাই ববিতা ও কবাডি খেলোয়াড় কবিতা দেবীকে হরিয়ানার ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টরের পদে নিয়োগ করা হয়েছিল ৷
2014 সালের কমনওয়েলথ গেমসে পদক জয়ী ববিতা গতবছর দাদরি থেকে BJP-র টিকিটে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন ৷ যদিও তিনি হেরে যান ৷ এর আগেও সরকারি চাকরি ছেড়েছেন ববিতা ৷ BJP-তে যোগ দেওয়ার একদিন পরই সাব ইন্সপেক্টরের পদ থেকে ইস্তফা দেন তিনি ৷