ETV Bharat / bharat

সোনার হোটেল ! - gold-plated hotel

ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে খুলে গেল সোনার হোটেল ৷

থাকবেন নাকি সোনার ঘরে ! চলে আসুন হ্যানয়ে
থাকবেন নাকি সোনার ঘরে ! চলে আসুন হ্যানয়ে
author img

By

Published : Jul 7, 2020, 7:00 AM IST

Updated : Jul 7, 2020, 11:28 AM IST

এ হোটেলে সবই সোনার ৷ বাসনপত্র, চায়ের কাপ, শাওয়ার থেকে বাথটব এমনকী টয়লেট সিট পর্যন্ত ৷ 24 ক্যারাটের সোনা দিয়ে তৈরি করা হয়েছে আস্ত একটি সুইমিং পুল ৷ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ ভিয়েতনামের হ্যানয় শহরে রয়েছে 25 তলার এই হোটেল ৷ যার নাম "ডলস হ্যানয় গোল্ডেন লেক হোটেল" ৷ কোরোনা আবহের মধ্যেই ভিয়েতনামে খুলে গেছে বিশ্বের প্রথম সোনায় মোড়া হোটেল ৷

পাঁচতারা এই হোটেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 সালে ৷ হোটেলটি তৈরি করতে লেগেছে পাক্কা এগারো বছর ৷ কোরোনার প্রকোপে পর্যটকদের আনাগোনা বন্ধ থাকলেও হোটেলের উদ্বোধনে আর দেরি করতে চায়নি কর্তৃপক্ষ ৷ তাই কোরোনা আবহের মধ্যেই খুলে গেছে 200 মিলিয়ন অ্যামেরিকান ডলার খরচে তৈরি "ডলস হ্যানয় গোল্ডেন লেক হোটেল" ৷ 25 তলা বিশিষ্ট হোটেলটির পুরোটাই সোনায় মুড়ে ফেলেছে হোয়া বিন গ্রুপ ও অ্যামেরিকার উইন্ডহ্যাম হোটেলস কর্তৃপক্ষ ৷ মোট 400টি রুম ৷ যার প্রতিটি ঘরের বাথরুম থেকে বেডরুম সর্বত্র সোনালির ছটা ৷

এর রাতের খরচ নিয়ে ভাবছেন তো ? আঁতকে ওঠার কারণ নেই ৷ হোয়া বিন গ্রুপের কর্ণধার অন্তত তেমনই বলছেন ৷ সাধারণ মানুষকে এই "সুবর্ণ সুযোগ" দিতে এই হোটেলের এক রাতের খরচ মাত্র 250 অ্যামেরিকান ডলার রেখেছে কর্তৃপক্ষ ৷ ভারতীয় মুদ্রায় কুড়ি হাজার টাকার মতো ৷ তবে এরকম ছয় ধরনের ঘর রয়েছে ৷ ডাবল বেডরুম শুটে একরাত থাকার খরচ 75 হাজার টাকার মতো । তবে এর প্রেসিডেন্সিয়াল শুটে থাকতে হলে খরচ করতে হবে 5 লাখ টাকা ৷ ধনীদের কথা ভেবেই এই ঘরগুলি তৈরি করা হয়েছে ৷ সোনায় মোড়া কাপে ধোঁয়া ওঠা চা দিয়ে শুরু হবে অতিথিদের সকাল ৷ হোটেলের রুফটপে 24 ক্যারটের ইনফিনিটি পুলের গা ভিজিয়ে হ্যানয়ের সূর্যাস্ত দেখতে মন্দ লাগবে না ৷

টয়লেট সিট থেকে বাথটব সবই সোনার !
টয়লেট সিট থেকে বাথটব- সবই সোনার !

এমনিতেই বাঙালি ভ্রমণপিপাসু ৷ তাই সোনার হোটেলের সোনার হাতছানি উপেক্ষা করা তাদের পক্ষে অসম্ভব ৷ তাহলে আর দেরি কীসের ৷ আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু হলেই চলে যেতে পারেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ৷ অতিথিদের আপ্যায়নে জন্য অপেক্ষা করছে সোনায় মোড়া হোটেল ৷

ইনফিনিটি পুল
সোনায় মোড়া ইনফিনিটি পুল

এ হোটেলে সবই সোনার ৷ বাসনপত্র, চায়ের কাপ, শাওয়ার থেকে বাথটব এমনকী টয়লেট সিট পর্যন্ত ৷ 24 ক্যারাটের সোনা দিয়ে তৈরি করা হয়েছে আস্ত একটি সুইমিং পুল ৷ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ ভিয়েতনামের হ্যানয় শহরে রয়েছে 25 তলার এই হোটেল ৷ যার নাম "ডলস হ্যানয় গোল্ডেন লেক হোটেল" ৷ কোরোনা আবহের মধ্যেই ভিয়েতনামে খুলে গেছে বিশ্বের প্রথম সোনায় মোড়া হোটেল ৷

পাঁচতারা এই হোটেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 সালে ৷ হোটেলটি তৈরি করতে লেগেছে পাক্কা এগারো বছর ৷ কোরোনার প্রকোপে পর্যটকদের আনাগোনা বন্ধ থাকলেও হোটেলের উদ্বোধনে আর দেরি করতে চায়নি কর্তৃপক্ষ ৷ তাই কোরোনা আবহের মধ্যেই খুলে গেছে 200 মিলিয়ন অ্যামেরিকান ডলার খরচে তৈরি "ডলস হ্যানয় গোল্ডেন লেক হোটেল" ৷ 25 তলা বিশিষ্ট হোটেলটির পুরোটাই সোনায় মুড়ে ফেলেছে হোয়া বিন গ্রুপ ও অ্যামেরিকার উইন্ডহ্যাম হোটেলস কর্তৃপক্ষ ৷ মোট 400টি রুম ৷ যার প্রতিটি ঘরের বাথরুম থেকে বেডরুম সর্বত্র সোনালির ছটা ৷

এর রাতের খরচ নিয়ে ভাবছেন তো ? আঁতকে ওঠার কারণ নেই ৷ হোয়া বিন গ্রুপের কর্ণধার অন্তত তেমনই বলছেন ৷ সাধারণ মানুষকে এই "সুবর্ণ সুযোগ" দিতে এই হোটেলের এক রাতের খরচ মাত্র 250 অ্যামেরিকান ডলার রেখেছে কর্তৃপক্ষ ৷ ভারতীয় মুদ্রায় কুড়ি হাজার টাকার মতো ৷ তবে এরকম ছয় ধরনের ঘর রয়েছে ৷ ডাবল বেডরুম শুটে একরাত থাকার খরচ 75 হাজার টাকার মতো । তবে এর প্রেসিডেন্সিয়াল শুটে থাকতে হলে খরচ করতে হবে 5 লাখ টাকা ৷ ধনীদের কথা ভেবেই এই ঘরগুলি তৈরি করা হয়েছে ৷ সোনায় মোড়া কাপে ধোঁয়া ওঠা চা দিয়ে শুরু হবে অতিথিদের সকাল ৷ হোটেলের রুফটপে 24 ক্যারটের ইনফিনিটি পুলের গা ভিজিয়ে হ্যানয়ের সূর্যাস্ত দেখতে মন্দ লাগবে না ৷

টয়লেট সিট থেকে বাথটব সবই সোনার !
টয়লেট সিট থেকে বাথটব- সবই সোনার !

এমনিতেই বাঙালি ভ্রমণপিপাসু ৷ তাই সোনার হোটেলের সোনার হাতছানি উপেক্ষা করা তাদের পক্ষে অসম্ভব ৷ তাহলে আর দেরি কীসের ৷ আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু হলেই চলে যেতে পারেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ৷ অতিথিদের আপ্যায়নে জন্য অপেক্ষা করছে সোনায় মোড়া হোটেল ৷

ইনফিনিটি পুল
সোনায় মোড়া ইনফিনিটি পুল
Last Updated : Jul 7, 2020, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.